ক্রিকেট খেলা সম্পর্কিত সাধারণ জ্ঞানের প্রথম পর্বে আপনারদের জানায় স্বাগতম...
- প্রশ্ন: ক্রিকেট খেলার জন্ম কোথায় ?
- উত্তর: ইংল্যান্ডে।
- প্রশ্ন: ক্রিকেট খেলার মাঠ কী ধরনের?
- উত্তর: ডিম্বাকৃতির।
- প্রশ্ন: আই. সি. সি. কী?
- উত্তর: আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা।
- প্রশ্ন: বাংলাদেশ কখন ওয়ানডে স্ট্যাটাস পায়?
- উত্তর: ১৯৯৭ সালের ১৫ই জুন।
- প্রশ্ন: বিশ্বকাপ ক্রিকেট প্রথম কবে, কোথায় অনুষ্ঠিত হয়?
- উত্তর: ১৯৭৫ সালের ৭ই জুন, ইংল্যান্ডে।
- প্রশ্ন: বিশ্বকাপ ক্রিকেটে প্রথম কোন দেশ চ্যাম্পিয়ন হয়?
- উত্তর: ওয়েস্ট ইন্ডিস।
- প্রশ্ন: একদিনের আন্তর্জাতিক ম্যাচে সর্বপ্রথম সেঞ্চুরি করেন কে?
- উত্তর: ইংল্যান্ডের ডেনিস এমিস।
- প্রশ্ন: বাংলাদেশ টেস্ট পরিবারের কততম সদস্য?
- উত্তর: দশম।
- প্রশ্ন: সর্বপ্রথম টেস্ট সেঞ্চুরি করেন কে?
- উত্তর: চার্লস ব্যানারম্যান।
- প্রশ্ন: ৬ষ্ঠ আই. সি. সি. ট্রফিতে কোন দেশ চ্যাম্পিয়ন হয়?
- উত্তর: বাংলাদেশ।
- প্রশ্ন: প্রথম আই. সি. সি-ট্রফিতে কোন দেশ চ্যাম্পিয়ন হয়?
- উত্তর: শ্রীলংকা।
- প্রশ্ন: একদিনের আন্তর্জাতিক ব্রিকেটে সর্বাধিক রান সংগ্রহকারী কে?
- উত্তর: শচীন রমেশ টেন্ডুলকার (ভারত)।
- প্রশ্ন: একদিনের আন্তর্জাতিক ব্রিকেটে সর্বাধিক সেঞ্চুরি করেছেন কে?
- উত্তর: শচীন রমেশ টেন্ডুলকার (ভারত)।
- প্রশ্ন: টেস্ট ক্রিকেটে সর্বাধিক রান সংগ্রহকারি কে?
- উত্তর: শচীন রমেশ টেন্ডুলকার (ভারত)।
- প্রশ্ন: একদিনের আন্তর্জাতিক ব্রিকেটে দ্রুততম শত রাত করেন কে?
- উত্তর: কেরি এন্ডারসন।
- প্রশ্ন: একদিনের আন্তর্জাতিক ব্রিকেটে এক ইনিংসে সর্বোচ্চ রান সংগ্রহকারী কে?
- উত্তর: রহিত শর্মা।
- প্রশ্ন: টেস্ট ম্যাচে এক ইনিংসে সর্বাচ্চ রান সংগ্রহকারী কে?
- উত্তর: ব্রায়ান চার্লস লারা (ওয়েস্ট ইন্ডিজ)
- প্রশ্ন: বাংলাদেশ প্রথম টেস্ট ম্যাচ খেলে কার সাথে?
- উত্তর: ভারতের সাথে।
- প্রশ্ন: বিশ্বের সর্বকনিষ্ঠ টেস্ট সেঞ্চুরীয়ান কে?
- উত্তর: আশরাফুল।
- প্রশ্ন: বাংলাদেশের প্রথম টেস্ট অধিনায়ক কে?
- উত্তর: নাঈমুর রহমান দুর্জয়।
Post a Comment