অলিম্পিক গেমস্ সম্পর্কিত সাধারণ জ্ঞানের প্রথম পর্বে আপনারদের জানায় স্বাগতম...
- প্রশ্ন: প্রথম অলিম্পিক গেমস্ কখন অনুষ্ঠিত হয়?
- উত্তর: প্রায় ৩০০০ বছর পূর্বে।
- প্রশ্ন: প্রথম অলিম্পিক গেমস্ কোথায় অনুষ্ঠিত হয়?
- উত্তর: গ্রিসে।
- প্রশ্ন: আধুনিক অলিম্পিকের জন্ম হয় কত সালে?
- উত্তর: ১৮৯৬ সালে।
- প্রশ্ন: বিশ্ব অলিম্পিকের প্রতীক কী?
- উত্তর: পরস্পর সংযুক্ত ৫টি পাঁচ রঙের বৃত্ত।
- প্রশ্ন: আধুনিক অলিম্পিকের প্রবর্তক কে?
- উত্তর: ব্যারন পিয়ারে দ্য কুবার্তা (ফ্রান্স)।
- প্রশ্ন: IOC-এর বর্তমান সদস্য সংখ্যা কত?
- উত্তর: ২০৫
- প্রশ্ন: IOC-এর সদর দপ্তর কোথায়?
- উত্তর: লুজান, সুইজারল্যান্ড।
- প্রশ্ন: অলিম্পিক গেমসের অফিসিয়াল ভাষা কী?
- উত্তর: ইংরেজি ও ফরাসি।
- প্রশ্ন: অলিম্পিক জাদুঘর কোথায় অবস্থিত?
- উত্তর: লুজান, সুইজারল্যান্ড।
- প্রশ্ন: কত বছর পর পর আধুনিক অলিম্পিক অনুষ্ঠিত হয়?
- উত্তর: ৪ বছর পর পর।
- প্রশ্ন: প্রথম আধুনিক অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হয়েছি?
- উত্তর: এথেন্স, গ্রিস।
- প্রশ্ন: আধুনিক অলিম্পিকের অপর নাম কী?
- উত্তর: গ্রীষ্মকালীন অলিম্পিক।
- প্রশ্ন: অলিম্পিক পতাকা প্রথম উত্তোলন করা হয় কখন?
- উত্তর: এন্টওয়ার্প অলিম্পিকে (১৯২০ সালে)।
- প্রশ্ন: অলিম্পিক পতাকার পরিকল্পনাকারী কে?
- উত্তর: ব্যারন পিয়ারে দ্য কুবার্তা।
- প্রশ্ন: অলিম্পিক পতাকায় কি কি রং রয়েছে?
- উত্তর: লাল, নীল, সবুজ, হলুদ ও কালো।
- প্রশ্ন: বৃত্তগুলোর রং দ্বারা কোন কোন মহাদেশে বোঝায়?
- উত্তর: হলুদ-এশিয়া; নীল-ইউরোপ; কালো-আফ্রিকা; সবুজ-ওশেনিয়া ও লাল-আমেরিকা।
- প্রশ্ন: অলিম্পিক ম্যারাথনের দৈর্ঘ্য কত?
- উত্তর: ২৬ মাইল ৩৮৫ গজ।
- প্রশ্ন: প্রথম আধুনিক অলিম্পিকে কতটি দেশ অংশগ্রহণ করেছিল।
- উত্তর: ১৩টি।
- প্রশ্ন: শীতকালীন অলিম্পিক শুরু হয় কখন?
- উত্তর: ১৯২৪ সাল (ফ্রান্সের চ্যামোনিক্সে)।
- প্রশ্ন: এশিয়ার কোন দেশের ক্রীড়াবিদ অলিম্পিকে প্রথম স্বর্ণ পদক জিতেন?
- উত্তর: জাপানের ক্রীড়াবিদ।
Post a Comment