ফুটবল বিশ্বকাপ সম্পর্কে সাধারণ জ্ঞান পর্ব-১

ফুটবল খেলা সম্পর্কিত সাধারণ জ্ঞানের প্রথম পর্বে আপনারদের জানায় স্বাগতম...

Football world Cup,General Knowledge, ফুটবল বিশ্বকাপ, সাধারণ জ্ঞান
  1. প্রশ্ন: পুথিবীর সবচেয়ে জনপ্রিয় খেলা কোনটি?
  2. উত্তর: ফুটবল।
  3. প্রশ্ন: ফুটবল খেলার উৎপত্তি কোন্ দেশে?
  4. উত্তর: চীন দেশে।
  5. প্রশ্ন: বর্তমানে ফুটবল বিশ্বকাপের নাম কী?
  6. উত্তর: ফিফা বিশ্বকাপ।
  7. প্রশ্ন: ফুটবল বিশ্বকাপটি কত ক্যারেট সোনা দিয়ে তৈরি?
  8. উত্তর: ১৮ ক্যারেট।
  9. প্রশ্ন: ফিফা বিশ্বকাপটি তৈরি করেন কে?
  10. উত্তর: বার্টনি।
  11. প্রশ্ন: ফুটবলের যাদুকর কে?
  12. উত্তর: ব্রাজিলের কালাে মানিক পেলে।
  13. প্রশ্ন: ফুটবল তারকা ম্যারাডোনার জনাস্থান কোথায়?
  14. উত্তর: আর্জেন্টিনায়।
  15. প্রশ্ন: ফুটবলের রাজ পুত্র বলা হয় কাকে?
  16. উত্তর: ম্যারাডোনাকে।
  17. প্রশ্ন: ফিফা ফুটবল বিশ্বকাপটির নকশা তৈরি করেন কে?
  18. উত্তর: ইতালির শিল্পী মিলভি ও গাজানিও।
  19. প্রশ্ন: বিশ্বকাপ ফুটবল ট্রফির পূর্বের নাম কী?
  20. উত্তর: জুলে রিমে কাপ।
  21. প্রশ্ন: বিশ্বকাপ ফুটবল প্রথম কখন, কোথায় অনুষ্ঠিত হয়?
  22. উত্তর: ১৯৩০ সালের ১০ই জুলাই, উরুগুয়েতে।
  23. প্রশ্ন: কোন দেশ সবচেয়ে বেশি বিশ্বকাপ জয় করেছে?
  24. উত্তর: ব্রাজিল।
  25. প্রশ্ন: কোন দেশ জুলে রিমে কাপ সথায়ীভাবে অর্জন করেছে?
  26. উত্তর: ব্রাজিল।
  27. প্রশ্ন: বর্তমান বিশ্বকাপটি কে দিয়েছেন।?
  28. উত্তর: সংস্থার সাবেক সভাপতি জোভূলিভেকট।
  29. প্রশ্ন: বিশ্বকাপ ফুটবলে সর্বশেষ কোন্ দেশ চ্যাম্পিয়ন হয়?
  30. উত্তর: ফান্স।
  31. প্রশ্ন: বর্তমানে বিশ্বের ধনী ফুটবলার কে?
  32. উত্তর: লিওনেল মেসি (আর্জেন্টিনা)।
  33. প্রশ্ন: ফিফা বর্ষসেরা পুরস্কারের বর্তমান নাম কী?
  34. উত্তর: ফিফা ব্যালন ডি' অর অ্যাওয়ার্ড।
  35. প্রশ্ন: বিশ্বের প্রাচীনতম ফুটবল ক্লাবের নাম কি?
  36. উত্তর: ইংল্যান্ডের শেফিল্ড ফুটবল ক্লাব (প্রতিষ্ঠা ২৪ অক্টোবর, ১৮৫৭)
  37. প্রশ্ন: সরকারিভাবে কখন ফুটবল খেলা অলিম্পিক অন্তরর্ভূক্ত হয়?
  38. উত্তর: ১৯০৮ সালে, লন্ডন অলিম্পিকে (উল্লেখ্য, ১৯০০ ও ১৯০৪ সালে অলিম্পিকে ফুটবল অনুষ্ঠিত হয় ক্লাব পর্যায়ে)
  39. প্রশ্ন: ফুটবল বিশ্বকাপ কত বছর পর পর অনুষ্ঠিত হয়?
  40. উত্তর: ৪ বছর পর পর।


1 Comments

Post a Comment

Previous Post Next Post