বিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্কিত সাধারণ জ্ঞানের দ্বিতীয় পর্বে আপনারদের জানায় স্বাগতম...
- প্রশ্ন: থার্মোমিটার কী?
- উত্তর: শরীরের তাপমাত্রা মাপার যন্ত্র।
- প্রশ্ন: কী দিয়ে সাবান তৈরি হয়?
- উত্তর: তেল, চর্বি, ক্ষার ইত্যাদি দিয়ে।
- প্রশ্ন: কী দিয়ে কাচ তৈরি হয়?
- উত্তর: বালি।
- প্রশ্ন: ব্যারোমিটার কী?
- উত্তর: বায়ুর চাপ মাপার যন্ত্র।
- প্রশ্ন: অণুবীক্ষণ যন্ত্র কী?
- উত্তর: যে যন্ত্রের সাহায্যে ছোট জিনিসকে বড় করে দেখা যায় তা অণুবীক্ষণ যন্ত্র।
- প্রশ্ন: কোন তরল পদার্থ সবচেয়ে ভারী?
- উত্তর: পারদ।
- প্রশ্ন: সিসমোগ্রাফ কী?
- উত্তর: ভূমিকম্প পরিমাপের যন্ত্র।
- প্রশ্ন: ল্যাক্টোমিটার কী?
- উত্তর: দুধের বিশুদ্ধতা পরীক্ষা করার যন্ত্র।
- প্রশ্ন: মাইক্রোফোন কী?
- উত্তর: শব্দের আওয়াজ উচ্চতর করার যন্ত্র।
- প্রশ্ন: এয়ারকুলার কী?
- উত্তর: ঘর ঠাণ্ডা রাখার যন্ত্র।
- প্রশ্ন: রাডার কী?
- উত্তর: যে যন্ত্রের সাহায্যে যে কোনো আকাশযানের চলাচল ও অবস্থান নির্ণয় করা তা হলো রাডার
- প্রশ্ন: সাবমেরিন কী?
- উত্তর: সাবমেরিন এক ধরনের ডুবোজাহাজ-যেটা ইচ্ছেমতো পানির নিচে ও ওপরে চলতে পারে।
- প্রশ্ন: কোন রঙের কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয়?
- উত্তর: কালো।
- প্রশ্ন: মটরগাড়ির হেড লাইটে কোন দর্পন ব্যবহার করা হয়?
- উত্তর: অবতল।
- প্রশ্ন: রান্না করার হাড়িপাতিল সাধারণত এলুমেনিয়াম ব্যবহার করা হয় কারণ কি?
- উত্তর: এতে দ্রুত তাপ সঞ্চালিত হয়ে খাদ্যদ্রব্য তাড়াতাড়ি সিদ্ধ হয়।
- প্রশ্ন: পৃথিবীর ঘূর্ণনের ফলে আমরা ছিটকে পড়ি না কেন?
- উত্তর: মধ্যাকর্ষণ বলের জন্য।
- প্রশ্ন: একক সময়ে শব্দ যে দুরত্ব অতিক্রম করে তাকে কী বলে?
- উত্তর: শব্দের গতি।
- প্রশ্ন: কোন বস্তুর ত্বরণ বলতে কি বুঝায়?
- উত্তর: সময়ের সাথে বেগ বৃদ্ধির হার।
- প্রশ্ন: নিউটন কি?
- উত্তর: বলের একক।
- প্রশ্ন: পাত্রে আবদ্ধ তরল পদার্থের কোন অংশে চাপ প্রয়োগ করলে কি ঘটবে?
- উত্তর: পদার্থের সবদিকে চাপ সমানভাবে সঞ্চালিত হয়?
Post a Comment