প্রাণী জগৎ সম্পর্কিত সাধারণ জ্ঞানের দ্বিতীয় পর্বে আপনারদের জানায় স্বাগতম...
- প্রশ্ন: সবচেয়ে বিষাক্ত সাপ কোনটি?
- উত্তর: গোখরা।
- প্রশ্ন: কোন প্রাণী চোখ ও কান দিয়ে শ্বাস-প্রশ্বাসের কাজ করে?
- উত্তর: হরিণ।
- প্রশ্ন: কোন প্রাণী মুখ দিয়ে মল ত্যাগ করে?
- উত্তর: বাদুর।
- প্রশ্ন: কোন প্রাণী ইাঁটুতে কান থাকে?
- উত্তর: ফড়িং।
- প্রশ্ন: কোন মাছ সবচেয়ে বেশিদিন বাড়?
- উত্তর: নীল তিমি।
- প্রশ্ন: কোন প্রাণীর চারটি পাকস্থলী আছে?
- উত্তর: গরুর।
- প্রশ্ন: জঙ্গলের আলো বলা হয় কোন প্রাণীকে?
- উত্তর: জোনাকিপোকাকে।
- প্রশ্ন: কোন প্রাণী ডিম পাড়ে কিন্তু বাচ্চাকে দুধ দেয়?
- উত্তর: প্লাটিপাস।
- প্রশ্ন: কোন কোন প্রাণী দেখতে পায় না?
- উত্তর: উই, জোঁক, কেঁচো ইত্যাদি।
- প্রশ্ন: কোন প্রাণী দিনে দেখতে পায় না?
- উত্তর: বাদুর।
- প্রশ্ন: কোন মাছ উড়তে পারে?
- উত্তর: সমুদ্রের উড়ূক্কু মাছ।
- প্রশ্ন: কোন প্রাণী উড়তে পারে কিন্তু পাখি নয়?
- উত্তর: বদুড়।
- প্রশ্ন: ময়ূর ও ময়ূরীর পার্থক্য কী?
- উত্তর: ময়ূরের পেখম আছে কিন্তু ময়ূরীর নেই।
- প্রশ্ন: কোন প্রাণীর চোখের পাতা নেই?
- উত্তর: মাছের।
- প্রশ্ন: সরীসৃপ কাদের বলা হয়?
- উত্তর: যেসব প্রাণী বুকে ভর দিয়ে চলে এবং যাদের ডিম থেকে বাচ্চা হয়। যেমন টিকটিকি, সাপ, গিরগিটি, কুমির, কচ্ছপ ইত্যাদি।
- প্রশ্ন: মৌমাছির চোখ কয়টি?
- উত্তর: ৫টি।
- প্রশ্ন: মাকড়শার চোখ কয়টি?
- উত্তর: ৮টি।
- প্রশ্ন: মাকড়শার পা কয়টি?
- উত্তর: ৮টি।
- প্রশ্ন: মাছির পা কয়টি?
- উত্তর: ৬টি।
- প্রশ্ন: ব্যঙের হৃৎপিণ্ডের প্রকোষ্ট কয়টি?
- উত্তর: ৩টি।
Good
ReplyDeletePost a Comment