সাগর-মহাসাগর সম্পর্কিত সাধারণ জ্ঞানের প্রথম পর্বে আপনারদের জানায় স্বাগতম...
![River, sea,The ocean , General Knowledge, নদ-নদী,সাগর, মহাসাগর, সাধারণ জ্ঞান](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEikpIcv0EWfbZ98wQvH2WmGFxVi530xOFYFMv-3feTgoqKzyme572HQnaxDEDJe0nOzTSlJ1JDUXAlPxNPqhkt31Uok_fpqN6zc7r5gGeJSetaw5GgBMq7lm_yt3_17WJBI_eBIo4l7r4I/s400/%25E0%25A6%25AE%25E0%25A6%25B9%25E0%25A6%25BE-%25E0%25A6%25B8%25E0%25A6%25BE%25E0%25A6%2597%25E0%25A6%25B0.jpg)
- প্রশ্ন: আয়তনে বৃহত্তম মহাসাগর কোনটি?
- উত্তর: আয়তনে বৃহত্তম মহাসাগর হলো প্রশান্ত মহাসাগর।
- প্রশ্ন: আয়তনে ক্ষুদ্রতম মহাসাগর কোনটি?
- উত্তর: উত্তর মহাসাগর বা আর্কটিক মহাসাগর।
- প্রশ্ন: সব চেয়ে গভীরতম মহাসাগর কোনটি?
- উত্তর: প্রশান্ত মহাসাগর।
- প্রশ্ন: প্রশান্ত মহাসাগরের সর্বোচ্চ গভীরতা কত?
- উত্তর: প্রশান্ত মহাসাগরের সর্বোচ্চ গভীরতা ১১,০৩৩ মিটার।
- প্রশ্ন: প্রশান্ত মহাসাগরের গভীরতম স্থানের নাম কী?
- উত্তর: প্রশান্ত মহাসাগরের গভীরতম স্থানের নাম মারিয়ানা ট্রেঞ্চ।
- প্রশ্ন: আটলান্টিক মহাসাগরের গভীরতম স্থানের নাম কী?
- উত্তর: আটলান্টিক মহাসাগরের গভীরতম স্থানের নাম পোয়ের্টোরিক (৯,৩০০ মিটার)।
- প্রশ্ন: বিশ্বের বৃহত্তম সাগর কোনটি?
- উত্তর: বিশ্বের বৃহত্তম সাগর দক্ষিণ চীন সাগর।
- প্রশ্ন: বিশ্বের বৃহত্তম উপসাগর কোনটি?
- উত্তর: বিশ্বের বৃহত্তম উপসাগর মেক্সিকো উপসাগর।
- প্রশ্ন: ইংলিশ চ্যানেল কোন দুটি মহাসাগরকে যুক্ত করেছে?
- উত্তর: আটলান্টিক ও উত্তর মহাসাগর।
- প্রশ্ন: ইংলিশ চ্যানেলের দৈর্ঘ্য কত?
- উত্তর: ইংলিশ চ্যানেলের দৈর্ঘ্য ৫৬৪ কি.মি.।
- প্রশ্ন: জাপান সাগর ও পীত সাগরের মধ্যে অবস্থিত দ্বীপ কোনটি?
- উত্তর: কোরিয়া উপদ্বীপ।
- প্রশ্ন: গ্রেট বেরিয়ার রীফ কোথায় অবস্থিত?
- উত্তর: প্রশান্ত মহাসাগরে।
- প্রশ্ন: পৃথিবীতে কয়টি মহাসাগর আছে ?
- উত্তর: পৃথিবীতে ৫ টি মহাসাগর আছে।
- প্রশ্ন: ভূলগা নদী কোন মহাদেশে অবস্থিত ?
- উত্তর: ইউরোপ মহাদেশে অবস্থিত ।
- প্রশ্ন: রমান কোন মহাদেশে অবস্থিত ?
- উত্তর: এশিয়া মহাদেশে অবস্থিত ।
- প্রশ্ন: সিন্ধু নদী কোন মহাদেশে অবস্থিত ?
- উত্তর: এশিয়া মহাদেশে অবস্থিত ।
- প্রশ্ন: কোন মহাদেশের দক্ষিণে দক্ষিণ আমেরিকা অবস্থিত ?
- উত্তর: উত্তর আমেরিকা ।
- প্রশ্ন: উত্তর আমেরিকার র্পূব ও পশ্চিম উপকুলে কোন কোন মহাসাগর অবস্থিত ?
- উত্তর: আমেরিকা পৃথিবীর চর্তুথ বৃহত্তম মহাদেশ । এর পূর্বে আটলান্টিক মহাসাগর ও পশ্চিমে প্রশান্ত মহাসাগর অবস্থিত ।
- প্রশ্ন: মালদ্বীপ কোন সাগরে অবস্থিত ?
- উত্তর: ভারত মহাসাগরে ।
- প্রশ্ন: এশিয়া মহাদেশ ও আফ্রিকা মহাদেশকে পৃথক করেছে কোন সাগর?
- উত্তর: এশিয়া মহাদেশ ও আফ্রিকা মহাদেশকে পৃথক করেছে লোহিত সাগর।
Post a Comment