অনুচ্ছেদ রচনা: একটি হরতালের দিন

একটি হরতালের দিন

অনুচ্ছেদ, রচনা, একটি হরতালের দিন , paragraph, A hartal day, creationbangla-24
শৃঙ্খলার মাধ্যমে প্রতিবাদের প্রতীক হলাে হরতাল। সাধারণত কর্তৃপক্ষকে দাবি মানানাের জন্য হরতাল পালন করা হয়। কিছু লােকের মধ্যে বা রাজনৈতিক দলগুলার মধ্যে যখন অসন্তোষ দেখা দেয় তখন হরতালই একমাত্র প্রতিবাদের ভাষা হয়ে দাঁড়ায়। আজকাল খুব ঘন ঘন হরতাল হচ্ছে। হরতাল বিভিন্ন ইস্যুর কারণে হয়ে থাকে। হরতালের দিন সাধারণত লােকজন বাসায় থাকে। কিন্তু সরকারি চাকরিজীবীদের অফিসে যেতেই হয়। হরতালের সময় রাস্তায় মটরচালিত যান খুব একটা চলাচল করতে পারে না। লােকজনদের পায়ে হেঁটে চলতে হয়। মাঝে মাঝে রিকশা চলতে দেয়া হয়। ওষুধের দোকান, অ্যাম্বুলেন্স, সংবাদপত্রবাহী গাড়ী হরতালের আওতামুক্ত রাখা হয়। অনেক বেসরকারি প্রতিষ্ঠান, মিল, কারখানা হরতালে বন্ধ থাকে। অল্পবয়স্ক ছেলেরা হরতালের দিন রাস্তায় খেলাধুলা করে, কেউ কেউ বাসায় টিভি দেখে সময় কাটায়, কেউ অতিরিক্ত কাজগুলাে শেষ করে। যা হােক, এটি সত্য যে, হরতাল আমাদের দেশের জন্য ক্ষতিকর। কিন্তু কোনাে কোনাে সময়ে এটা সমস্যার সমাধানও করে। তাই কিছুটা নিয়ন্ত্রণের মধ্যে এটি পালন করা উচিত।


Post a Comment

Previous Post Next Post