প্রাণী জগৎ সম্পর্কিত সাধারণ জ্ঞানের তৃতীয় পর্বে আপনারদের জানায় স্বাগতম...
প্রশ্ন: কোনপ্রাণী জীবনে একবারও পানি পান করে না?
উত্তর: ক্যাংগারু রেট।
প্রশ্ন: কোন স্তন্যপায়ী জীব ডিম পাড়ে?
উত্তর: প্লাটিপাস।
প্রশ্ন: Flora বলা হয় কোনটি কে?
উত্তর: উদ্ভিদ কুলকে।
প্রশ্ন: কোনটি উপকারী পোকা?
উত্তর: রেশম পোকা।
প্রশ্ন: একটি রাণী মৌমাছি কতবার ডিম পাডে?
উত্তর: ১০০০ বার।
প্রশ্ন: কোনজাতীয় কুকুরের সাহায্য এস্কিমোরা গাড়ি চালায়?
উত্তর: বুলডগ।
প্রশ্ন: কোন প্রানীর জিভ কন্টকময়?
উত্তর: কাঠঠোকরা।
প্রশ্ন: পাখিদের মধ্যে সবচেয়ে দীর্ঘতম পথ পাড়ি দিতে পারে?
উত্তর: গাংচিল।
প্রশ্ন: কোন প্রাণী তার ওজনের চেয়ে ১০-৫০ গুন বেশি ওজন বহন করতে পারে?
উত্তর: পিঁপড়া।
প্রশ্ন: অ্যামিবা শব্দের অর্থ কি?
উত্তর: সর্বদা পরিবর্তনশীল।
প্রশ্ন: পুর্ণাংগ মৌমাছিকে কী বলা হয়?
উত্তর: ইমাগো।
প্রশ্ন: কোন প্রাণীর পা নেই?
উত্তর: বানর (চারটেই হাত)।
প্রশ্ন: পৃথিবীর মধ্যে বৃহত্তম স্থলচর প্রাণী কোনটি?
উত্তর: হাতি।
প্রশ্ন: কোন প্রাণী কোনো শব্দ করতে পারে না?
উত্তর: জিরাফ।
প্রশ্ন: কোন প্রাণীর শরীর কাটলেও মরে না?
উত্তর: কেঁচো।
প্রশ্ন: কোন প্রাণী সারা শীতকাল ঘুমিয়ে কাটায়?
উত্তর: ব্যাঙ।
প্রশ্ন: অজগর সাপ কিভাবে শিকার করে?
উত্তর: অজগর সাপ তার শিকারকে ছোবল বা বিষ প্রয়োগে মারে না!! বরং, সেই শিকারকে নিজের শরীর দিয়ে পেঁচিয়ে ধরে জোরে জোরে চাপ দেয়!! এক পর্যায়ে শিকারটি শ্বাস নিতে না পেরে মারা যায়!!
Post a Comment