⛥ তুমি নেই বলে রাত আসে,
চাঁদ হাঁসে না।
তুমি নেই বলে ফুল ফোটে,
ভ্রোমর আসেনা।
তুমি নেই বলে ভাের হয়
পাখি ডাকে না।
তুমি নেই বলে একা একা
কিছু ভালাে লাগে না
✨শুভ রাত্রি✨
⛥ সারাদিন অনেককেই
দেখতে পায়,
কিন্তু রাতে শুধু তোমাকেই
দেখতে চাই।
✨শুভ রাত্রি✨
⛥ কিছু কথা অন্তহীন,
কিছু বাঁধন সীমাহীন।
কিছু চাওয়া স্বার্থহীন,
না হোক দেখা প্রতিদিন,
তবু মনে রেখাে চিরদিন।
✨শুভ রাত্রি✨
⛥ বলো তো কোন সে বীর
গান গাই মারে তীর,
জানতাম পারবেনা,
মশা মেরে ঘুমিয়ে পর।
✨শুভ রাত্রি✨
⛥ এক রাশ রাতের মিটিমিটি তারা,
এক মুঠো জোস্নার আলো,
এক চিমটি আকাশের নীল।
সাথে দিলাম একটু ঝড়ো হাওয়া।
✨শুভ রাত্রি✨
⛥ রাত্রি হলেই শুয়ে পরো,
নতুন স্বপ্ন দেখার আশায়।
রাত্রি মানেই খোলা পথে,
হাত ধরে চলা।
রাত্রি মানেই ঘুমিয়ে পরো,
Good Night বলা।
⛥ নিশিরাতে আমি করতে
এলাম চুরি,
ভয় করোনা ভুলেও
মারবোনা বাড়ি।
অন্ধকার চারিদিকে রাত্রী নিঝুম,
আমি শুধু চুরি করবো
তোমার রাতের ঘুম।
✨শুভ রাত্রি✨
⛥ আজ আকাশে শুধুই
লাখ তারার মেলা,
আজ রাতে করবো
স্বপ্ন নিয়ে খেলা,
তুমি সাজিয়ে নিও স্বপ্নগুলো
মনের মতো করে,
আমি ঘুমাতে গেলাম
তোমায় শুভ রাত্রি বলে।
❦~শুভ রাত্রি~❦
⛥ দিনের শেষে রাত্রি হলো
এবার বন্ধু ঘুমিয়ে পর,
ঘুমের দেশের পরশ মনি,
কাকে এখন ঘুম পারাবি,
আমার বন্ধু একা আছে,
ঘুম আসছে না তোর চোখে,
তাকে গিয়ে ঘুম পারাবি
নইলে তোর সঙ্গে আড়ি।
✨শুভ রাত্রি✨
⛥ নিভলো আলো রাত্রি এলো,
আকাশ হলো কালো,
এক ফালি চাঁদ হাঁসছে দেখো,
বলছে থেকো ভালো,
রাত তো অনেক হলো,
এবার ঘুমাতে যাও,
পাহারা দেবে এক ফালি চাঁদ,
নিশ্চিন্তে ঘুমাও।
✨শুভ রাত্রি✨
Post a Comment