বিশ্বের বিভিন্ন পশু সম্পর্কে সাধারণ জ্ঞান পর্ব-১

প্রাণী জগৎ সম্পর্কিত সাধারণ জ্ঞানের প্রথম পর্বে আপনারদের জানায় স্বাগতম...

Animal World, Birds, General  Knowledge, প্রাণি জগৎ, কুল,পশু, পাখি, সাধারণ জ্ঞান
  1. প্রশ্ন: বাংলাদেশের জাতীয় পশুর নাম কী?
  2. উত্তর: বাংলাদেশের জাতীয় পশু রয়েল বেঙ্গল টাইগর।
  3. প্রশ্ন: সবচেয়ে হিংস্র প্রাণী কোনটি?
  4. উত্তর: সবচেয়ে হিংস্র প্রাণী হলো হায়েনা।
  5. প্রশ্ন: সবচেয়ে চালাক প্রাণী কোনটি ?
  6. উত্তর: সবচেয়ে চালাক প্রাণী হলো শিয়াল।
  7. প্রশ্ন: কোন প্রাণী জলপান করে না?
  8. উত্তর: আফ্রিকার কৃষ্ণমৃগ।
  9. প্রশ্ন: কোন প্রাণীর ভেতরে মুক্তা পাওয়া যায়?
  10. উত্তর: ঝিনুকের ভেতরে মুক্তা পাওয়া যায়।
  11. প্রশ্ন: কোন প্রাণী সবচেয়ে বেশি উড়তে পারে?
  12. উত্তর: মাছি সবচেয়ে বেশি উড়তে পারে।
  13. প্রশ্ন: কোন প্রাণী পৃথিবীতে বেশি?
  14. উত্তর: পিঁপড়া।
  15. প্রশ্ন: কোন পশুকে পশুর রাজা বলা হয়?
  16. উত্তর: সিংহকে পশুর রাজা বলা হয়।
  17. প্রশ্ন: সবচেয়ে উঁচু প্রাণি কোনটি?
  18. উত্তর: সবচেয়ে উঁচু প্রাণি জিরাফ।
  19. প্রশ্ন: কোন প্রাণী দাঁড়িয়ে ঘুমায়?
  20. উত্তর: ঘোড়া দাঁড়িয়ে ঘুমায়?
  21. প্রশ্ন: পৃথিবীর আদি প্রাণী কোনটি?
  22. উত্তর: পৃথিবীর সবচেয়ে আদি প্রাণী হলো অ্যামিবা।
  23. প্রশ্ন: বিশ্বস্ত প্রাণী কোনটি?
  24. উত্তর: বিশ্বস্ত প্রাণী হলো কুকুর।
  25. প্রশ্ন: সবচেয়ে সাহসী জন্তু কোনটি?
  26. উত্তর: সবচেয়ে সাহসী জন্তু হলো বন্যশুকর।
  27. প্রশ্ন: কোন প্রাণীর রক্ত সাদা?
  28. উত্তর: টিকটিকির
  29. প্রশ্ন: কোন প্রাণীর সবচেয়ে চামড়া মোটা
  30. উত্তর: গণ্ডার।
  31. প্রশ্ন: কোন প্রাণীকে মরুভূমির জাহাজ বলা হয়?
  32. উত্তর: উটকে মরুভূমির জাহাজ বলা হয়।
  33. প্রশ্ন: কোন প্রাণীকে সিংহের বাহন বলা হয়?
  34. উত্তর: শৃগালকে সিংহের বাহন বলা হয়।
  35. প্রশ্ন: কোথায় সবচেয়ে বেশি কুমির পাওয়া যায়?
  36. উত্তর: আফ্রিকায় সবচেয়ে বেশি কুমি পাওয়া যায়।
  37. প্রশ্ন: কোন প্রাণীর পেটে বাচ্চা রাখার থলি আছে?
  38. উত্তর: ক্যাঙ্গারুর পেটে বাচ্চা রাখার থলি আছে।
  39. প্রশ্ন: কোন প্রাণী সবচেয়ে বেশি দৌড়াতে পারে?
  40. উত্তর: চিতাবাঘ সবচেয়ে বেশি দৌড়াতে পারে।


2 Comments

  1. পশুপাখি সম্পর্কে সাধারন জ্ঞান অনেক গুরুত্বপূর্ন। এই সব পশুপাখি সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিজিট করুনঃ https://poshupakhi.com/

    ReplyDelete

Post a Comment

Previous Post Next Post