প্রশ্ন: ১৯৪৮-৫২ -এর ভাষা আন্দোলনের সময়কালে প্রতি বছর ‘ভাষা দিবস’ হিসাবে কোন দিনটি পালন করা হত?
উত্তর: ১১ ই মার্চ।
প্রশ্ন: কোনটি ভাষা আন্দোলনের মুখপত্র ছিল?
উত্তর: সাপ্তাহিক সৈনিক।
প্রশ্ন: ‘পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু’ -এই পুস্তিকার লেখক কয়জন?
উত্তর: ৩ জন ( অধ্যাপক আবুল কাসেম, অধ্যাপক কাজী মোতাহার হোসেন ও আবুল মনসুর আহমদ )।
প্রশ্ন: ১৯৫২ সালের ভাষা আন্দোলনের সময় পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী কে ছিলেন?
উত্তর: নুরুল আমিন।
প্রশ্ন: “উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা, অন্য কোনো ভাষা নয়” – এটি কার উক্তি?
উত্তর: মুহাম্মদ আলী জিন্নাহ্ ( ২১ শে মার্চ ১৯৪৮ সালে রেসকোর্স ময়দানে এক ভাষণে পাকিস্তানের স্থপতি ও গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহ্ এই কথা বলেছেন।এছাড়াও ১৯৫২ সালের ২৭ জানুয়ারি পল্টন ময়দানে পাকিস্তানের প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিন একই কথা বলেন ) ।
প্রশ্ন: বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় কত সালে?
উত্তর: ১৯৫৫ সালের ৩ ডিসেম্বের ( ১৯৬০ সাল থেকে বাংলা একাডেমি পুরস্কার প্রবতির্ত হয় ) ।
প্রশ্ন: তমদ্দুন মজলিস গঠিত হয় কবে?
উত্তর: ১৯৪৭ সালের ২ সেপ্টেম্বর।
প্রশ্ন: সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় কবে?
উত্তর: ৩১ শে জানুয়ারি ১৯৫২ সালে।
প্রশ্ন: একুশের প্রথম গান ‘ভুলব না, ভুলব না একুশে ফেব্রুয়ারি ভুলব না’ – এর রচয়িতা কে?
উত্তর: ভাষাসৈনিক আ ন ম গাজীউল হক।
প্রশ্ন: ভাষা আন্দোলনে প্রথম শহীদ হন কে?
উত্তর: রফিকউদ্দিন আহমদ।
প্রশ্ন: ভাষা শহীদ আবুল বরকত কে কবে একুশে পদক (মরণোত্তর) দেয়া হয়?
উত্তর: ২০০০ সালে।
প্রশ্ন: শহীদ আবদুস সালাম পেশায় কি ছিলেন?
উত্তর: সরকারের ডিরেক্টর অব ইন্ডাস্ট্রিজ বিভাগের পিয়ন।
প্রশ্ন: ভাষা আন্দোলনের দ্বিতীয় শহীদ কে?
উত্তর: আব্দুল জব্বার
প্রশ্ন: আব্দুল জব্বারের জন্ম কোথায়?
উত্তর: গফরগাঁও, ময়মনসিংহ।
প্রশ্ন: আব্দুল জব্বার কেন ঢাকায় এসেছিলেন?
উত্তর: অসুস্থ শাশুড়ির চিকিৎসা করার জন্য।
প্রশ্ন: রফিক উদ্দিনের জন্ম স্থান কোথায়?
উত্তর: মানিকগঞ্জ জেলার পারিল গ্রাম বতর্মানে রফিকনগর, ইউনিয়ন-বলধারা, থানা-সিঙ্গাইরে জন্মগ্রহণ করেন।
প্রশ্ন: আবুল বরকত কখন কোথায় জন্ম গ্রহণ করেন?
উত্তর: ১৩ অথবা ১৬ জুন ১৯২৭ সালে। মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গে।
Post a Comment