শুভ রজনীর শুভেচ্ছা বার্তা, ছন্দ ও স্ট্যাটাস পর্ব-২

শুভ রাত্রির শুভেচ্ছা বাণী, উক্তি, ছন্দ ও স্ট্যাটাসের দ্বিতীয় পর্বে আপনাদের জানাই স্বাগতম...

শুভ সন্ধ্যা রশুভেচ্ছা বার্তা ও স্ট্যাটাস,  উক্তি ছন্দ ও স্ট্যাটাস,সুপ্রভাত, good evening status, suvo sondha,
  1. ⛥ তুমি নেই বলে রাত আসে,
    চাঁদ হাঁসে না।
    তুমি নেই বলে ফুল ফোটে,
    ভ্রোমর আসেনা।
    তুমি নেই বলে ভাের হয়
    পাখি ডাকে না।
    তুমি নেই বলে একা একা
    কিছু ভালাে লাগে না
    ✨শুভ রাত্রি✨

  2. ⛥ সারাদিন অনেককেই
    দেখতে পায়,
    কিন্তু রাতে শুধু তোমাকেই
    দেখতে চাই।
    ✨শুভ রাত্রি✨

  3. ⛥ কিছু কথা অন্তহীন,
    কিছু বাঁধন সীমাহীন।
    কিছু চাওয়া স্বার্থহীন,
    না হোক দেখা প্রতিদিন,
    তবু মনে রেখাে চিরদিন।
    ✨শুভ রাত্রি✨

  4. ⛥ বলো তো কোন সে বীর
    গান গাই মারে তীর,
    জানতাম পারবেনা,
    মশা মেরে ঘুমিয়ে পর।
    ✨শুভ রাত্রি✨

  5. ⛥ এক রাশ রাতের মিটিমিটি তারা,
    এক মুঠো জোস্নার আলো,
    এক চিমটি আকাশের নীল।
    সাথে দিলাম একটু ঝড়ো হাওয়া।
    ✨শুভ রাত্রি✨

  6. ⛥ পুরােনাে চাল ভাতে বাড়ে
    আর পুরােনা দুঃখ রাতে বাড়ে।
    ✨শুভ রাত্রি✨

  7. ⛥ রাত্রি হলেই শুয়ে পরো,
    নতুন স্বপ্ন দেখার আশায়।
    রাত্রি মানেই খোলা পথে,
    হাত ধরে চলা।
    রাত্রি মানেই ঘুমিয়ে পরো,
    Good Night বলা।

  8. ⛥ নিশিরাতে আমি করতে
    এলাম চুরি,
    ভয় করোনা ভুলেও
    মারবোনা বাড়ি।
    অন্ধকার চারিদিকে রাত্রী নিঝুম,
    আমি শুধু চুরি করবো
    তোমার রাতের ঘুম।
    ✨শুভ রাত্রি✨

  9. ⛥ আজ আকাশে শুধুই
    লাখ তারার মেলা,
    আজ রাতে করবো
    স্বপ্ন নিয়ে খেলা,
    তুমি সাজিয়ে নিও স্বপ্নগুলো
    মনের মতো করে,
    আমি ঘুমাতে গেলাম
    তোমায় শুভ রাত্রি বলে।
    ❦~শুভ রাত্রি~❦

  10. ⛥ দিনের শেষে রাত্রি হলো
    এবার বন্ধু ঘুমিয়ে পর,
    ঘুমের দেশের পরশ মনি,
    কাকে এখন ঘুম পারাবি,
    আমার বন্ধু একা আছে,
    ঘুম আসছে না তোর চোখে,
    তাকে গিয়ে ঘুম পারাবি
    নইলে তোর সঙ্গে আড়ি।
    ✨শুভ রাত্রি✨

  11. ⛥ নিভলো আলো রাত্রি এলো,
    আকাশ হলো কালো,
    এক ফালি চাঁদ হাঁসছে দেখো,
    বলছে থেকো ভালো,
    রাত তো অনেক হলো,
    এবার ঘুমাতে যাও,
    পাহারা দেবে এক ফালি চাঁদ,
    নিশ্চিন্তে ঘুমাও।
    ✨শুভ রাত্রি✨

  12. ⛥ হারিয়ে যাও ঘুমের দেশে,
    স্বপ্নগুলা বলছে এসে।
    জড়িয়ে ধরো কোলের বালিশ,
    জানাও তোমার মিষ্টি নালিশ।
    মনটা হটাৎ বলছে এসে,
    যাবে নাকি পরীর দেশে!
    ✨শুভ রাত্রি✨

  13. ⛥ দিন গেল ফুরিয়ে,
    রাত এসেছে দাঁড়িয়ে।
    পড়াশোনা ছেড়ে চলো
    ঘুমিয়ে পড়ি এখন,
    সপ্ন যেন দেখতে পাই
    মনের মতন।
    ✨শুভ রাত্রি✨

  14. ⛥ রাত মানে পাখির আবার
    নীড়ে ফিরার আসা,
    রাত মানে চাঁদের আলোয়
    মিষ্টি ভালোবাসা,
    রাত মানে দীর্ঘ এক
    প্রতীক্ষার শেষ,
    রাত মানে চোখের পাতায়
    স্বপ্নেরবেশ।
    ✨শুভ রাত্রি✨

  15. ⛥ স্বপ্ন মানে দিনের শেষ,
    স্বপ্ন মানে নেশা,
    স্বপ্ন মানে রাতের মাঝে
    লুকিয়ে থাকা আশা,
    স্বপ্ন মানে দুঃখ ভুলে
    নতুন পথের যাত্রী,
    স্বপ্ন মানে মিষ্টি ঘুমে জানায়
    ✨শুভ রাত্রি✨

  16. ⛥ নতুন আলোর টানে,
    নতুন দিনে চলতে হবে
    নতুন পথের যাত্রী,
    ক্লান্ত কণ্ঠে তাইতো জানায়
    তোমায়
    ✨শুভ রাত্রি✨

  17. ⛥ পরীরা হাসছে মিটি মিটি,
    মনে রেখো এই বন্ধুর চিঠি, বন্ধু তোমায় দেখতে
    আমার মনটা দিলো পারি,
    এবার তবে ঘুমিয়ে পরো
    না ঘুমালে আড়ি।
    ✨শুভ রাত্রি✨

  18. ⛥ জোনাকি জ্বলে গভীর রাতে,
    কথা বলি হওয়ার সাথে,
    চাঁদকে বলি চুপটি করে,
    যাও তুমি বন্ধু ঘরে,
    গিয়ে তুমি বোলো তারে,
    তাকে খুব মনে পরে।
    ✨শুভ রাত্রি✨

  19. ⛥ সূর্য মামা অস্ত গেছে,
    দিনের কোলাহল থেমে গেছে।
    পাখিরা সব নীড়ে ফিরে গেছে,
    ফুলের সুবাশ শেষ হয়ে গেছে,
    কিন্তু তোমাকে হয়নি বলা।
    ✨শুভ রাত্রি✨

  20. ⛥ আসবো রাতের স্বপ্ন হয়ে,
    থাকবো আমি কাছে,
    চোখ​ খুলতেই চলে যাবো
    ভোরের আলোর দেশে,
    দিয়ে যাবো কিছু স্মৃতি
    আজ এই রাতে,
    শুভ রাত্রি জানায়
    ভালোবাসার সাথে ।
    ✨শুভ রাত্রি✨



Post a Comment

Previous Post Next Post