Welcome to Creationbangla-24. কেমন আছেন বন্ধুরা? আশা করি মহান আল্লাহ্ তা'য়ালার অশেষ রহমতে ভালো আছেন। আপনারা অবশ্যই Title দেখে বুঝতে পেরেছেন এই পেজে কী বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো আপনাদের জানিয়ে রাখি এটি একটি শিক্ষা বিষয়ক সাইট। এই site এ আমি নির্দিষ্ট কিছু বিষয় নিয়ে ধারাবাহিক ভাবে লিখব। আপনাদের একটি কথা না বললেই নয় যে, এই Page টি ভালোভাবে বুঝার জন্য এবং Page টি থেকে উপকৃত হওয়ার জন্য সম্পূর্ণ Page টি মনযোগ সহকারে পড়বেন। এখন এই পেজটিতে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি "<canvas> ট্যাগ" সম্পর্কে এবং আপনাদের সাথে আছি আমি Md.Aiub তো চলুন বন্ধুরা শুরু করা যাক।
অর্থাৎ <canvas> ও </canvas> এর মাঝে কোনো টেক্স ব্যবহার করা যাবে না। যদি ব্যবহার করেন তবে সেই টেক্স ওয়েব ব্রাউজারে প্রদর্শিত হবে না তাছাড়া <canvas> ট্যাগে Global Attributes ও Event Attributes support করে।
নিম্নে canvas তৈরি করার জন্য কোডিং করে দেখানো হলো। আপনি চাইলে কোড পরিবর্তন করে এখানেই অনুশীলন করতে পারেন এবং Run Code Button এ ক্লিক করে উপরের কোডগুলোর Output দেখতে পারেন । আবার আপনি চাইলে Copy Code Button এ ক্লিক করে কোডগুলো কপি করতে পারেন এবং তা আপনার প্রয়োজনে ব্যাবহার করতে পারেন।
Post a Comment