বাংলাদেশ সম্পর্কিত সাধারণ জ্ঞানের চতুর্থ পর্বে আপনারদের জানায় স্বাগতম...
- প্রশ্ন: বাংলাদেশে রাবার বাগান কতটি?
- উত্তর: বাংলাদেশে রাবার বাগান ১৭ টি।
- প্রশ্ন: বাংলাদেশে কতটি পাটকল আছে?
- উত্তর: বাংলাদেশের ১৪৬ টি পাটকল আছে।
- প্রশ্ন: বাংলাদেশে কতটি সূতাকল আছে?
- উত্তর: বাংলাদেশে ৯৬ টি সূতাকল রয়েছে।
- প্রশ্ন: বাংলাদেশে কতটি সরকারি ইপিজেড রয়েছে?
- উত্তর: বাংলাদেশে সরকারি ইপিজেড রয়েছে ৮ টি।
- প্রশ্ন: বাংলাদেশে উৎপাদিত ঔষধ দেশের কত ভাগ চাহিদা মেটায়?
- উত্তর: বাংলাদেশে উৎপাদিত ঔষধ দেশের ৯৮% চাহিদা মেটায়।
- প্রশ্ন: বাংলাদেশে বিদেশে ঔষধ রপ্তানিকারক প্রতিষ্ঠান কতটি?
- উত্তর: বাংলাদেশে বিদেশে ঔষধ রপ্তানিকারক প্রতিষ্ঠান ৪৬টি।
- প্রশ্ন: বাংলাদেশে আন্তর্জাতিক বিমানবন্দর কত টি?
- উত্তর: বাংলাদেশে আন্তর্জাতিক বিমানবন্দর ৩ টি।
- প্রশ্ন: বাংলাদেশে অভ্যন্তরিন বিমানবন্দর কতটি টি?
- উত্তর: বাংলাদেশে অভ্যন্তরিন বিমানবন্দর ৭ টি।
- প্রশ্ন: বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর অভ্যন্তরীন রোড কতটি?
- উত্তর: বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর অভ্যন্তরীন রোড ৭টি।
- প্রশ্ন: বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর আন্তর্জাতিক রোড কতটি?
- উত্তর: বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর আন্তর্জাতিক রোড ১৫টি।
- প্রশ্ন: বাংলাদেশে সরকারি বিশ্ববিদ্যালয় কতটি?
- উত্তর: বাংলাদেশে সরকারি বিশ্ববিদ্যালয় ৩৮ টি।
- প্রশ্ন: বাংলাদেশে বেসরকারি বিশ্ববিদ্যালয় কতটি?
- উত্তর: বাংলাদেশে বেসরকারি বিশ্ববিদ্যালয় ৯৫ টি।
- প্রশ্ন: বাংলাদেশের জাতীয় উদ্যান কতটি?
- উত্তর: বাংলাদেশের জাতীয় উদ্যান ১৭ টি।
- প্রশ্ন: বাংলাদেশে বন্যপ্রাণী অভয়ারন্য কতটি?
- উত্তর: বাংলাদেশে বন্যপ্রাণী অভয়ারন্য ২০ টি।
- প্রশ্ন: বাংলাদেশে সাফারি পার্ক কতটি?
- উত্তর: বাংলাদেশে সাফারি পার্ক ২ টি।
- প্রশ্ন: বাংলাদেশে মোট জনসংখ্যা কত?
- উত্তর: বাংলাদেশে মোট জনসংখ্যা প্রায় ১৮ কোটি।
- প্রশ্ন: বাংলাদেশে হার্ডবোর্ড মিল কতটি?
- উত্তর: বাংলাদেশে হার্ডবোর্ড মিল ১ টি।
- প্রশ্ন: বাংলাদেশের কোনটিকে ২০১৮ সালের product of the year ঘোষণা করা হয়?
- উত্তর: বাংলাদেশের ঔষধকে ২০১৮ সালের product of the year ঘোষণা করা হয়।
- প্রশ্ন: বাংলাদেশের সর্বোচ্চ ওয়াচ টাওয়ারের নাম কি?
- উত্তর: জ্যাকব টাওয়ার, এর উচ্চতা ২২৫ ফুট।
- প্রশ্ন: বাংলাদেশের প্রথম ছয় লেনের ফ্লাইওভার কোথায় অবস্থিত?
- উত্তর: ফেনীর মহিপালে।
Post a Comment