বাংলাদেশ সম্পর্কে সাধারণ জ্ঞান পর্ব-৭

বাংলাদেশ সম্পর্কিত সাধারণ জ্ঞানের সপ্তম পর্বে আপনারদের জানায় স্বাগতম...

General  Knowledge of Bangladesh, বাংলাদেশের সাধারণ জ্ঞান
  1. প্রশ্ন: এ্যার্টনি জেনারেল পদে নিয়োগ দান করেন কে?
  2. উত্তর: এ্যার্টনি জেনারেল পদে নিয়োগ দান করেন রাষ্ট্রপতি।
  3. প্রশ্ন: জাতীয় সংসদের সভাপতি কে?
  4. উত্তর: জাতীয় সংসদের সভাপতি স্পিকার।
  5. প্রশ্ন: রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে কাকে উদ্দেশ্য করে পদত্যাগ পত্র লিখবেন?
  6. উত্তর: রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে স্পিকারকে উদ্দেশ্য করে পদত্যাগ পত্র লিখবেন।
  7. প্রশ্ন: প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপ-মন্ত্রীদের নিয়োগ প্রদান করেন কে?
  8. উত্তর: প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপ-মন্ত্রীদের নিয়োগ প্রদান করেন রাষ্ট্রপতি।
  9. প্রশ্ন: সংবিধানের প্রধান বৈশিষ্ট্য আছে কতটি?
  10. উত্তর: সংবিধানের প্রধান বৈশিষ্ট্য আছে ১২টি।
  11. প্রশ্ন: বাংলাদেশের সর্বোচ্চ আদালত কোনটি?
  12. উত্তর: বাংলাদেশের সর্বোচ্চ আদালত হলো বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
  13. প্রশ্ন: সুপ্রীম কোর্টের কয়টি বিভাগ আছে?
  14. উত্তর: ২টি আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগ।
  15. প্রশ্ন: সুপ্রীম কোর্টের বিচারপতিদের মেয়াদকাল কত?
  16. উত্তর: সুপ্রীম কোর্টের বিচারপতিদের মেয়াদকাল ৬৭ বছর পর্যন্ত।
  17. প্রশ্ন: বাংলাদেশের সংবিধানের প্রথম মূলনীতি কি ছিল?
  18. উত্তর: ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, গনতন্ত্র ও সমাজতন্ত্র।
  19. প্রশ্ন: কোন আদেশবলে সংবিধানের মূলনীতি “ধর্মনিরপেক্ষতা” বাদ দেয়া হয়?
  20. উত্তর: ১৯৭৮ সনে ২য় ঘোষনাপত্র আদেশ নং ৪ এর ২ তফসিল বলে।
  21. প্রশ্ন: কোন আদেশবলে সংবিধানের শুরুতে “বিসমিল্লাহির রাহমানির রাহিম” সন্নিবেশিত হয়?
  22. উত্তর: ১৯৭৮ সনে ২য় ঘোষনাপত্র আদেশ নং ৪ এর ২ তফসিল বলে।
  23. প্রশ্ন: কোন আদেশবলে বাংলাদেশের নাগরিকগণ “বাংলাদেশী” বলে পরিচিত হন?
  24. উত্তর: ১৯৭৮ সনে ২য় ঘোষনাপত্র আদেশ নং ৪ এর ২ তফসিল বলে।
  25. প্রশ্ন: সংবিধানের কোন অনুচ্ছেদে “গনতন্ত্র ও মৌলিক মানবাধিকারের” নিশ্বয়তা দেয়া আছে?
  26. উত্তর: সংবিধানের ১১ নম্বর অনুচ্ছেদে “গনতন্ত্র ও মৌলিক মানবাধিকারের” নিশ্বয়তা দেয়া আছে।
  27. প্রশ্ন: বাংলাদেশে সংবিধানের কোন অনুচ্ছেদে “কৃষক ও শ্রমিকের” মুক্তির কথা বলা আছে?
  28. উত্তর: বাংলাদেশে সংবিধানের ১৪ নম্বর অনুচ্ছেদে “কৃষক ও শ্রমিকের” মুক্তির কথা বলা আছে।
  29. প্রশ্ন: সংবিধানের কোন অনুচ্ছেদে “নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণ” এর কথা বলা হয়েছে?
  30. উত্তর: সংবিধানের ২২ নম্বর অনুচ্ছেদে “নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণ” এর কথা বলা হয়েছে।
  31. প্রশ্ন: “সকল নাগরিক আইনের চোখে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী” বর্ণিত কোন অনুচ্ছেদে?
  32. উত্তর: “সকল নাগরিক আইনের চোখে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী” বর্ণিত হয়েছে ২৭ নম্বর অনুচ্ছেদে।
  33. প্রশ্ন: জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার রক্ষিত রয়েছে কোন অনুছেদে?
  34. উত্তর: ৩য় ভাগে, ৩২ নম্বর অনুচ্ছেদে।
  35. প্রশ্ন: গ্রেফতার ও আটক সম্পর্কিত রক্ষাকবচের কোন অনুচ্ছেদ?
  36. উত্তর: ৩য় ভাগে, ৩৩ অনুচ্ছেদে।
  37. প্রশ্ন: বাংলাদেশ সিটিবিটি অনুমোদনকারী কততম দেশ?
  38. উত্তর: বাংলাদেশ সিটিবিটি অনুমোদনকারী ২৪ তম দেশ।
  39. প্রশ্ন: বিবিসি প্রতিষ্ঠিত হয় কত সালে?
  40. উত্তর: বিবিসি প্রতিষ্ঠিত হয় ১৯২২ সালে।


Post a Comment

Previous Post Next Post