বাংলাদেশের জাতীয় বিষয়াবলি: জাতীয় শহিদ মিনার সম্পর্কে সাধারণ জ্ঞান পর্ব-১

বাংলাদেশের জাতীয় শহিদ মিনার সম্পর্কে সাধারণ জ্ঞানের প্রথম পর্বে আপনাদের জানাই স্বাগতম...

বাংলাদেশের জাতীয় বিষয়াবলি: জাতীয় স্মৃতিসৌধ সম্পর্কে সাধারণ জ্ঞান
  1. প্রশ্ন: প্রথম শহিদ মিনার তৈরি করা হয়ে ছিল কখন?
  2. উত্তর: ১৯৫২ খ্রিষ্টাব্দের ২৩ ফেব্রুয়ারি বিকেলে স্মৃতিস্তম্ভ নির্মাণ শুরু করে রাত্রির মধ্যে তা’ সম্পন্ন করা হয়।

  3. প্রশ্ন: প্রথম শহিদ মিনার কারা তৈরি করে ছিল?
  4. উত্তর: ঢাকা মেডিক্যাল কলেজের ছাত্ররা।

  5. প্রশ্ন: শহিদ মিনারের খবর শিরোনাম " শহীদ বীরের স্মৃতিতে" কোন পত্রিকায় প্রকাশিত হয়ে ছিল?
  6. উত্তর: দৈনিক আজাদ পত্রিকায়।

  7. প্রশ্ন: প্রথম শহিদ মিনার কোথায় তৈরি করা হয়ে ছিল ?
  8. উত্তর: ঢাকা মেডিকেলের ছাত্র হোস্টেলের (ব্যারাক) বার নম্বর শেডের পূর্ব প্রান্তে।

  9. প্রশ্ন: প্রথম শহিদ মিনারের উচ্চতা ও চওড়া কত ছিল?
  10. উত্তর: ১০ ফুট উঁচু ও ৬ ফুট চওড়া ছিল?

  11. প্রশ্ন: প্রথম শহিদ মিনারের নকশা কে করেছিলেন?
  12. উত্তর:নকশা করেছিলেন বদরুল আলম; সাথে ছিলেন সাঈদ হায়দার।

  13. প্রশ্ন: প্রথম শহিদ মিনার কে উদ্বোধন করেছিলেন?
  14. উত্তর: শহিদ শফিউরের পিতা অনানুষ্ঠানিকভাবে শহীদ মিনারের উদ্বোধন করেন।

  15. প্রশ্ন: প্রথম শহীদ মিনার ভেঙ্গে ফেলে কবে?
  16. উত্তর: ২৬ ফেব্রুয়ারি পুলিশ ও সেনাবাহিনী মেডিকেলের ছাত্র হোস্টেল ঘিরে ফেলে এবং প্রথম শহীদ মিনার ভেঙ্গে ফেলে।

  17. প্রশ্ন: কেন্দ্রীয় শহীদ মিনারের নির্মাণ কাজ শুরু হয় কখন?
  18. উত্তর: বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষার স্বীকৃতি দেবার পরে ১৯৫৭ সালে।

  19. প্রশ্ন: কেন্দ্রীয় শহীদ মিনারের নকশা করেন কে?
  20. উত্তর: হামিদুর রহমান।

  21. প্রশ্ন: কেন্দ্রীয় শহিদ মিনার কে উদ্বোধন করেছিলেন?
  22. উত্তর: ১৯৬৩ খ্রিষ্টাব্দের ২১শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের অন্যতম শহীদ ব্যক্তিত্ব আবুল বরকতের মাতা হাসিনা বেগম কেন্দ্রীয় শহীদ মিনারের উদ্বোধন করেন।

  23. প্রশ্ন: কেন্দ্রীয় শহিদ মিনারের স্থাপত্য রীতি কেমন?
  24. উত্তর: আধুনিক।

  25. প্রশ্ন: কেন্দ্রীয় শহিদ মিনারের উচ্চতা ও চওড়া কত?
  26. উত্তর: ২১ ফুট চওড়া ও ৪৫ ফুট উচ্চতা।



Post a Comment

Previous Post Next Post