পাখিদের কথা ও সাধারণত জ্ঞান পর্ব-১

পাখিদের কথা ও সাধারণ জ্ঞানের প্রথম পর্বে আপনারদের জানায় স্বাগতম...

Birds World, General  Knowledge, পাখির কথা, মানবদেহ, সাধারণ জ্ঞান
  1. প্রশ্ন: বাংলাদেশের জাতীয় পাখির নাম কী?
  2. উত্তর: বাংলাদেশের জাতীয় পাখির নাম দোয়েল।
  3. প্রশ্ন: সবচেয়ে উচু পাখি কোনটি?
  4. উত্তর: উটপাখি।
  5. প্রশ্ন: কোন পাখি উড়তে পারে না?
  6. উত্তর: উটপাখি।
  7. প্রশ্ন: পাখির রাজা কোন পাখি?
  8. উত্তর: ঈগল পাখি।
  9. প্রশ্ন: সবচেয়ে উঁচুতে উড়তে পারে কোন্ পাখি?
  10. উত্তর: ঈগল পাখি।
  11. প্রশ্ন: সবচেয়ে ছোট পাখি কোনটি?
  12. উত্তর: হামিং বার্ড।
  13. প্রশ্ন: কোন পাখি ডিম পাড়ে না?
  14. উত্তর: বাদুড়।
  15. প্রশ্ন: কোন পাখিকে শিল্পী পাখি বলা হয়?
  16. উত্তর: বাবুইপাখি।
  17. প্রশ্ন: কোন পাখি বসন্তকালে মিষ্টি সুরে গান গায়?
  18. উত্তর: কুকিল।
  19. প্রশ্ন: কোন পাখি আকাশে মেঘের ডাক শুনে নাচে?
  20. উত্তর: ময়ূর।
  21. প্রশ্ন: কোন পাখিকে ঝাড়ুদার পাখি বলা হয়?
  22. উত্তর: কাককে
  23. প্রশ্ন: গায়ক পাখি কোনটি?
  24. উত্তর: আমেরিকার মনিং বার্ড।
  25. প্রশ্ন: কোন্ পাখি মানুষের মতো সোজা হয়ে দাঁড়াতে পারে?
  26. উত্তর: পেঙ্গুইন।
  27. প্রশ্ন: কোন পাখি মানুষের কথা অনুকরণ করতে পারে?
  28. উত্তর: ময়না পাখি।
  29. প্রশ্ন: কোন পাখি অন্য পাখির বাসায় ডিম পাড়ে ?
  30. উত্তর: কোকিল।
  31. প্রশ্ন: কোন পাখি বাসা তেরি করে না ?
  32. উত্তর: কোকিল।
  33. প্রশ্ন: কোন প্রাণির পাখা নেই ?
  34. উত্তর: কিউই পাখির ।
  35. প্রশ্ন: কোন পাখি উড়ন্ত অবস্হায় ডিম পাড়ে, মাটিতে পড়ার আগে বাচ্চা ফুটিয়া উড়িয়া যায় ?
  36. উত্তর: হোমা পাখি ।
  37. প্রশ্ন: ডানা নেই, পাখা নেই তবুও কোন পাখি উড়তে পারে ?
  38. উত্তর: উড্ডুক পাখি ।
  39. প্রশ্ন: ময়ূরের লেজের কয়টি পালক থাকে ?
  40. উত্তর: ৮ থেকে ২০টি।


Post a Comment

Previous Post Next Post