বাংলাদেশর নদ-নদী সম্পর্কিত সাধারণ জ্ঞানের প্রথম পর্বে আপনারদের জানায় স্বাগতম...
- প্রশ্ন: বাংলাদেশের দীর্ঘতম নদীর নাম কি?
- উত্তর: বাংলাদেশের দীর্ঘতম নদীর নাম সুরমা (৩৯৯ কি.মি.)।
- প্রশ্ন: বাংলাদেশের দীর্ঘতম নদ এর নাম কি?
- উত্তর: বাংলাদেশের দীর্ঘতম নদ এর নাম ব্রহ্মপুত্র।
- প্রশ্ন: বাংলাদেশের খরস্রোতা নদী কোনটি?
- উত্তর: বাংলাদেশের খরস্রোতা নদী- কর্ণফুলী। (চট্টগ্রাম)
- প্রশ্ন: বাংলাদেশ-ভারতকে বিভক্তকারী নদী কোনটি?
- উত্তর: বাংলাদেশ-ভারতকে বিভক্তকারী নদী হলো হাড়িয়াভাঙ্গা
- প্রশ্ন: দক্ষিণ তালপট্টি দ্বীপটি কোথায় অবস্থিত ?
- উত্তর: দক্ষিণ তালপট্টি দ্বীপটি হাড়িয়াভাঙ্গা নদীর মোহনায় অবস্থিত।
- প্রশ্ন: বাংলাদেশ-মায়ানমার কে বিভক্ত করেছে কোন নদী?
- উত্তর: বাংলাদেশ-মায়ানমার কে বিভক্ত করেছে নাফ নদী
- প্রশ্ন: ব্যাকল্যান্ড বাঁধ কোথায় অবস্থিত?
- উত্তর: ব্যাকল্যান্ড বাঁধ- বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত ১৮৬৪ সালে তৈরি হয়।
- প্রশ্ন: ভারত কোন নদীর উপর ফারাক্কা বাঁধ তৈরী করেছে?
- উত্তর: ভারত যে নদীর উপর ফারাক্কা বাঁধ তৈরী করেছে- গঙ্গা নদী / পদ্মা নদী
- প্রশ্ন: বাংলাদেশের জলসীমায় উৎপত্তি ও সমাপ্তি কি কি?
- উত্তর: বাংলাদেশের জলসীমায় উৎপত্তি ও সমাপ্তি- হালদ ও সাঙ্গু।
- প্রশ্ন: কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত ?
- উত্তর: কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র কর্ণফুী নদীর উপর অবস্থিত।
- প্রশ্ন: পদ্মা ও মেঘনা নদী কোথায় মিলিত হয়েছে?
- উত্তর: পদ্মা ও মেঘনা নদী চাঁদপুরে মিলিত হয়েছে
- প্রশ্ন: পদ্মা ও যমুনা নদী কোথায় মিলিত হয়েছে?
- উত্তর: পদ্মা ও যমুনা নদী গোয়ালন্দে মিলিত হয়েছে।
- প্রশ্ন: সুরমা ও কুশিয়ারা নদী কোথায় মিলিত হয়েছে?
- উত্তর: সুরমা ও কুশিয়ারা নদী আজমিরীগঞ্জে মিলিত হয়েছে।
- প্রশ্ন: পুরাতন ব্রহ্মপুত্র ও মেঘনা নদী কোথায় মিলিত হয়েছে?
- উত্তর: পুরাতন ব্রহ্মপুত্র ও মেঘনা নদী ভৈরব বাজারে মিলিত হয়েছে।
- প্রশ্ন: যমুনা ও বাঙ্গালী নদী কোথায় মিলিত হয়েছে?
- উত্তর: যমুনা ও বাঙ্গালী নদী বগুড়ায় মিলিত হয়েছে।
- প্রশ্ন: ভৈরব ও রুপসা নদী কোথায় মিলিত হয়েছে?
- উত্তর: ভৈরব ও রুপসা নদী খুলনায় মিলিত হয়েছে।
- প্রশ্ন: বাংলাদেশও ভারতের অভিন্ন নদী কয়টি?
- উত্তর: বাংলাদেশও ভারতের অভিন্ন নদী ৫৪টি
- প্রশ্ন: বাংলাদেশ ও মায়ানমারের অভিন্ন নদী কয়টি?
- উত্তর: বাংলাদেশ ও মায়ানমারের অভিন্ন নদী ৩টি।
- প্রশ্ন: বাংলাদেশের আন্তর্জাতিক নদী কয়টি?
- উত্তর: বাংলাদেশের আন্তর্জাতিক নদী ১টি (পদ্মা/গঙ্গা)
- প্রশ্ন: বাংলাদেশ থেকে ভারতে প্রবেশকারী নদী কয়টি?
- উত্তর: বাংলাদেশ থেকে ভারতে প্রবেশকারী নদী ১টি (কুলিখ)।
Post a Comment