ফুল সম্পর্কে সাধারণ জ্ঞান পর্ব-১

ফুল সম্পর্কিত সাধারণ জ্ঞানের প্রথম পর্বে আপনারদের জানায় স্বাগতম...

Flower world,General Knowledge,  ফুল জগৎ, সাধারণ জ্ঞান
  1. প্রশ্ন:বাংলাদেশের জাতীয় ফুলের নাম কী?
  2. উত্তর: শাপলা।
  3. প্রশ্ন: কোন ফুলকে ফুলের রাণী বলা হয়?
  4. উত্তর: গোলাপ ফুলকে।
  5. প্রশ্ন: কোন রঙের ফুলে গন্ধ বেশি?
  6. উত্তর: সাদা রঙের ফুল।
  7. প্রশ্ন: পানিতে ফোটে এমন কয়েকটি ফুলের নাম বল।
  8. উত্তর: পদ্ম, শাপলা, কলমি, কচুরি ইত্যাদি।
  9. প্রশ্ন: কোন কোন ফুল রাতে ফোটে?
  10. উত্তর: বেলি, জুঁই, শিউলি, হাসনাহেনা ইত্যাদি।
  11. প্রশ্ন: পাঁচটি সুগন্ধি ফুলের নাম বল।
  12. উত্তর: গোলাপ, গন্ধরাজ, রজনীগন্ধা, বেলি ও বকুল।
  13. প্রশ্ন: শীতকালে ফোটে এমন ৫টি ফুলের নাম বল।
  14. উত্তর: গাদা, ডালিয়া, জিনিয়া, সূর্যমুখী ও চন্দ্রমল্লিকা।
  15. প্রশ্ন: গ্রীষ্মকালে ফোটে এমন ৫টি ফুলের নাম বল।
  16. উত্তর: কৃষ্ণচূড়া, বেলি, রজনীগন্ধা, গন্ধরাজ ও চাপা।
  17. প্রশ্ন: বর্ষাকালে ফোটে এমন ৫টি ফুলের নাম বল।
  18. উত্তর: শাপলা, কদম, কেয়া, দোলনচাঁপা ও হাসনাহেনা।
  19. প্রশ্ন: ৫টি লাল ফুলের নাম বল।
  20. উত্তর: গোলাপ, কৃষ্ণচূড়া, পলাশ, শিমুল ও জবা।
  21. প্রশ্ন: ৫টি সাদা ফুলের নাম বল।
  22. উত্তর: বেলি, রজনীগন্ধা, গন্ধরাজ, দোলনাচাঁপা ও শিউলি।
  23. প্রশ্ন: হলুদ রঙের ফুল কী কী?
  24. উত্তর: সূর্যমুখী ও গাঁদা ফুলের রং হলুদ।
  25. প্রশ্ন: কোন ফুলটি দেখতে সুন্দর ও নরম বলের মতো?
  26. উত্তর: কদম ফুল।
  27. প্রশ্ন: কোন ফুল দেখতে ঠিক প্রজাপতির মতো?
  28. উত্তর: দোলন চাঁপা।
  29. প্রশ্ন: দোলন চাঁপা ফুলের কয়টি পাপড়ি আছে এবং কী রঙের ?
  30. উত্তর: চারটি সাদা রঙের।
  31. প্রশ্ন: বিলে ঝিলে কোন ফুল ফোটে?
  32. উত্তর: শাপলা।
  33. প্রশ্ন: পৃথিবীতে কোন রংয়ের ফুল বেশি ?
  34. উত্তর: লাল রংয়ের ।
  35. প্রশ্ন: পৃথিবীর সবচেয়ে বড় ফুল কোনটি ?
  36. উত্তর: বারোশিয়া আর এই ফুল সুমাত্রা দ্বীপে দেখা যায় ।
  37. প্রশ্ন: বর্ষাকালে ফুঁটে এরকম পাঁচটি ফুলের নাম বল ?
  38. উত্তর: শাপলা, কদম,কেয়া,দোলোনচাঁপা ও টগর ।
  39. প্রশ্ন: কোন ফুলটি সারা বছর পাওয়া যায় ?
  40. উত্তর: জবা ফুল ।


1 Comments

  1. Great post! I am actually getting ready to across this information, is very helpful my friend. . ফুলের ছবি ডাউনলোড করুন ২০২২ সালের সেরা ....

    ReplyDelete

Post a Comment

Previous Post Next Post