সৌরজগৎ সম্পর্কিত সাধারণ জ্ঞানের দ্বিতীয় পর্বে আপনারদের জানায় স্বাগতম...
- প্রশ্ন: চাদ কী?
- উত্তর: চাদ পৃথিবীর একমাত্র উপগ্রহ।
- প্রশ্ন: উপগ্রহ কী?
- উত্তর: গ্রহের চারদিকে যারা ঘুরে সেগুলো উপগ্রহ।
- প্রশ্ন: আমরা যে গ্রহে বাস করি তার নাম কী?
- উত্তর: পৃথিবী।
- প্রশ্ন: আকাশ কী?
- উত্তর: পৃথিবীর বাইরে যে মহাশূন্যস্থান তা আকাশ।
- প্রশ্ন: পৃথিবীর যে দিকটা সূর্যের বিপরীতমুখী থাকে সেই দিকটায় কী হয়?
- উত্তর: রাত।
- প্রশ্ন: পৃথিবী সূর্যকে কীভাবে প্রদক্ষিণ করে?
- উত্তর: পৃথিবী উপবৃত্তাকার পথে ঘুরে।
- প্রশ্ন: পৃথিবী সূর্যের চারপাশে একবার চক্রাকারে ঘুরে আসতে কত ঘণ্টা কতদিন লাগে?
- উত্তর: ৩৬৫ দিন ৬ ঘণ্টা লাগে।
- প্রশ্ন: মানবদেহে সুস্থতার জন্য কী কী প্রয়োজন?
- উত্তর: আলো, বাতাস, পানি ও সুষম খাদ্য প্রয়োজন।
- প্রশ্ন: পৃথিবীর কোথায় ৬ মাস দিন এবং বাকি ৬ মাস রাত হয়?
- উত্তর: উত্তর ও দক্ষিণ মেরুতে।
- প্রশ্ন: পৃথিবী যে গোলাকার তা কে আবিষ্কার করেন?
- উত্তর: গ্রিক পণ্ডিত পিথাগোরাস।
- প্রশ্ন: পৃথিবীর আকার কীরূপ?
- উত্তর: পৃথিবী গোলাকার। তবে উত্তর ও দাক্ষিণ কমলালেবুর মতো কিছুটা চ্যাপ্টা।
- প্রশ্ন: ধুমকেতু কি ?
- উত্তর: মহাকাশের লেজ আকৃতিকর উজ্জল জ্যোতিষ্ককে ধুমকেতু বলে ।
- প্রশ্ন: পৃথিবীর আয়াতন কত ?
- উত্তর: প্রায় ১৯ কোটি ২০ লক্ষ মাইল ।
- প্রশ্ন: কোন গ্রহটি বরফ ও গ্যাস দ্বারা গঠিত ?
- উত্তর: ইউরেনাস।
- প্রশ্ন: সৌরজগতের দ্রুততম গ্রহ কোনটি ?
- উত্তর: বুধ গ্রহ।
- প্রশ্ন: নীহারিকা কোন পর্দাথ দ্বারা পূর্ণ থাকে ?
- উত্তর: গ্যাসীয় পর্দাথ ।
- প্রশ্ন: কত বছর পর পর হ্যালির ধূমকেতু দেখা যায় ?
- উত্তর: ৭৬ বছর পর পর ।
- প্রশ্ন: কোন কোন গ্রহের কোন উপগ্রহ নেই ?
- উত্তর: বুধ এবং শুক্রের কোন উপগ্রহ নেই ।
- প্রশ্ন: সৌরজগতের কতটি উপগ্রহ রয়েছে ?
- উত্তর: ৪১টি ।
- প্রশ্ন: সৃর্যের ব্যাস কত ?
- উত্তর: প্রায় ১৩ লক্ষ ৮৪ হাজার কিলোমিটার ।
Post a Comment