পৃথিবী ও সৌরজগৎ সম্পর্কে সাধারণ জ্ঞান-৩

সৌরজগৎ সম্পর্কিত সাধারণ জ্ঞানের তৃতীয় পর্বে আপনারদের জানায় স্বাগতম...

Solar System, General Knowledge, Earth, World, সৌর জগৎ, সাধারণত জ্ঞান, পৃথিবী
  1. প্রশ্ন: কোন তারিখে দিন রাত সমান ?
  2. উত্তর: ২৩ মার্চ ও ২৩ সেপ্টেম্বর ।
  3. প্রশ্ন: কোনটি সবচেয়ে বড় রাত ?
  4. উত্তর: ২২ ডিসেম্বর।
  5. প্রশ্ন: পৃথিবীর উত্তর গোলাধে সবচেয়ে বড় দিন কোনটি ?
  6. উত্তর: ২১ জুন ।
  7. প্রশ্ন: কোনটি পৃথিবীর নিকটতম তারকা ?
  8. উত্তর: সূর্য।
  9. প্রশ্ন: আপন অক্ষের উপর ঘুরতে পৃথিবী কত সময় লাগে ?
  10. উত্তর: ২৪ ঘণ্টা ।
  11. প্রশ্ন: কোনটি সৌরজগতের কেন্দ্রীয় নক্ষত্র ?
  12. উত্তর: সৃর্য।
  13. প্রশ্ন: মহাকাশের অসংখ্যা জ্যোতিষ্ক নিয়ে যে জগৎ সৃষ্টি হয় তাকে কি বল ?
  14. উত্তর: বিশ্বজগৎ।
  15. প্রশ্ন: উপগ্রহ কোনটি ?
  16. উত্তর: চন্দ্র।
  17. প্রশ্ন: সৌরজগতের কোনটির নিজের আলো আছে ?
  18. উত্তর: সূর্যের।
  19. প্রশ্ন: পৃথিবীতে দিন-রাত হয় কোনটির কারণে ?
  20. উত্তর: আহ্ণিক গতির কারণে ।
  21. প্রশ্ন: শুক্র কী নামে পরিচিত?
  22. উত্তর: শুকতারা বা সন্ধ্যাতারা।
  23. প্রশ্ন: পৃথিবীর ব্যাস কত?
  24. উত্তর: প্রায় ১২৭৪২ কি.মি.।
  25. প্রশ্ন: চাঁদ হতে পৃথিবীর দূরত্ব কত?
  26. উত্তর: ৩,৮৪,৪০০ কি.মি.।
  27. প্রশ্ন: কোন গ্রহকে ‘সবুজ গ্রহ’ বলা হয়?
  28. উত্তর: ইউরেনাসকে।
  29. প্রশ্ন: কোন গ্রহকে ‘লাল গ্রহ’ বলা হয়?
  30. উত্তর: মঙ্গল গ্রহকে।
  31. প্রশ্ন: পৃথিবীর কয়টি গতি? কী কী?
  32. উত্তর: দুটি গতি। আহ্নিক গতি ও বার্ষিক গতি।
  33. প্রশ্ন: পৃথিবীর গড় পরিধি কত?
  34. উত্তর: প্রায় ৪০০০০ কিমি।
  35. প্রশ্ন: ভূপৃষ্ঠের ক্ষেত্রফল কত?
  36. উত্তর: ৫১ কোটি ৬৬ হাজার বর্গ কিমি।
  37. প্রশ্ন: নিজের মেরুদণ্ডের চারিদিকে একবার আবর্তন করতে শুক্রের কত সময় লাগে?
  38. উত্তর: ২৪৩ দিন।
  39. প্রশ্ন: নিজের চারিদিকে একবার আবর্তন করতে নেপচুনের কত সময় লাগে?
  40. উত্তর: ১৫ ঘণ্টা ৪৮ মিনিট।


Post a Comment

Previous Post Next Post