অনুচ্ছেদ রচনা: একজন আদর্শ ছাত্র

একজন আদর্শ ছাত্র

অনুচ্ছেদ রচনা, একজন আদর্শ ছাত্র, paragraph a ideal student
একজন আদর্শ ছাত্রকে অবশ্যই অনন্য বৈশিষ্ট্যের অধিকারী হতে হয়। যে ছাত্র পড়াশােনায় বুদ্ধিমান, আচরণে ভালাে, স্বভাবে ও চিন্তায় সৎ, অভ্যাসে কর্মঠ এবং বাবা-মা ও শিক্ষকদের প্রতি অনুগত, সে-ই একজন আদর্শ ছাত্র। স্বাস্থ্যরক্ষার নিয়ম মেনে চলাও একজন আদর্শ ছাত্রের বৈশিষ্ট্য। তাকে অধ্যবসায়ী, সময়ানুবর্তী এবং পড়াশােনায় মনােযােগী হতে হবে। সে শুধু কর্মঠ ও চটপটে নয়, তাকে সামাজিকও হতে হবে। রূঢ় ব্যবহার কী সে তা জানে না। একজন আদর্শ ছাত্র খেলাধুলায় প্রায়শ পারদর্শী হয়। সমাজকর্ম করার ব্যাপারে তার আগ্রহ থাকে। ছাত্রজীবন সংগ্রামের প্রস্তুতিকাল। এই সংগ্রামের উপযােগী করার জন্য শিক্ষার প্রয়ােজনীয়তা অপরিসীম। কিন্তু শুধু শিক্ষাই একজন ছাত্রকে আদর্শ ছাত্রে পরিণত করে না। একজন ভালাে ছাত্রের অন্যান্য গুণাবলিও থাকতে হয়। সে জীবনের সর্বক্ষেত্রেই সঠিক গুণাবলির চর্চা করে। এক কথায় বলা যায়, একজন আদর্শ ছাত্রের অনেক ভালাে গুণাবলি থাকে এবং ক্রমে ক্রমে অন্যান্য ছাত্রদের কাছেও একটি আদর্শ হিসেবে পরিণত হয়।


1 মন্তব্যসমূহ

  1. এটা খুব ভালো লেখা হয়েছে এবং দ্বারা অনেকেই উপকারিত হতে পারে।

    উত্তরমুছুন

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন