ফল সম্পর্কিত সাধারণ জ্ঞানের প্রথম পর্বে আপনারদের জানায় স্বাগতম...
- প্রশ্ন: বাংলাদেশের জাতীয় ফল কী?
- উত্তর: কাঁঠাল।
- প্রশ্ন: ফলের রাজা কোনটি?
- উত্তর: আম।
- প্রশ্ন: কোথায় কাঁঠাল বেশি হয়?
- উত্তর: ময়মনসিংহ, গাজীপুর ও সাভারে।
- প্রশ্ন: গরমকালে কী কী ফল পাওয়া যায়?
- উত্তর: আম, জাম, কাঁঠাল, লিচু, আনারস ইত্যাদি।
- প্রশ্ন: বাংলাদেশের কোন্ জেলায় আম ভালো হয়?
- উত্তর: রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলায়।
- প্রশ্ন: কোন্ জেলায় লিচু ভালো হয়?
- উত্তর: রাজশাহী জেলায়।
- প্রশ্ন: কোন জেলায় কলা ভালো হয় ?
- উত্তর: নরসিংদী জেলায়।
- প্রশ্ন: কোথায় নারিকেল বেশি হয়?
- উত্তর: বরিশালে।
- প্রশ্ন: কোথায় আনারস ভালো হয়?
- উত্তর: সিলেটের জলঢুপে।
- প্রশ্ন: কোন জেলায় কমলা ভালো জন্মে?
- উত্তর: সিলেট জেলায়।
- প্রশ্ন: সারাবছর পাওয়া যায় এমন তিনটি ফলের নাম বল।
- উত্তর: কলা, পেঁপে ও নারিকেল।
- প্রশ্ন: ৫টি রসালো ফলের নাম বল।
- উত্তর: আম, কাঁঠাল, লিচু, আনারস, লিচু ও কমলা।
- প্রশ্ন: কয়েকটি বিদেশি ফলের নাম বল।
- উত্তর: আপেল, নাশপাতি, মাল্টা, আঙ্গুর ইত্যাদি।
- প্রশ্ন: কোন ফলে সবচেয়ে বেশি ভিটামিন সি' আছে?
- উত্তর: আমলকিতে।
- প্রশ্ন: কোন কোন ফলে ভিটামিন সি' আছে?
- উত্তর: আমলকি, আমড়া, পেয়ারা, টমেটো, লেবু, আনারস, কমলা ইত্যাদি।
- প্রশ্ন: কোন্ ফলের ভেতরটা দানায় সাজানো থাকে?
- উত্তর: ডালিম ফলের।
- প্রশ্ন: কয়েকটি বর্ষাকালিন ফলের নাম বল।
- উত্তর: তাল, পেয়ারা, জাম্বুরা, আমড়া, জামরুল ইত্যাদি । ।
- প্রশ্ন: কয়েকটি শীতকালীন ফলের নাম বল।
- উত্তর: কমলা, বরই, তেতুল, জলপাই, কমলা লেবু ইত্যাদি।
- প্রশ্ন: কোন ফল শুধু একটি মাত্র ধরে?
- উত্তর: আনারস।
- প্রশ্ন: কোন ফল দেখতে সুন্দর কিন্তু খাওয়া যায় না?
- উত্তর: মাকাল ফল।
Post a Comment