বাংলাদেশর কৃষি ও ভূমি সম্পর্কিত সাধারণ জ্ঞানের দ্বিতীয় পর্বে আপনারদের জানায় স্বাগতম...
- প্রশ্ন: বাংলাদেশে কৃষি গবেষণা প্রতিষ্ঠানটি (BINA) কোথায় অবস্থিত?
- উত্তর: গাজীপুর জেলীয় জয়দেবপুরে।
- প্রশ্ন: চা রপ্তানিতে বাংলাদেশের স্থান কত?
- উত্তর: চা রপ্তানিতে বাংলাদেশের স্থান অষ্টম।
- প্রশ্ন: বাংলাদেশের কোথায় কোথায় চা উৎপন্ন হয়?
- উত্তর: সিলেট, চট্টগ্রাম ও কুমিল্লায়।
- প্রশ্ন: বাংলাদেশের দ্বিতীয় অর্থকারী ফসল কোনটি?
- উত্তর: বাংলাদেশের দ্বিতীয় অর্থকারী ফসল হলো চা।
- প্রশ্ন: কোন ভুমিরূপটি বাংলাদেশে দেখা যায় না?
- উত্তর: মালভূমি।
- প্রশ্ন: জুম চাষ করা হয় কোন এলাকায়?
- উত্তর: জুম চাষ করা হয় পাহাড়ি এলাকায়।
- প্রশ্ন: বাংলাদেশে বৃহত্তম কৃষি উদ্যান কোনটি?
- উত্তর: গাজীপুর জেলাীর কাশিমপুরে।
- প্রশ্ন: বাংলাদেশের মাটিকে প্রাকৃতিক ও রাসায়নিক গঠনের ওপর ভিত্তি করে কয় ভাগে ভাগ করা হয়েছে?
- উত্তর: চার ভাগে ভাগ করা হয়েছে।
- প্রশ্ন: বাংলাদেশের প্রধান কৃষিজাত দ্রব্য কী কী?
- উত্তর: ধান, পাট, ইক্ষু, চা, তামাক, তৈলবীজ, গম, যব, আলু, তুলা ইত্যাদি।
- প্রশ্ন: বাংলাদেশে সবচেয়ে বেশি ধান কোন জেলায় উৎপন্ন হয়?
- উত্তর: ময়মনসিংহ জেলায়।
- প্রশ্ন: বাংলাদেশের ধান চাষ করা হয় মোট আবাদি জমির কত শতাংশে?
- উত্তর: ৭৫ শতাংশে।
- প্রশ্ন: কোন জেলাকে 'শস্যভাণ্ডার বলা হয়?
- উত্তর: বরিশাল জেলাকে।
- প্রশ্ন: বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনষ্টিটিউট (BINA) উদ্ভাবিত লবণাক্ততা সহিষ্ণু ধানের নাম কী?
- উত্তর: বিনা-৮ ও বিনা-৯।
- প্রশ্ন: ২০১০ সালের মার্চে উন্নতমানের বিটুমিনাস কয়লার সন্ধান পাওয়া যায় কোথায়?
- উত্তর: পোড়াগ্রাম, নীলফামারী।
- প্রশ্ন: বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অধীনে সেচ প্রকল্প চালু আছে কতটি?
- উত্তর: বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অধীনে সেচ প্রকল্প চালু আছে ১১৪টি।
- প্রশ্ন: বাংলাদেশের কোন জেলার চালে মাত্রাতিরিক্ত আর্সেনিক রয়েছে ?
- উত্তর: ফরিদপুর জেলায়।
- প্রশ্ন: ইরিটম কী?
- উত্তর: একধরনের উন্নতমানের ধান।
- প্রশ্ন: বাংলাদেশে কী কী সকল উন্নত জাতের ধান উৎপাদন হয় ?
- উত্তর: মালা, ব্রিশাইল, বিপ্লব, দুলাভোগ, ব্রিবালাম, আশা, চান্দিনা, মুক্ত প্রভৃতি।
- প্রশ্ন: বাংলাদেশে ধান প্রধানত কত শেণীর?
- উত্তর: বাংলাদেশে ধান প্রধানত চার শেণীর – আউশ, আমন, বোরো ও ইরি।
- প্রশ্ন: বাংলাদেশের কত ভাগ জমিতে পাট চাষ করা হয়?
- উত্তর: বাংলাদেশের ৭ ভাগ জমিতে পাট চাষ করা হয়।
Post a Comment