বাংলাদেশের বিশিষ্ট ব্যক্তি বর্গের সম্পর্কে সাধারণ জ্ঞান পর্ব-১

বাংলাদেশ বিশিষ্ট ব্যক্তিবর্গ সম্পর্কিত সাধারণ জ্ঞানের প্রথম পর্বে আপনারদের জানায় স্বাগতম...

Important Person of Bangladesh, বাংলাদেশের বিশিষ্ট  ব্যক্তি, সাধারণ জ্ঞান
  1. প্রশ্ন: বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে?
  2. উত্তর: বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ।
  3. প্রশ্ন: বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে?
  4. উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
  5. প্রশ্ন: বাংলাদেশের প্রথম স্পীকার কে?
  6. উত্তর: শাহ্ আব্দুল হামিদ।
  7. প্রশ্ন: বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি কে ছিলেন?
  8. উত্তর: সৈয়দ নজরুল ইসলাম।
  9. প্রশ্ন: বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে?
  10. উত্তর: বেগম খালেদা জিয়া।
  11. প্রশ্ন: বাংলাদেশের প্রথম মহিলা বিরোধীদলীয় নেত্রী কে?
  12. উত্তর: শেখ হাসিনা।
  13. প্রশ্ন: বাংলাদেশের প্রথম আইনজীবী কে?
  14. উত্তর: ব্যারিস্টার রাবেয়া ভূঁইয়া।
  15. প্রশ্ন: বাংলাদেশের প্রথম এভারেস্ট বিজয়ী পুরুষ কে?
  16. উত্তর: মুসা ইব্রাহীম।
  17. প্রশ্ন: বাংলাদেশের প্রথম মহিলা পাইলট কে?
  18. উত্তর: কানিজ ফাতেমা রোকসানা।
  19. প্রশ্ন: বাংলাদেশের প্রথম এভারেস্ট বিজয়ী মহিলা কে?
  20. উত্তর: নিশাত মজুমদার।
  21. প্রশ্ন: বাংলাদেশের কয়েকজন রাজনীতিবিদের নাম কী?
  22. উত্তর: (ক) শেরে বাংলা এ. কে. ফজলুল হক।
    (খ) হোসেন শহিদ সোহরাওয়ার্দী।
    (গ) মওলানা আবদুল হামিদ খান ভাসানী।
    (ঘ) বঙ্গকন্ধু শেখ মুজিবুর রহমান।
    (ঙ) প্রেসিডেন্ট জিয়াউর রহমান।
    (চ) হোসাইন মুহাম্মদ এরশাদ।
  23. প্রশ্ন: বাংলাদেশের প্রথম সেনাপতি কে?
  24. উত্তর: জেনারেল এম. এ. জি. ওসমানী।
  25. প্রশ্ন: বাংলাদেশের কয়েকজন বিখ্যাত বিজ্ঞানীর নাম কী?
  26. উত্তর: ( ক) জগদীশ চন্দ্র বসু।
    (খ) আচার্য প্রফুল্ল চন্দা রায়।
    (গ) ড. কুদরত-এ খুদা।
    (ঘ) আবদুল্লাহ আল মুতি।
  27. প্রশ্ন: বাংলাদেশের কয়েকজন বিখ্যাত চিত্রশিল্পীর নাম কী?
  28. উত্তর: (ক) শিল্পাচার্য জয়নুল আবেদিন।
    (খ) কামরুল হাসান।
    (গ) হাসেম খান।
    (ঘ) এস. এম. সুলতান।
    (ঙ) কাইয়ুম চৌধুরী।
  29. প্রশ্ন: বাংলাদেশের কয়েকজন বিখ্যাত সাহিত্যিকের নাম কী?
  30. উত্তর: (ক) ড. মুহম্মদ শহীদুল্লাহ।
    (খ) ড. কাজী মোতাহার হোসেন
    (গ) ড. মুহম্মদ এনামুল হক
  31. প্রশ্ন: বাংলাদেশের কয়েকজন বিখ্যাত কবির নাম কী?
  32. উত্তর: (ক) কাজী নজরুল ইসলাম।
    (খ) পল্লি কবি জসীমউদ্দীন।
    (গ) বেগম সুফিয়া কামান।
    (ঘ) কবি শামসুর রাহমান।
    (৬) মাইকেল মধুসূদন দত্ত।
  33. প্রশ্ন: বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতির নাম কী?
  34. উত্তর: এডভোকেট আব্দুল হামিদ খান।
  35. প্রশ্ন: কে প্রথম বাংলায় মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন?
  36. উত্তর: ইখতিয়ার উদ্দিন মুহম্মদ বিন বখতিয়ার খিলজী।
  37. প্রশ্ন: বারো ভূঁইয়া কারা?
  38. উত্তর: মুঘল সম্রাট আকবরের রাজত্বকালে কতিপয় শক্তিশালী জমিদার নিজ নিজ অঞ্চলে স্বাধীনভাবে শাসন কার্যাদি পরিচালনা করতেন তাঁরাই ইতিহাসে বারো ভূঁইয়া নামে পরিচি।
  39. প্রশ্ন: বাংলাদেশের জাতীয় কবি কে ?
  40. উত্তর: বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম।


Post a Comment

Previous Post Next Post