বাংলাদেশ সম্পর্কে সাধারণ জ্ঞান পর্ব-৫

বাংলাদেশ সম্পর্কিত সাধারণ জ্ঞানের পঞ্চম পর্বে আপনারদের জানায় স্বাগতম...

General  Knowledge of Bangladesh, বাংলাদেশের সাধারণ জ্ঞান
  1. প্রশ্ন: বাংলাদেশের বৃহত্তম বাঁধ কোনটি?
  2. উত্তর: বাংলাদেশের বৃহত্তম বাঁধ হলো কাপ্তাই বাঁধ।
  3. প্রশ্ন: বাংলাদেশের বৃহত্তম বিল কোনটি?
  4. উত্তর: বাংলাদেশের বৃহত্তম বিল হলো চলন বিল।
  5. প্রশ্ন: বাংলাদেশের বৃহত্তম চিনির কল কোনটি?
  6. উত্তর: বাংলাদেশের বৃহত্তম চিনির কল কেরু এন্ড কোং, দর্শনা, কুষ্টিয়া।
  7. প্রশ্ন: বাংলাদেশের বৃহত্তম পাটকল কোনটি?
  8. উত্তর: বাংলাদেশের বৃহত্তম পাটকল হলো আদমজী জুট মিল (নারায়নগঞ্জ)।
  9. প্রশ্ন: বাংলাদেশের বৃহত্তম রেল স্টেশন কোথায়?
  10. উত্তর: বাংলাদেশের বৃহত্তম রেল স্টেশন কমলাপুর (ঢাকা)।
  11. প্রশ্ন: বাংলাদেশের বৃহত্তম রেল জংশন কোনটি?
  12. উত্তর: বাংলাদেশের বৃহত্তম রেল জংশন হলো ঈশ্বরদী রেলওয়ে জংশন।
  13. প্রশ্ন: বাংলাদেশের বৃহত্তম মসজিদ কোনটি?
  14. উত্তর: বাংলাদেশের বৃহত্তম মসজিদ হলো বায়তুল মোকাররম জাতীয় মসজিদ
  15. প্রশ্ন: বাংলাদেশের বৃহত্তম একক বনভূমি কোনটি?
  16. উত্তর: বাংলাদেশের বৃহত্তম একক বনভূমি হলো সুন্দরবন।
  17. প্রশ্ন: বাংলাদেশের বৃহত্তম গ্রন্থাগার কোনটি?
  18. উত্তর: সুফিয়া কামাল জাতীয় গণগ্রন্থাগার (ঢাকা)।
  19. প্রশ্ন: আয়তনের ভিত্তিতে বাংলাদেশের বৃহত্তম উপজেলা কোনটি?
  20. উত্তর: আয়তনের ভিত্তিতে বাংলাদেশের বৃহত্তম উপজেলা হলো বাঘাইছড়ি (১৯৮১ বর্গ কিমি)।
  21. প্রশ্ন: জনসংখ্যার ভিত্তিতে বাংলাদেশের বৃহত্তম উপজেলা কোনটি?
  22. উত্তর: জনসংখ্যার ভিত্তিতে বাংলাদেশের বৃহত্তম উপজেলা হলো বেগমগঞ্জ, নোয়াখালী।
  23. প্রশ্ন: বাংলাদেশের ক্ষুদ্রতম থানা কী কী?
  24. উত্তর: বাংলাদেশের ক্ষুদ্রতম থানা হলো সূত্রাপুর ও কোতোয়ালি, ঢাকা (২.৫৯ বর্গ কিমি)।
  25. প্রশ্ন: বাংলাদেশের বৃহত্তম জেলা কোনটি?
  26. উত্তর: বাংলাদেশের বৃহত্তম জেলা হলো রাঙ্গামাটি (৬১১৬ বর্গ কিমি)।
  27. প্রশ্ন: বাংলাদেশের ক্ষুদ্রতম জেলা কোনটি?
  28. উত্তর: বাংলাদেশের ক্ষুদ্রতম জেলা হলো নারায়নগঞ্জ (৭০০ ব. কিমি)।
  29. প্রশ্ন: বাংলাদেশের বৃহত্তম বিভাগ কোনটি?
  30. উত্তর: বাংলাদেশের বৃহত্তম বিভাগ হলো চট্টগ্রাম (৩৩,৭৭১ ব. কিমি)।
  31. প্রশ্ন: বাংলাদেশের ক্ষুদ্রতম বিভাগ কোনটি?
  32. উত্তর: বাংলাদেশের ক্ষুদ্রতম বিভাগ হলো সিলেট (১২,৫৯৬ ব. কিমি)
  33. প্রশ্ন: বাংলাদেশের বৃহত্তম দ্বীপ কোনটি?
  34. উত্তর: বাংলাদেশের বৃহত্তম দ্বীপ হলো ভোলা (৩৮৬ ব. কিমি)।
  35. প্রশ্ন: বাংলাদেশের বৃহত্তম বিশ্ববিদ্যালয় কোনটি?
  36. উত্তর: বাংলাদেশের বৃহত্তম বিশ্ববিদ্যালয় হলো ঢাকা বিশ্ববিদ্যালয়।
  37. প্রশ্ন: বাংলাদেশের বৃহত্তম কাগজের কল কোনটি?
  38. উত্তর: বাংলাদেশের বৃহত্তম কাগজের কল হলো কর্ণফুলী পেপার মিল (চন্দ্রঘোনা, রাঙ্গামাটি)।
  39. প্রশ্ন: বাংলাদেশের বৃহত্তম সার কারখানা কেনটি?
  40. উত্তর: বাংলাদেশের বৃহত্তম সার কারখানা হলো শাহজালাল সার কারখানা।


Post a Comment

Previous Post Next Post