উদ্ভিদ জগৎ সম্পর্কে সাধারণ জ্ঞান পর্ব-১

উদ্ভিদ জগৎ সম্পর্কিত সাধারণ জ্ঞানের প্রথম পর্বে আপনারদের জানায় স্বাগতম...

Plants world,General Knowledge, উদ্ভিদ জগৎ, সাধারণ জ্ঞান
  1. প্রশ্ন: গাছের যে প্রাণ আছে তা কেন আবিষ্কার করেন?
  2. উত্তর: স্যার জগদীশ চন্দ্র বসু।
  3. প্রশ্ন: একটি দেশের জন্য শতকরা কতভাগ বনাঞ্চল থাকা প্রয়োজন?
  4. উত্তর: ২৫ ভাগ।
  5. প্রশ্ন: বাংলাদেশের শতকরা কতভাগ বনাঞ্চল আছে?
  6. উত্তর: ৯ ভাগ।
  7. প্রশ্ন: কোন গাছের পাতা নেই?
  8. উত্তর: ফণিমনসা।
  9. প্রশ্ন: কোন গাছের পাতা থেকে গাছ জন্মে?
  10. উত্তর: পাথরকুচি।
  11. প্রশ্ন: পৃথিবীর মোট আয়তনের কত ভাগ উদ্ভিদ?
  12. উত্তর: পাঁচ ভাগের এক ভাগ।
  13. প্রশ্ন: কোন গাছ পাকলে মরে যায় ?
  14. উত্তর: ঔষধি গাছ।
  15. প্রশ্ন: পৃথিবীর বৃহত্তম বনাঞ্চল কোনটি?
  16. উত্তর: আমাজান বনাঞ্চল।
  17. প্রশ্ন: কোন গাছ ছোঁয়া লাগলে নুয়ে পড়ে?
  18. উত্তর: লজ্জাবতী গাছ।
  19. প্রশ্ন: কোন গাছ কাদে?
  20. উত্তর: লরেল গাছ কাদে।
  21. প্রশ্ন: কোন্ গাছের রস থেকে রাবার তৈরি হয়?
  22. উত্তর: সিনকোনা
  23. প্রশ্ন: কোন উদ্ভিদের কাণ্ড থেকে চারা জন্মায়?
  24. উত্তর: আলু, আখ, লেবু ইত্যাদি।
  25. প্রশ্ন: পরগাছা কী?
  26. উত্তর: যে গাছ অন্য গাছের ওপর জন্মায় তা পরগাছা।
  27. প্রশ্ন: কোন গাছের ছালের রস থেকে কুইনাইন তৈরি হয়?
  28. উত্তর: সিনকোনা গাছের।
  29. প্রশ্ন: পেঁপে গাছের আদি নিবাস কোথায়?
  30. উত্তর: পেঁপে গাছের আদি নিবাস ব্রাজিলে।
  31. প্রশ্ন: উদ্ভিদের পাতা সবুজ হয় কেন?
  32. উত্তর: উদ্ভিদের পাতায় ক্লোরোফিল নামক এক প্রকার রাসয়নিক পদার্থ আছে বলে
  33. প্রশ্ন: অঙ্কুরোদগমের জন্য কী দরকার হয়?
  34. উত্তর: তাপ, পানি ও অক্সিজেন।
  35. প্রশ্ন: কোনটি একবীজপত্রী?
  36. উত্তর: ভুট্টা।
  37. প্রশ্ন: কোনটি অপুষ্পক উদ্ভিদ?
  38. উত্তর: মস।
  39. প্রশ্ন: কোন উদ্ভিদের মূল, কাণ্ড, পাতা নেই কিন্তু ক্লোরোফিল আছে
  40. উত্তর: শৈবাল।


Post a Comment

Previous Post Next Post