মহাদেশ সম্পর্কে সাধারণ জ্ঞান পর্ব-১

মহাদেশ সম্পর্কিত সাধারণ জ্ঞানের প্রথম পর্বে আপনারদের জানায় স্বাগতম...

Continent, World, General  Knowledge, মহাদেশ, সাধারণ জ্ঞান
  1. প্রশ্ন: এশিয়ার আয়তন কত ?
  2. উত্তর: এশিয়ার আয়তন কত ৩,১০,২৭,২৩০ বর্গ কি.মি.।
  3. প্রশ্ন: এশিয়া আয়তন পৃথিবীর মোট ভূমির কত অংশ ?
  4. উত্তর: এশিয়া আয়তন পৃথিবীর মোট ভূমির ৩০ %
  5. প্রশ্ন: এশিয়ার বৃহত্তম দীপ কোনটি ?
  6. উত্তর: এশিয়ার বৃহত্তম দীপ হলো বোর্নিও (৭,৪৬,৫৪৬ বর্গ কি.মি.) ।
  7. প্রশ্ন: আয়তনের দিক দিয়ে এশিয়ার বৃহত্তম দেশ কোনটি ?
  8. উত্তর: আয়তনের দিক দিয়ে এশিয়ার বৃহত্তম দেশ কোনটি হলো গণ চীন (৯৩,২৬,৪১০ বর্গ কি.মি.) ।
  9. প্রশ্ন: আয়তনের দিক দিয়ে এশিয়ার সবচেয়ে ছোট দেশ কোনটি ?
  10. উত্তর: আয়তনের দিক দিয়ে এশিয়ার সবচেয়ে ছোট দেশ হলো মালদ্বীপ (৩০০ বর্গ কি.মি.) ।
  11. প্রশ্ন: লোক সংখ্যার দিক দিয়ে এশিয়ার বৃহত্তম দেশ কোনটি ?
  12. উত্তর: লোক সংখ্যার দিক দিয়ে এশিয়ার বৃহত্তম দেশ হলো গণচীন ।
  13. প্রশ্ন: পৃথিবীর কত ভাগ মানুষ এশিয়ায় বাস করে ?
  14. উত্তর: পৃথিবীর ৬০.৬ ভাগ মানুষ এশিয়ায় বাস করে।
  15. প্রশ্ন: এশিয়ার বৃহত্তম নদী কোনটি ?
  16. উত্তর: এশিয়ার বৃহত্তম নদী হলো চীনের ইয়াংসিকিয়াং (৫৪৯৪ কি.মি.)
  17. প্রশ্ন: এশিয়ার সবচেয়ে খরস্রোতা নদী কোনটি ?
  18. উত্তর: এশিয়ার সবচেয়ে খরস্রোতা নদী সালউইন ।
  19. প্রশ্ন: এশিয়ার দীর্ঘতম নদী গুলোর নাম কি ?
  20. উত্তর: ইয়াংসিকিয়াং (৫৪৯৪ কি.মি.), ওব (৫৪১০ ), ইনিসি (৫৪০৬কি.মি.), হোয়াংহো (৪৩৪৪কি.মি.), লেনা (৪৪০০কি.মি.), ব্রম্মপুত্র (২৭০০ কি.মি.)
  21. প্রশ্ন: ব্রম্মপুত্র নদী তিব্বতে কি নামে পরিচিত ?
  22. উত্তর: ব্রম্মপুত্র নদী তিব্বতে সানপো নামে পরিচিত।
  23. প্রশ্ন: এশিয়া তথা পৃথিবীর বৃহত্তম হ্রদ কোনটি ?
  24. উত্তর: কাস্পিয়ান সাগর, (১,৪৩,২৪৪ বর্গ কি.মি.)
  25. প্রশ্ন: দক্ষিণ এশিয়ার আয়তন কত ?
  26. উত্তর: দক্ষিণ এশিয়ার আয়তন ৪৩,৮৬,৫৪০ বর্গ কি.মি. ।
  27. প্রশ্ন: এশিয়া তথা পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি ?
  28. উত্তর: বৈকাল হ্রদ (গভীরতা ৫,৩১৫ ফুট বা ১৬২০মিটার )
  29. প্রশ্ন: দক্ষিণ এশিয়ার বৃহত্তম দেশ কোনটি ?
  30. উত্তর: দক্ষিণ এশিয়ার বৃহত্তম দেশ হলো ভারত।
  31. প্রশ্ন: এভারেস্টের উচ্চতা কত ?
  32. উত্তর: ২৯,০২৮ ফুট বা ৮,৮৪৮ মিটার প্রায় ।
  33. প্রশ্ন: এশিয়ার দ্বিতীয় উচ্চতম পর্বত শৃঙ্গের নাম কি ?
  34. উত্তর: এশিয়ার দ্বিতীয় উচ্চতম পর্বত শৃঙ্গের নাম গডউইন অষ্টিন ।
  35. প্রশ্ন: কোন কোন দেশের মধ্য দিয়ে সিন্ধু নদ প্রবাহিত হয়েছে ?
  36. উত্তর: ভারত ও পাকিস্তানের মধ্যে।
  37. প্রশ্ন: সিন্ধু নদ কোথায় পতিত হয়েছে ?
  38. উত্তর: সিন্ধু নদ আরব সাগরে পতিত হয়েছে।
  39. প্রশ্ন: গঙ্গা নদী কোথায় পতিত হয়েছে ?
  40. উত্তর: গঙ্গা নদী বঙ্গপসাগরে পতিত হয়েছে।


Post a Comment

Previous Post Next Post