HTML Attribute লিস্ট ও কাজের বর্ণনা

Welcome to Creationbangla-24 . কেমন আছেন বন্ধুরা? আপনারা অবশ্যই Title দেখে বুঝতে পেরেছেন এই পেজে কী বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো আপনাদের জানিয়ে রাখি এটি একটি শিক্ষা বিষয়ক সাইট। এই site এ আমি নির্দিষ্ট কিছু বিষয় নিয়ে ধারাবাহিক ভাবে লিখব। আপনাদের একটি কথা না বললেই নয় যে, এই Page টি ভালোভাবে বুঝার জন্য এবং Page টি থেকে উপকৃত হওয়ার জন্য সম্পূর্ণ Page টি মনযোগ সহকারে পড়বেন। এখন এই পেজটিতে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি "HTML Attitude" সম্পর্কে এবং আপনাদের সাথে আছি আমি Md.Aiub তো চলুন বন্ধুরা শুরু করা যাক।


HTML attributes
HTML Attribute কী?
Attribute শব্দের আভিধানিক অর্থ হলো গুণ, চিহ্ন, লক্ষণ, ধর্ম, বিশেষণ, আরোপিত বৈশিষ্ট্য ইত্যাদি।
HTML ভাষার অন্তর্ভুক্ত প্রতিটি ট্যাগ তাদের নিজস্ব বৈশিষ্ট্য অনুযায়ী কাজ করে থাকে। আর এই ট্যাগগুলোর Element এ নতুন মাত্রা যুক্ত করার জন্য HTML Tag এর অভ্যন্তরে যে সকল বৈশিষ্ট্য ব্যবহৃত হয় সেসব বৈশিষ্ট্যকে HTML Attribute বলে। যার কাজ হলো <p> Tag Element কে সবুজ রং করবে এবং তা ওয়েবপেজে প্রদর্শন করবে।
HTML Attribute এর গঠনরীতি।
সকল HTML Attribute গুলো HTML Tag এর অভ্যন্তরে ব্যবহার করতে হয়। Double Angel Bracket <> এর মাঝে প্রথমে একটি Tag name তারপর Attribute name তারপর = চিহ্নের পর Double quotation mark " " এর মধ্যে Attribute value রাখতে হবে। ঠিক এইভাবে <Tag name Attribute name="Attribute value"> যেমন: <p style="color:green;"> Bangladesh is full of many natural beauty. </p>
এখানে Paragraph ট্যাগে Style Attribute ব্যবহার করা হয়েছে। আর Attribute value হিসাবে CSS property Color ব্যবহার করা হয়েছে এবং green colour নির্দিষ্ট করা হয়েছে।
যার Output হবে

Bangladesh is full of many natural beauty.


English এ কালার বানান Colour হলেও HTML ও CSS এ কালার বানান হিসাবে color ব্যবহার করতে হবে, যা উপরে ব্যবহার করা হয়েছে। আর Tag name, Attribute name, Attribute value সহ সবকিছু Lowercase letter বা ছোট হাতের letter ব্যবহার করতে হবে। Uppercase বা বড় হাতের letter ব্যবহার করা যাবে না। আর যদি লিখেন তাহলে আপনার প্রোগ্রাম কার্যকর হবে না।

নিম্নে HTML Attribute এর একটি তালিকাসহ কাজের বর্ণনা দেওয়া হলো
Tag Name Description Practice
accept সার্ভারের গ্রহণযোগ্য ফাইলগুলির ধরন নির্দিষ্ট করে। Try it
accept-charset ফর্ম জমা দেওয়ার জন্য ব্যবহারযোগ্য Character গুলোর encoding নির্দিষ্ট করে। Try it
accesskey একটি Element সক্রিয় / ফোকাস করতে একটি শর্টকাট কী নির্দিষ্ট করে। Try it
action কোনো ফর্ম জমা দেওয়ার সময় ফর্ম-ডেটা কোথায় পাঠাতে হবে তা নির্দিষ্ট করে। Try it
align Element এর প্রান্ত নির্দেশ করে। HTML-5 এ এটি ব্যবহার করা হয় না। Try it
alt Main Element প্রদর্শন করতে ব্যর্থ হলে একটি বিকল্প Element নির্দিষ্ট করে। Try it
async সুনির্দিষ্টভাবে স্ক্রিপ্ট কার্যকর করা হয়েছে তা নির্দিষ্ট করে। Try it
autocomplete <form> এবং <input> Element এর Auto complete enabled করে। Try it
autofocus পেজ লোড হওয়ার পরে স্বয়ংক্রিয়ভাবে ফোকাস হওয়া নির্দিষ্ট করে। Try it
autoplay Audio/Video Automatically play হবে তা নির্দেশ করে। Try it
bgcolor কোনো Element এর background colour নির্দেশ করে। HTML-5 এ এটি ব্যবহার করা হয় না। Try it
border কোনো Element এর border width নির্দেশ করে। HTML-5 এ এটি ব্যবহার করা হয় না। Try it
charset Character গুলোর encoding নির্দিষ্ট করে। Try it
checked Page লোড হওয়ার সময় Checkbox বা Radius টাইপ input selected করে। Try it
cite Quote/Deleted/Inserted text এর একটি URL নির্দিষ্ট করে। Try it
class একটি Class এর অন্তর্ভুক্ত একাধিক Element বুঝায়। Try it
cols Textarea এর দৃশ্যমান প্রস্থ নির্দিষ্ট করে। Try it
colspan Table এর কলাম ভাঙ্গার জন্য ব্যবহার করা হয়। Try it
content Http- সমতুল্য বা নামের বৈশিষ্ট্যের সাথে সম্পর্কিত মান দেয়। Try it
contenteditable কোনো Element সম্পাদনযোগ্য কিনা তা নির্দিষ্ট করে। Try it
controls Audio/Video নিয়ন্ত্রকগুলি প্রদর্শন করে। Try it
coords কোন ক্ষেত্রের স্থানাঙ্ক নির্দিষ্ট করে। Try it
data অবজেক্টটি ব্যবহার করার জন্য URL নির্দিষ্ট করে। Try it
data-* পেজ বা অ্যাপ্লিকেশনটিতে কাস্টম ডেটা সংরক্ষণ করার জন্য ব্যবহৃত হয়। Try it
datetime তারিখ এবং সময় নির্দিষ্ট করে। Try it
default Track enabled হবে। Try it
defer Page parsing শেষ করার পরে স্ক্রিপ্টটি কার্যকর করা হয়েছে তা নির্দিষ্ট করে। Try it
dir Element এর text direction নির্দেশ করে। Try it
dirname Text direction submit করা বুঝায়। Try it
disabled কোন Element user edit disabled বুঝায়। Try it
download ব্যবহারকারী হাইপারলিংকে ক্লিক করলে লক্ষ্য অনুযায়ী ডাউনলোড করা হবে। Try it
draggable কোনো Element ড্রাগেযোগ্য কিনা তা নির্দিষ্ট করে। Try it
dropzone dragged data কপি করা, সরিয়ে নেওয়া, বা লিঙ্ক করা হয়েছে কিনা তা উল্লেখ করে। Try it
enctype সার্ভারে ডাটা জমা দেওয়ার সময় ফর্ম-ডেটা কীভাবে এনকোড করা উচিত তা নির্দিষ্ট করে। Try it
for কোনো ফর্ম Element label/calculation এর সাথে সম্পর্ক নির্দিষ্ট করে। Try it
form Element এর সাথে সম্পর্কিত ফর্মের নাম নির্দিষ্ট করে। Try it
formaction কোনো ফর্ম জমা দেওয়ার সময় ফর্ম-ডেটা কোথায় পাঠাতে হবে তা নির্দিষ্ট করে। Try it
headers একটি সেল এর সাথে সম্পর্কিত এক বা একাধিক সেল এর শিরোনাম নির্দিষ্ট করে। Try it
height কোনো Element এর উচ্চতা নির্দেশ করে। Try it
hidden কোনো Element hide করার জন্য ব্যবহার করা হয়। Try it
high কোনো Range এর সর্বোচ্চ Value নির্ধারণ করে। Try it
href কোনো পেজের সাথে link করার জন্য URL নির্দেশ করে। Try it
hreflang Linked document এর ভাষা নির্দিষ্ট করে। Try it
http-equiv Content এর বৈশিষ্ট্যের তথ্য/মানের জন্য একটি HTTP শিরোনাম সরবরাহ করে। Try it
id কোনো Element এর জন্য একটি unique ID নির্দিষ্ট করে। Try it
ismap কোনো Image কে সার্ভার-সাইডের image-map হিসাবে উল্লেখ করে। Try it
kind Text track এর ধরণ নির্দিষ্ট করে। Try it
label Text track এর শিরোনাম নির্দিষ্ট করে। Try it
lang Element এর ভাষা নির্দিষ্ট করে। Try it
list একটি <datalist> Element এর Content কে <input> Element এর
পূর্বনির্ধারিত Option হিসাবে উল্লেখ করে।
Try it
loop একটি Audio/Video শেষ হলে প্রতিবার আবার শুরু হবে তা নির্দেশ করে। Try it
low কোনো Range এর সর্বোচ্চ Value নির্ধারণ করে। Try it
max সর্বাধিক মান নির্দিষ্ট করে। Try it
maxlength কোনো Element এ অনুমোদিত সর্বাধিক Character এর সংখ্যা নির্দিষ্ট করে। Try it
media Linked document টি কোনো Media/Device এর জন্য অনুকূলিত হয়েছে। Try it
method Form এর Data প্রেরণের সময় HTTP পদ্ধতির প্রয়োগ বুঝায়। Try it
min সর্বনিম্ন মান নির্দিষ্ট করে। Try it
multiple ব্যবহারকারী একাধিক Value Entry করতে পারবে তা নির্দেশ করে। Try it
muted Audio/Video এর sound বন্ধ/muted হয়ে যাবে তা নির্দেশ করে। Try it
name Element এর নাম নির্দেশ করে। Try it
novalidate Form জমা দেওয়ার সময় Form টি যাচাই করবে না, তা নির্দিষ্ট করে। Try it
onabort Loading বন্ধ হলে Script কার্যকর হবে তা নির্দেশ করে। Try it
onafterprint Document প্রিন্ট হওয়ার পর Script কার্যকর হবে তা নির্দেশ করে। Try it
onbeforeprint Document প্রিন্ট হওয়ার পূর্বে Script কার্যকর হবে তা নির্দেশ করে। Try it
onbeforeunload Document Unload হওয়ার সময় Script কার্যকর হবে তা নির্দেশ করে। Try it
onblur Element টি Focus হারিয়ে ফেললে Script কার্যকর হবে তা নির্দেশ করে। Try it
oncanplay File playing শুরু হলে Script কার্যকর হবে তা নির্দেশ করে। Try it
oncanplaythrough Buffering এর জন্য বিরতি না দিয়ে কোনো ফাইল চালালে তখন Script কার্যকর হবে তা নির্দেশ করে। Try it
onchange Element এর মান পরিবর্তন হলে Script কার্যকর হবে তা নির্দেশ করে। Try it
onclick Element এ ক্লিক করা হলে Script কার্যকর হবে তা নির্দেশ করে। Try it
oncontextmenu প্রসঙ্গ মেনু ট্রিগার করা হলে Script কার্যকর হবে তা নির্দেশ করে। Try it
oncopy কোনো Element copy করার সময় Script কার্যকর হবে তা নির্দেশ করে। Try it
oncuechange যখন <track> Element এর ইঙ্গিত পরিবর্তন হয় তখন Script কার্যকর হবে তা নির্দেশ করে। Try it
oncut কোনো Element Cut করার সময় Script কার্যকর হবে তা নির্দেশ করে। Try it
ondblclick Element এ ডাবল ক্লিক করা হলে Script কার্যকর হবে তা নির্দেশ করে। Try it
ondrag Element টেনে আনলে Script কার্যকর হবে তা নির্দেশ করে। Try it
ondragend Element টেনে আনা শেষ হলে Script কার্যকর হবে তা নির্দেশ করে। Try it
ondragenter Element কে কোনো নির্দিষ্ট টার্গেটে টেনে আনলে Script কার্যকর হবে তা নির্দেশ করে। Try it
ondragleave Element কে টেনে কোনো নির্দিষ্ট টার্গেট অতিক্রম করালে Script কার্যকর হবে তা নির্দেশ করে। Try it
ondragover Element টি টেনে একটি নির্দিষ্ট Target over করলে তখন Script কার্যকর হবে তা নির্দেশ করে। Try it
ondragstart Element টি যখন টানা শুরু হবে তখন Script কার্যকর হবে তা নির্দেশ করে। Try it
ondrop Element টি যখন টানা বাদ দেওয়া হবে তখন Script কার্যকর হবে তা নির্দেশ করে। Try it
ondurationchange মিডিয়ার দৈর্ঘ্য পরিবর্তন হলে Script কার্যকর হবে তা নির্দেশ করে। Try it
onemptied যখন কোনো খারাপ ঘটনা ঘটে এবং ফাইলটি হঠাৎ অনুপলব্ধ হয় তখন Script কার্যকর হবে তা নির্দেশ করে। Try it
onended মিডিয়াটি শেষের দিকে পৌঁছে গেলে Script কার্যকর হবে তা নির্দেশ করে। Try it
onerror ত্রুটি দেখা দিলে Script কার্যকর হবে তা নির্দেশ করে। Try it
onfocus Element টি Focus হলে Script কার্যকর হবে তা নির্দেশ করে। Try it
onhashchange যখন URL এর Anchor অংশে পরিবর্তন হয়ে যায় তখন Script কার্যকর হবে তা নির্দেশ করে। Try it
oninput Element টি ব্যবহারকারীর ইনপুট পেলে Script কার্যকর হবে তা নির্দেশ করে। Try it
oninvalid Element টি অবৈধ/অকার্যকর হলে Script কার্যকর হবে তা নির্দেশ করে। Try it
onkeydown যখন কোনো ব্যবহারকারী কোনো key press করা শুরু করে তখন Script কার্যকর হবে তা নির্দেশ করে। Try it
onkeypress যখন কোনো ব্যবহারকারী কোনো key press করে তখন Script কার্যকর হবে তা নির্দেশ করে। Try it
onkeyup যখন কোনো ব্যবহারকারী কোনো key press করা শেষ করে তখন Script কার্যকর হবে তা নির্দেশ করে। Try it
onload Element এর loading শেষ হলে Script কার্যকর হবে তা নির্দেশ করে। Try it
onloadeddata Media data loading শেষ হলে Script কার্যকর হবে তা নির্দেশ করে। Try it
onloadedmetadata Meta data loading শেষ হলে Script কার্যকর হবে তা নির্দেশ করে। Try it
onloadstart কোনো File loading শুরু হওয়ার সাথে সাথে Script কার্যকর হবে তা নির্দেশ করে। Try it
onmousedown কোনো Element এ Mouse Button Press করা হয় তখন Script কার্যকর হবে তা নির্দেশ করে। Try it
onmousemove কোনো Element এ Mouse Pointer যতক্ষণ move করা হয় ততোক্ষণ Script কার্যকর হবে তা নির্দেশ করে। Try it
onmouseout কোনো Element থেকে যখন Mouse Pointer সরে যায় তখন Script কার্যকর হবে তা নির্দেশ করে। Try it
onmouseover Mouse Pointer যখন কোনো Element উপর দিয়ে চলে যায় তখন Script কার্যকর হবে তা নির্দেশ করে। Try it
onmouseup Mouse Pointer যখন কোনো Element উপর থেকে সরে যায় তখন Script কার্যকর হবে তা নির্দেশ করে। Try it
onmousewheel কোনো Element উপর Mouse wheel scroll করলে Script কার্যকর হবে তা নির্দেশ করে। Try it
onoffline Browser টি যখন Offline এ কাজ শুরু করে তখন Script কার্যকর হবে তা নির্দেশ করে। Try it
ononline Browser টি যখন Online এ কাজ শুরু করে তখন Script কার্যকর হবে তা নির্দেশ করে। Try it
onpagehide যখন কোনো ব্যবহারকারী কোনো পেজ থেকে দূরে সরে যায় তখন Script কার্যকর হবে তা নির্দেশ করে। Try it
onpageshow যখন কোনো ব্যবহারকারী কোনো পেজ Navigate করে তখন Script কার্যকর হবে তা নির্দেশ করে। Try it
onpaste যখন কোনো User কোনো Element এ কোনো কিছু Paste করে তখন Script কার্যকর হবে তা নির্দেশ করে। Try it
onpause যখন কোনো User কোনো Media Element pause করে তখন Script কার্যকর হবে তা নির্দেশ করে। Try it
onplay কোনো Media play হলে Script কার্যকর হবে তা নির্দেশ করে। Try it
onplaying কোনো Media play শুরু হলে Script কার্যকর হবে তা নির্দেশ করে। Try it
onpopstate Windows history পরিবর্তন হলে Script কার্যকর হবে তা নির্দেশ করে। Try it
onprogress ব্রাউজারটি যখন মিডিয়া ডেটা পাওয়ার প্রক্রিয়াধীন থাকে Script কার্যকর হবে তা নির্দেশ করে। Try it
onratechange প্রতিবার Playback rate পরিবর্তন হলে Script কার্যকর হবে তা নির্দেশ করে। Try it
onreset কোনো Form এর reset Button এ Click করলে Script কার্যকর হবে তা নির্দেশ করে। Try it
onresize Browser windows যখন resize হয় তখন Script কার্যকর হবে তা নির্দেশ করে। Try it
onscroll কোনো Element এর Scrollbar Scroll করলে Script কার্যকর হবে তা নির্দেশ করে। Try it
onsearch ব্যবহারকরী Search করার জন্য কিছু input করলে Script কার্যকর হবে তা নির্দেশ করে। Try it
onseeked যখন অনুসন্ধানের বৈশিষ্ট্য মিথ্যা হয় তখন Script কার্যকর হবে তা নির্দেশ করে। Try it
onseeking যখন অনুসন্ধানের বৈশিষ্ট্য মিথ্যা হয় তখন Script কার্যকর হবে তা নির্দেশ করে। Try it
onselect কোনো Element select করলে Script কার্যকর হবে তা নির্দেশ করে। Try it
onstalled Browser যে কোনো কারণে মিডিয়া ডেটা আনতে অক্ষম হলে Script কার্যকর হবে তা নির্দেশ করে। Try it
onstorage Wed storage update করা হলে Script কার্যকর হবে তা নির্দেশ করে। Try it
onsubmit Form জমা দেওয়ার পর Script কার্যকর হবে তা নির্দেশ করে। Try it
onsuspend যে কোনো কারণে পুরোপুরি লোড হওয়ার আগে মিডিয়া ডেটা আনার সময় Script কার্যকর হবে তা নির্দেশ করে। Try it
ontimeupdate Playing position change হলে Script কার্যকর হবে তা নির্দেশ করে। Try it
ontoggle User কোনো Element open/close করলে Script কার্যকর হবে তা নির্দেশ করে। Try it
onunload Page টি unload হলে Script কার্যকর হবে তা নির্দেশ করে। Try it
onvolumechange Audio/Video volume change হলে Script কার্যকর হবে তা নির্দেশ করে। Try it
onwaiting Media pause করা হলে Script কার্যকর হবে তা নির্দেশ করে। তবে পুনরায় চালু হবে বলে আশা করা যায়। Try it
onwheel Mouse wheel টি যখন কোনো Element এর উপরে বা নিচে নেমে যায় তখন Script কার্যকর হবে তা নির্দেশ করে। Try it
open Details open করবে তা নির্দেশ করে। Try it
optimum Gauge জন্য সর্বোত্তম মানটি কী তা নির্দিষ্ট করে। Try it
pattern একটি নিয়মিত অভিব্যক্তি নির্দিষ্ট করে যা input Element এর মান পরীক্ষা করে। Try it
placeholder Element এর জন্য প্রত্যাশিত মান বর্ণনা করে একটি সংক্ষিপ্ত ইঙ্গিত নির্দিষ্ট করে। Try it
poster Video টি Download করার সময় বা play করার পূর্বে একটি Image show করবে। Try it
preload পৃষ্ঠাটি লোড হওয়ার পরে কীভাবে লেখক অডিও /ভিডিওটি লোড করা উচিত তা নির্দিষ্ট করে। Try it
readonly Element টি শুধু মাত্র পঠনযোগ্য তা নর্দেশ করে। Try it
rel বর্তমান Document এবং লিঙ্কযুক্ত Document মধ্যে সম্পর্ক নির্দিষ্ট করে। Try it
required Form জমা দেওয়ার আগে অবশ্যই পূরণ করতে হবে তা নির্দেশ করে। Try it
reversed List item গুলো বড় থেকে ছোট ক্রমানুসারে প্রদর্শন করবে। Try it
rows একটি পাঠ্য ক্ষেত্রের দৃশ্যমান লাইনের সংখ্যা নির্দিষ্ট করে। Try it
rowspan একাধিক Row ভেঙ্গে একত্রিত করতে ব্যবহার করা হয়। Try it
sendbox Content এর জন্য বিধিনিষেদের একটি অতিরিক্ত সেট Enable করে। Try it
scope শিরোনাম সেলটি সারি বা কলাম বা Columns/Rows group এর জন্য শিরোনাম কিনা তা সুনির্দিষ্ট করে। Try it
selected কোনো পেজ লোড হওয়ার সময় একটি option pre-selected হবে তা নির্দেশ করে। Try it
shape Area Element এর মাঝে Shape নির্দেশ করে। Try it
size Character size/ option এর সংখ্যা নির্দেশ করে। Try it
sizes Resource link এর size নির্দিষ্ট করে। Try it
span Column গুলোর সংখ্যা নির্দেশ করে। Try it
spellcheck Element বানান এবং ব্যাকরণ পরীক্ষা করা আছে কিনা তা নির্দিষ্ট করে। Try it
src মিডিয়া ফাইলের URL নির্দিষ্ট করে। Try it
srcdoc iframe এর মাঝে HTML পেজ দেখানোর জন্য ব্যবহার করা হয়। Try it
srclang Track text এর ভাষা নির্দিষ্ট করে। Try it
srcset বিভিন্ন পরিস্থিতিতে ব্যবহারের জন্য Image এর URL নির্দিষ্ট করে। Try it
start অর্ডার লিস্টে শুরুর মান নির্দিষ্ট করে। Try it
step একটি input field এর জন্য legal সংখ্যক অন্তর নির্দিষ্ট করে। Try it
style কোনো Element এর জন্য একটি inline CSS style নির্দিষ্ট করে। Try it
tabindex কোনো Element এক জন্য tabbing ক্রম নির্দেশ করে। Try it
target লিঙ্কযুক্ত Document কোথায় খুলতে হবে বা কোথায় ফর্মটি জমা দিতে হবে তার লক্ষ্য নির্দিষ্ট করে। Try it
title একটি Element সম্পর্কে অতিরিক্ত তথ্য নির্দিষ্ট করে। Try it
translate কোনো Element এর Content অনুবাদ করা উচিত কিনা তা নির্দিষ্ট করে। Try it
type Element এর ধরণ উল্লেখ করে। Try it
usemap কোনো images কে একটি client-side image-map হিসাবে উল্লেখ করে। Try it
value Element এর মান নির্দিষ্ট করে। Try it
width Element এর প্রস্থ নির্দিষ্ট করে। Try it
wrap কোনো Form জমা দেওয়ার সময় text area content কীভাবে মোড়ানো হবে তা সুনির্দিষ্ট করে। Try it
উপরিউক্ত তালিকায় Global Attitudes, Event Attitude, Core Attitude, Style Attitude Internationalization Attitude সহ কয়েক ধরণের Attitude রয়েছে। আর আমি এ সকল বিষয় নিয়ে আপনাদের সাথে ধারাবাহিকভাবে আলোচানা করব ইনশা আল্লাহ্...

ًপ্রিয় পাঠক বন্ধুরা,
আপনারা যদি এই পেজটি পড়ে উপকৃত হন তাহলে আমার পরিশ্রম স্বার্থক হবে। উপকৃত হয়ে থাকলে এই পেজটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। আপনার মতামত প্রকাশ করতে চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। এতোক্ষণ ধর্য্যসহকারে Page টি পড়ার জন্য এবং আপনার মূল্যবান সময় আমাদের সাথে ব্যয় করার জন্য ধন্যবাদ। এর পরের Page এ আপনাদের সাথে "HTML Hyperlink" নিয়ে আলোচনা করব, সেই সময় পর্যন্ত আমদের সাথে থাকার আমন্ত্রণ রইল। আপনাদের সকলে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো শেষ করছি,
আল্লাহ হফেজ...


Post a Comment

Previous Post Next Post