কোভিড-১৯:করোনা ভাইরাস সম্পর্কে সাধারণ জ্ঞান পর্ব-১

কোভিড-১৯ বা করোনা ভাইরাস সম্পর্কিত সাধারণ জ্ঞানের প্রথম পর্বে আপনারদের জানায় স্বাগতম...

Corona Virus, Covid-19, General  Knowledge, করোনা, ভাইরাস, সাধারণ জ্ঞান
  1. প্রশ্ন: করোনা শব্দের আভিধানিক অর্থ কি?
  2. উত্তর: মাথার মুকুট।
  3. প্রশ্ন: কত সালে করোনা ভাইরাসের সন্দেহ মেলে?
  4. উত্তর: ১৯৩০
  5. প্রশ্ন: করোনা ভাইরাস কত সালে আবিষ্কার হয়?
  6. উত্তর: ১৯৬০
  7. প্রশ্ন: WHO কবে এই ভাইরাসের নাম দেন 2019-nCOV?
  8. উত্তর: ৭ জানুয়ারি,২০২০
  9. প্রশ্ন: কোভিড-১৯ কবে নামকরণ করা হয়?
  10. উত্তর: ১১ ফেব্রুয়ারি,২০২০
  11. প্রশ্ন: কোভিড-১৯ রোগটি প্রথম কোথায় ও কবে সনাক্ত করা হয়?
  12. উত্তর: ৩১শে ডিসেম্বর ২০১৯ চীনের উহান নগরীতে রোগটি সনাক্ত করা হয়।
  13. প্রশ্ন: WHO, COVID-19 কবে PANDEMIC হিসেবে ঘোষণা করে?
  14. উত্তর: ১১ মার্চ, ২০২০
  15. প্রশ্ন: COVID-19 রোগটির বহনকারী ভাইরাসটির নাম কি?
  16. উত্তর: SARS-COV-2
  17. প্রশ্ন: বিজ্ঞানীরা কবে কোভিড-১৯ কে সার্স- করোনা ভাইরাস গোত্রের বলেন?
  18. উত্তর: ৯জানুয়ারি,২০২০
  19. প্রশ্ন: সর্বপ্রথম বাংলাদেশের নাগরিক কোন দেশে করোনাভাইরাসে সংক্রমিত হয়?
  20. উত্তর: সিঙ্গাপুর।
  21. প্রশ্ন: PPE এর পূর্নরুপ কি?
  22. উত্তর: Personal protective Equipment.
  23. প্রশ্ন: কোভিড-১৯ কে বৈশ্বিক মহামারী হিসেবে কবে কে ঘোষণা দেয়?
  24. উত্তর: ১১ মার্চ,WHO
  25. প্রশ্ন: বাংলাদেশে প্রথম কোভিড-১৯ রোগী সনাক্ত করা হয় কবে?
  26. উত্তর: ৮ মার্চ, ২০২০
  27. প্রশ্ন: কোভিড-১৯ রাগে আক্রান্ত হয়ে বাংলাদেশে প্রথম মারা যায় কবেব?
  28. উত্তর: ১৮ মার্চ,২০২০
  29. প্রশ্ন: সর্বপ্রথম বাংলাদেশ কোন জেলা লকডাউন ঘোষণা করা হয়?
  30. উত্তর: মাদারীপুর।
  31. প্রশ্ন: আইইডিসিআর কত সালে প্রতিষ্ঠিত হয়?
  32. উত্তর: ১৯৭৬
  33. প্রশ্ন: IEDCR- পূর্ণরুপ কী?
  34. উত্তর: Institute of Epidemiology, Diseases Control and Research.
  35. প্রশ্ন: IEDCR এর বর্তমান পরিচালক কে?
  36. উত্তর: প্রফেসর ড. মীরজাদী সাব্রিনা ফ্লোরা।
  37. প্রশ্ন: IEDCR এর সদর দপ্তর কোথায়?
  38. উত্তর: মহাখালী, ঢাকা।
  39. প্রশ্ন: করোনাভাইরাস শনাক্তের পরীক্ষার জন্য নাক ও গলার লালার নমুনা সংগ্রহ করার বিশেষ কাঠির নাম কী?
  40. উত্তর: সোয়াব স্টিক।
  41. প্রশ্ন: করোনাভাইরাস শনাক্তের কিট বাংলাদেশেকে সরবরাহ করেছে?
  42. উত্তর: WHO
  43. প্রশ্ন: করোনাভাইরাস শনাক্তকরণে গণস্বাস্থ্যের তৈরি কিটের নাম কী?
  44. উত্তর: জিআর কোভিড-১৯ ডট ব্লট।
  45. প্রশ্ন: করোনা ভাইরাসে সংক্রমণের বিশ্বের প্রায় কয়টি দেশে সংক্রমণের বিস্তার করে?
  46. উত্তর: ২০০টি।
  47. প্রশ্ন: করোনা ভাইরাস সর্বপ্রথম ইউরাপের কোন দেশে ধরা পরে?
  48. উত্তর: ফ্রান্স।
  49. প্রশ্ন: করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সর্বপ্রথম বাংলাদেশের কোন ডাক্তার মারা যান?
  50. উত্তর: ড. মইনুদ্দিন।
  51. প্রশ্ন: করোনা ভাইরাস আক্রান্ত হয়ে সর্বপ্রথম কোন সাংবাদিক মারা যান?
  52. উত্তর: হুমায়ুন কবির খোকন।
  53. প্রশ্ন: করোনা ভাইরাস নিয়ে সতর্ককারী চিকিৎসকের নাম কি?
  54. উত্তর: লি ওয়েনলিয়াং।
  55. প্রশ্ন: লি ওয়েনলিয়াং কবে মারা যান?
  56. উত্তর: ৬ ফেব্রুয়ারী,২০২০
  57. প্রশ্ন: WHO কবে বৈশ্বিক অবস্থা জাড়ি করে?
  58. উত্তর: ৩০ জানুয়ারি,২০২০
  59. প্রশ্ন: করোনা ভাইরাসের ৭ম প্রজাতির নাম কি?
  60. উত্তর: 2019 Novel Corona Virus


1 Comments

Post a Comment

Previous Post Next Post