মানব দেহ সম্পর্কে সাধারণ জ্ঞান পর্ব-৪

মানব দেহ সম্পর্কিত সাধারণ জ্ঞানের চতুর্থ পর্বে আপনারদের জানায় স্বাগতম...

Human Body, General  Knowledge, মানবদেহ, সাধারণ জ্ঞান
  1. প্রশ্ন: পিত্ত রস অগ্নাশয় রসের সাথে মিলিত হয় কোথায় ?
  2. উত্তর: ডিওডেনামে।
  3. প্রশ্ন: মানব দেহে বৃহতম গ্রন্থি কোনটি ?
  4. উত্তর: যকৃত।
  5. প্রশ্ন: চোখের জল নিঃসৃত হয় কোথা থেকে ?
  6. উত্তর: লেকরিমাল গ্রন্থি থেকে।
  7. প্রশ্ন: নার্ভের মাধ্যমে প্রবাহিত আবেগের গতি প্রতি সেকেন্ডে কত মিটার ?
  8. উত্তর: ১২৫ মিটার।
  9. প্রশ্ন: একজন সুস্থ মানুষের একটি হৃদ কম্পন সম্পূর্ণ হতে কত সময় লাগে ?
  10. উত্তর: ০.৪ সেকেন্ড।
  11. প্রশ্ন: শরীর থেকে বর্জ পদার্থ ইউরিয়া বের করে দেয় কোন অঙ্গ ?
  12. উত্তর: কিডনি।
  13. প্রশ্ন: একজন স্ত্রী লোক জননকালে প্রতি মাসে কয়টি ডিম্ব উৎপাদন করে ?
  14. উত্তর: ১টি।
  15. প্রশ্ন: মুত্র প্রস্তুত হয় কোথায় ?
  16. উত্তর: কিডনীতে।
  17. প্রশ্ন: থাইরয়েড গ্রন্থি হতে নিঃসৃত প্রানরসের নাম কী ?
  18. উত্তর: থাইরক্সিন।
  19. প্রশ্ন: চোখের মধ্যে সবচেয়ে সংবেদনশীল অংশের নাম কি ?
  20. উত্তর: রেটিনা।
  21. প্রশ্ন: আমিষ জাতীয় খাদ্য পরিপাক করে কোন জারক রস ?
  22. উত্তর: পেপসিন।
  23. প্রশ্ন: বহিঃকর্ণ ও মধ্যকর্ণ এর সংযোকস্থলের পর্দাটির নাম কি ?
  24. উত্তর: টিস্প্যানিক পর্দা।
  25. প্রশ্ন: জীব দেহের ওজনের প্রায় ২৪ ভাগ কোন পদার্থ ?
  26. উত্তর: কার্বন।
  27. প্রশ্ন: যকৃত বা পেশী কোষে অতিরিক্ত গ্লুকোজ জমা থাকে কি রূপে ?
  28. উত্তর: গ্লাইকোজেন রূপে।
  29. প্রশ্ন: প্রোটিন জাতীয় খাদ্যের প্রধান কাজ কি ?
  30. উত্তর: দেহের ক্ষয় পূরণ ও বৃদ্ধি জাতীয় কাজ কর।
  31. প্রশ্ন: কোন হরমোনের অভাবে স্নায়ু ও পেশীর অস্থিরতা বেড়ে যায় ও পেশীর খিচুনী শুরু হয় ?
  32. উত্তর: প্যারা থরমোন।
  33. প্রশ্ন: ভয় পেলে গায়ের লোম খাড়া হয় কোন হরমোনের অভাবে ?
  34. উত্তর: অ্যাড্রনালিন।
  35. প্রশ্ন: দাড়ি গোঁফ গজায় কোন হরমোনের জন্য ?
  36. উত্তর: টেস্টোস্টেরন।
  37. প্রশ্ন: জীবন রক্ষাকারী হরমোন কোনটি ?
  38. উত্তর: অ্যালডোস্টেরন।
  39. প্রশ্ন: ফসফরাস বেশি থাকে কোন অঙ্গে ?
  40. উত্তর: অস্থিতে।


Post a Comment

Previous Post Next Post