কাবাডি খেলা সম্পর্কে সাধারণ জ্ঞান পর্ব-১

কাবাডি খেলা সম্পর্কিত সাধারণ জ্ঞানের প্রথম পর্বে আপনারদের জানায় স্বাগতম...

 Kabari ,General Knowledge, কাবাডি   খেলা, সাধারণ জ্ঞান
  1. প্রশ্ন: কাবাডি খেলা সর্বপ্রথম কোথায় শুরু হয়?
  2. উত্তর: ভারতে।
  3. প্রশ্ন: কাবাডি খেলায় প্রতিদলে কতজন খেলোয়াড় আছে?
  4. উত্তর: ১২ জন।
  5. প্রশ্ন: কখন কোথায় এশিয়ান কাবাডি টুনামেন্ট অনুষ্ঠিত হয় ?
  6. উত্তর: কোলকাতায় (১৯৮০ সালে)।
  7. প্রশ্ন: কাবাডি খেলা কোন সাফ গেমসে কখন অন্তর্ভূক্ত করা হয়?
  8. উত্তর: ঢাকা সাফ গেমসে (১৯৮৫ সালে)।
  9. প্রশ্ন: বাংলাদেশের জাতীয় খেলার নাম কি?
  10. উত্তর: বাংলাদেশের জাতীয় খেলার নাম কাবাডি।
  11. প্রশ্ন: কোন খেলা থেকে কাবাডি লেখার জন্ম।
  12. উত্তর: হা-ডু-ডু খেলা থেকে।
  13. প্রশ্ন: কাবাডি খেলায় মাঠের পরিমাপ কত?
  14. উত্তর: ১২.৫ মিটার বাই ১০ মিটার।
  15. প্রশ্ন: কাবাডি খেলায় ব্যবহৃত কয়েকটি শব্দ বল?
  16. উত্তর: লোনা, লবি ইত্যাদি।
  17. প্রশ্ন: কখন ও কোথায় প্রথম বিশ্বকাপ কাবাডি অনুষ্ঠিত হয়?
  18. উত্তর: ১৯-২১ নভেম্বর ২০০৪; ভারতে।
  19. প্রশ্ন: কোন দেশ প্রথম বিশ্বকাপ কাবাডিতে চ্যাম্পিয়ন হয়?
  20. উত্তর: ভারত।
  21. প্রশ্ন: কোন দেশ প্রথম বিশ্বকাপ কাবাডিতে রানার্সআপ হয়?
  22. উত্তর: ইরান।
  23. প্রশ্ন: কাবাডি খেলার মাঠ কেমন মাটির হওয়া উচিৎ?
  24. উত্তর: মাঠ হবে সমান্তরাল এবং নরম মাটি অথবা ম্যাট দ্বারা তৈরি।
  25. প্রশ্ন: কাবাডি খেলায় সাধারণত কত ধরণের মাঠ হয়ে থাকে?
  26. উত্তর: ৩ ধরণের।
  27. প্রশ্ন: পুরুষ ও জুনিয়র বালকদের জন্য মাঠের পরিমাপ কত?
  28. উত্তর: পুরুষ ও জুনিয়র বালকদের উভয় দিকের লবি বাদে দৈর্ঘ্য ১৩ মি.X প্রস্থ ৮ মি.
  29. প্রশ্ন: মহিলা ও জুনিয়র বালিকাদের জন্য মাঠের পরিমাপ কত?
  30. উত্তর: উভয় দিকের লবি বাদে দৈর্ঘ্য ১২ মি.X প্রস্থ ৬ মি.
  31. প্রশ্ন: সাবজুনিয়র বালক বালিকাদের জন্য মাঠের পরিমাপ কত?
  32. উত্তর: উভয় দিকের লবি বাদে দৈর্ঘ্য ১১ মি.X প্রস্থ ৬ মি.
  33. প্রশ্ন: লবি কী?
  34. উত্তর: খেলার মাঠে উভয় দিকে ১মি. চওড়া যে জায়গা আছে তাবে লবি বলে।
  35. প্রশ্ন: মধ্য রেখা কি?
  36. উত্তর: যে রেখা কোর্টকে সমান দুই ভাগে ভাগ করেছে তাকে মধ্যরেখা বলে।
  37. প্রশ্ন: কোর্ট কী?
  38. উত্তর: প্রত্যেক অর্ধের খেলার মাঠ যা মধ্যরেখা দ্বারা বিভক্ত তাকে কোর্ট বলে।
  39. প্রশ্ন: বক লাইন কি?
  40. উত্তর: মধ্যরেখা সমান্তরালে কোর্টের দিকে যে দাগ দেওয়া হয় তাকে বক লাইন বলে। যার দূরত্ব পুরুষ ও জুনিয়র বালকদের ৩.৭৫ মিটার, মহিলা এবং জুনিয়র বালিকাদের ৩ মিটার এবং সাব-জুনিয়র বালক-বালিকাদের ৩ মিটার।


Post a Comment

Previous Post Next Post