বিশ্বের বিভিন্ন মাছ সম্পর্কিত সাধারণ জ্ঞানের প্রথম পর্বে আপনারদের জানায় স্বাগতম...
- প্রশ্ন: মাছ কোন জাতীয় খাদ্য?
- উত্তর: প্রাণীজ আমিষ জাতীয় খাদ্য।
- প্রশ্ন: বাংলাদেশের জাতীয় মাছের নাম কী?
- উত্তর: ইলিশ।
- প্রশ্ন: কয়েকটি মিঠা পানির মাছের নাম কী?
- উত্তর: রুই, কাতলা, চিতল, মৃগেল, শোল, বোয়াল, কৈ, পাবদা, মাগুর, শিং, টেংর বাইন, টাকি, বাতাসি, পুঁটি, মলা, ফলি, তেলাপিয়া ইত্যাদি।
- প্রশ্ন: কয়েকটি লোনা পানির মাছের নাম কী?
- উত্তর: ইলিশ, ভেটকি, রূপটাদা, লাক্ষা, হাউস, পোয়া, পাঙ্গাস, কোরাল, ছুরি ইত্যাদি।
- প্রশ্ন: মাছ কীভাবে ঘুমায়?
- উত্তর: চোখ মেলে ঘুমায়।
- প্রশ্ন: মাছ কীভাবে শ্বাস-প্রশ্বাস নেয়?
- উত্তর: মাছ ফুলকার সাহায্যে শ্বাস-প্রশ্বাস নেয়।
- প্রশ্ন: ইলিশ কোন পানির মাছ?
- উত্তর: লোনা পানির মাছ।
- প্রশ্ন: আঁশবিহীন ৫টি মাছের নাম বল।
- উত্তর: শিং, মাগুর, বোয়াল, পাবদা ও টেংগ্রা।
- প্রশ্ন: মাছ কী দিয়ে ডিম ছাড়ে?
- উত্তর: মাছ মুখ দিয়ে ডিম ছাড়ে।
- প্রশ্ন: সবচেয়ে বড় জলজ প্রাণী কোনটি?
- উত্তর: নীল তিমি।
- প্রশ্ন: ছোট মাছ খেলে কী উপকার হয়?
- উত্তর: ছোট মাছ খেলে চোখের দৃষ্টিশক্তি বাড়ে।
- প্রশ্ন: বাংলাদেশের চিংড়ি চাষ কেন্দ্র কোথায় অবস্থিত?
- উত্তর: খুলনার পাইকগাছায়।
- প্রশ্ন: বাংলাদেশে কী কী জাতের চিংড়ি চাষ হয়?
- উত্তর: গলদা, বাগদা ও চাপড়াই জাতীয় চিংড়ি।
- প্রশ্ন: মুখে ডিম রেখে বাচ্চা ফুটায় কোন মাছ?
- উত্তর: তেলাপিয়া।
- প্রশ্ন: রেনু পোনা কখন ছাড়া হয়?
- উত্তর: বর্ষাকালে।
- প্রশ্ন: কোন মাছ উড়তে পারে ?
- উত্তর: উড় ক্কু মাছ, সামুদ্রিক ।
- প্রশ্ন: কোন মাছের শরীরে বিদ্যুৎ আছে ?
- উত্তর: ষ্টার, স্কুইড ও ড্রাগন মাছের শরীরে ।
- প্রশ্ন: কোন মাছ আকাশে উড়ে ?
- উত্তর: ফ্লাইফিস।
- প্রশ্ন: কোন মাছ মানুষের মত হাটতে পারে ?
- উত্তর: এ্যাংলার ফিস ।
- প্রশ্ন: কোন মাছ এক সঙ্গে ১৫ লক্ষ ডিম পাড়ে ?
- উত্তর: ইলিশ মাছ।
- প্রশ্ন: কোন মাছ বাচ্চাকে দুধ খাওয়ায় ?
- উত্তর: তিমি মাছ।
Post a Comment