বাংলাদেশ সম্পর্কিত সাধারণ জ্ঞানের দ্বিতীয় পর্বে আপনারদের জানায় স্বাগতম...
- প্রশ্ন: বাংলাদেশ সৃষ্টির পূর্বে এটি নাম কি ছিল?
- উত্তর: বাংলাদেশ সৃষ্টির পূর্বে এটি ছিল বঙ্গখাত বা Bango-Basin.
- প্রশ্ন: বাংলাদেশের সর্ব উত্তরে জেলা কোনটি?
- উত্তর: বাংলাদেশের সর্ব উত্তরে জেলা হলো পঞ্চগড়।
- প্রশ্ন: বাংলাদেশের সর্ব দক্ষিণে জেলা কোনটি?
- উত্তর: বাংলাদেশের সর্ব দক্ষিণে জেলা- কক্সবাজার ।
- প্রশ্ন: বর্তমানে বাংলাদেশে কতটি জেলা আছে?
- উত্তর: ৬৪ টি।
- প্রশ্ন: বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার কত?
- উত্তর: বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার ১.৩২%
- প্রশ্ন: দারিদ্র সীমার নিচে বসবাসকারীদের হার কত?
- উত্তর: দারিদ্র সীমার নিচে বসবাসকারী ৪০%
- প্রশ্ন: বিশ্বে বাংলাদেশের অবস্থান জনসংখ্যার দিক থেকে কত?
- উত্তর: বিশ্বে বাংলাদেশের অবস্থান জনসংখ্যার দিক থেকে সপ্তম
- প্রশ্ন: বাংলাদেশের সবচেয়ে কম ঘনবসতিপূর্ণ এলাকা কোনটি?
- উত্তর: বাংলাদেশের সবচেয়ে কম ঘনবসতিপূর্ণ এলাকা হলো বান্দরবন।
- প্রশ্ন: আয়তনের দিক থেক বিশ্বে বাংলাদেশর অবস্থান কত?
- উত্তর: আয়তনের দিক থেক বিশ্বে বাংলাদেশর অবস্থান ৯১ তম।
- প্রশ্ন: ম্যালথাসের মতে জনসংখ্যা বাড়ে কিভাবে?
- উত্তর: ম্যালথাসের মতে জনসংখ্যা বাড়ে জ্যামিতিক হারে।
- প্রশ্ন: ঢাকা বিশ্বের কততম মেগা সিটি?
- উত্তর: ঢাকা বিশ্বের ২০ তম মেগা সিটি
- প্রশ্ন: বাংলাদেশে কিশোর অপরাধ (৭-১৬ বছর) কেন্দ্র কোথায় অবস্থিত?
- উত্তর: বাংলাদেশে কিশোর অপরাধ (৭-১৬ বছর) কেন্দ্র অবস্থিত- গাজীপুর জেলার টঙ্গীতে।
- প্রশ্ন: বাংলাদেশ মোট উপজাতি কতটি?
- উত্তর: বাংলাদেশ মোট উপজাতি হলো ৪৫ টি
- প্রশ্ন: বাংলাদেশের আায়াতন কত?
- উত্তর: ১,৪৭,৬১০ বর্গ কিলোমিটার।
- প্রশ্ন: বাংলাদেশ স্বাধীনতা লাভ করে কখন?
- উত্তর: ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর।
- প্রশ্ন: বাংলাদেশের সরব মোট সীমারেখা কত?
- উত্তর: বাংলাদেশের সরব মোট সীমারেখা ৫১৩৮ কিলোমিটার।
- প্রশ্ন: বাংলাদেশ কোন দুইটি দেশের সাথে সংযোগ রয়েছে?
- উত্তর: ভারত ও মায়ানমার এর সাথে।
- প্রশ্ন: প্রাচীন বাংলার কয়েকটি জনপদের কি?
- উত্তর: গৌড়, পুন্ড, বরেন্দ্র, বঙ্গ, সমতট।
- প্রশ্ন: ভূ-প্রকৃতির দেশ থেকে বাংলাদেশকে কয়ভাগে ভাগ করা হয়েছে?
- উত্তর: ভূ-প্রকৃতির দেশ থেকে বাংলাদেশকে তিন ভাগে ভাগ করা হয়েছে
- প্রশ্ন: বাংলাদেশের ভৌগোলিক অবস্থান কত?
- উত্তর: ২০°৩৪” উত্তর অক্ষাংশ থেকে ২৬°৩৮” উত্তর অক্ষাংশ এবং ৮৮°০১” পূর্ব দ্রাঘিমাংশ থেকে ৯২°৪১” পূর্ব দ্রাঘিমাংশ পর্যন্ত।
Post a Comment