ক্রিকেট বিশ্ব রেকর্ড সম্পর্কে সাধারণ জ্ঞান পর্ব-৩

ক্রিকেট বিশ্ব রেকর্ড সম্পর্কিত সাধারণ জ্ঞানের তৃতীয় পর্বে আপনারদের জানায় স্বাগতম...

Cricket world Record,General Knowledge, ক্রিকেট  বিশ্বরেকর্ড, সাধারণ জ্ঞান
  1. প্রশ্ন: টেস্ট এবং ওয়ানডে মিলে সর্বোচ্ছ উইকেট শিকারী কে?
  2. উত্তর: মুরালিধরন।
  3. প্রশ্ন: বিশ্বের সর্বকনিষ্ঠ টেস্ট সেঞ্চুরীয়ান কে?
  4. উত্তর: আশরাফুল।
  5. প্রশ্ন: বিশ্বের সব চেয়ে বেশী সেঞ্চুরিয়ান ক্রিকেটার ক?
  6. উত্তর: শচিন টেন্ডুলকার।
  7. প্রশ্ন: বিশ্বে ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ রান কে করেছেন?
  8. উত্তর: শচিন টেন্ডুলকার।
  9. প্রশ্ন: বিশ্বে ওয়ানডে ক্রিকেটে এক ম্যাচে সর্বোচ্চ রান কে করেছেন?
  10. উত্তর: রহিট শর্মা
  11. প্রশ্ন: বিশ্বে ওয়ানডে ক্রিকেটে দ্বিতীয় ব্যাটসম্যান হিসাবে খেলতে নেমে সবচেশে বেশী রান কে করেছেন?
  12. উত্তর: ভিরাট কোহলি।
  13. প্রশ্ন: টেস্ট ক্রিকেটে এক ম্যাচে সেঞ্চুরি ও হ্যাটট্রিক করেন কে?
  14. উত্তর: সোহাগ গাজী।
  15. প্রশ্ন: বিশ্বকাপ ক্রিকেটে প্রথম কোন দেশ চ্যাম্পিয়ন হয়?
  16. উত্তর: ওয়েস্ট ইন্ডিস।
  17. প্রশ্ন: একদিনের আন্তর্জাতিক ম্যাচে সর্বপ্রথম সেঞ্চুরি করেন কে?
  18. উত্তর: ইংল্যান্ডের ডেনিস এমিস।
  19. প্রশ্ন: সর্বপ্রথম টেস্ট সেঞ্চুরি করেন কে?
  20. উত্তর: চার্লস ব্যানারম্যান।
  21. প্রশ্ন: প্রথম আই. সি. সি-ট্রফিতে কোন দেশ চ্যাম্পিয়ন হয়?
  22. উত্তর: শ্রীলংকা।
  23. প্রশ্ন: টেস্ট ম্যাচে এক ইনিংসে সর্বাচ্চ রান সংগ্রহকারী কে?
  24. উত্তর: ব্রায়ান চার্লস লারা (ওয়েস্ট ইন্ডিজ)
  25. প্রশ্ন: কোন ক্রিকেট দল সবচেয়ে বেশি ICC ক্রিকেট বিশ্বকাপ শিরোপা জিতেছে?
  26. উত্তর: অস্ট্রেলিয়া(৫ টি বিশ্বকাপ শিরোপা জিতেছে)
  27. প্রশ্ন: একদিনের ক্রিকেটে প্রথম হ্যাটট্রিক করেন কে?
  28. উত্তর: পাকিস্তানের জালাল উদ্দিন।
  29. প্রশ্ন: প্রথম কোন খেলোয়াড় যিনি হ্যাটট্রিক নিয়েছিলেন এবং তার পরের বলেও আরেকটি উইকেট নিয়েছিলেন (৪ বলে ৪ উইকেট)?
  30. উত্তর: লাসিথ মালিঙ্গা(শ্রীলঙ্কা)। ২০০৭ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।
  31. প্রশ্ন: আন্তরর্জাতিক টুয়েন্টি২০ ক্রিকেটে প্রথম সেঞ্চুরিয়ান ব্যাটসম্যান কে?
  32. উত্তর: ক্রিস গেইল (২০০৭)।
  33. প্রশ্ন: আন্তরর্জাতিক টুয়েন্টি২০ ক্রিকেটে প্রথম হ্যাটট্রিককারী বোলার কে?
  34. উত্তর: ব্রেট লি (২০০৭)।
  35. প্রশ্ন: ২০১৫ সালে প্রথমবারের-নাইট টেস্টে কে প্রতিযোগিতা করেছিলেন?
  36. উত্তর: অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড।
  37. প্রশ্ন: টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ দলীয় কত?
  38. উত্তর: ৯৫২
  39. প্রশ্ন: এক দিনের ক্রিকেটে সর্বোচ্চ সফল রান তাড়া কত?
  40. উত্তর: ৪৩৮


1 Comments

Post a Comment

Previous Post Next Post