মানব দেহ সম্পর্কিত সাধারণ জ্ঞানের পঞ্চম পর্বে আপনারদের জানায় স্বাগতম...
- প্রশ্ন: খাদ্য দ্রব্য সবচেয়ে বেশি শোষিত হয় পোস্টিক নালীর কোন অংশে ?
- উত্তর: ক্ষুদ্রান্তে।
- প্রশ্ন: মহিলাদের পরিনত জনন কোষকে কি বলে ?
- উত্তর: ডিম্বাণু।
- প্রশ্ন: ধমনী শেষ হয় কোথায় ?
- উত্তর: লসিকায়।
- প্রশ্ন: মানুষ সাদা ও কালো হয় কোন হরমোনের কারণে ?
- উত্তর: মেলানিন।
- প্রশ্ন: মস্তিস্কে প্রতি মিনিটে কি পরিমাণ রক্ত সরবরাহ হয় ?
- উত্তর: ৩৫০ মি.লি.
- প্রশ্ন: পরিপাক তন্ত্রের সবচেয়ে শক্তিশালী স্ফিত অংশের নাম কি ?
- উত্তর: পাকস্থলী।
- প্রশ্ন: কোন জিনিস পিত্তের বর্ণের জন্য দায়ী ?
- উত্তর: বিলিরুবিন।
- প্রশ্ন: নিউরন কি ?
- উত্তর: স্নায়ু কলার প্রতিটি কোষকে নিউরন বলে।
- প্রশ্ন: কোন সন্ধিতে সবচেয়ে বেশী Movement হয় ?
- উত্তর: সাইনভিয়াল সন্ধি।
- প্রশ্ন: মানব দেহের ক্ষুদ্রতম অস্থির নাম কি ?
- উত্তর: স্টেপিস।
- প্রশ্ন: রোগ জীবাণু ধ্বংস করতে সাহায্য করে কোন রস ?
- উত্তর: পিত্তরস।
- প্রশ্ন: কোন হরমোন রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়ায়?
- উত্তর: গ্লোকাগন।
- প্রশ্ন: মানব দেহের রক্ত সঞ্চালন চক্র আবিস্কার করেন কে ?
- উত্তর: উইলিয়াম হার্ভে।
- প্রশ্ন: লম্বা হওয়ার জন্য কোন হরমোন দায়ী ?
- উত্তর: গ্রোথ হরমো।
- প্রশ্ন: জরায়ু সংকোচন সহায়তা করে কোন হরমোন ?
- উত্তর: অক্সিটোসিন।
- প্রশ্ন: রক্ত কি ধরনের কলা ?
- উত্তর: যোজক কলা।
- প্রশ্ন: স্নায়ু কোষের বর্ধিত অংশকে কি বলে ?
- উত্তর: এক্সেন।
- প্রশ্ন: প্রশ্বাসে কি ধরনের বায়ু ফুসফুসে প্রবেশ করে ?
- উত্তর: অক্সিজেন মিশ্রিত।
- প্রশ্ন: রক্তের চাপ কোথায় সবচেয়ে কম ?
- উত্তর: শিরায়।
- প্রশ্ন: মাইটোসিস কোথায় সংগঠিত হয় ?
- উত্তর: দেহ কোষে।
Post a Comment