বিজ্ঞানের কথা ও সাধারণ জ্ঞান পর্ব-১

বিজ্ঞানের কথা সম্পর্কিত সাধারণ জ্ঞানের প্রথম পর্বে আপনারদের জানায় স্বাগতম...

Science and Technology, General  Knowledge,Voice,বিজ্ঞান  ও  প্রযুক্তি, সাধারণ জ্ঞান, কথা
  1. প্রশ্ন: পরিবেশ সংরক্ষণের প্রয়োজন কেন?
  2. উত্তর: মানুষসহ পরিবেশকে বাঁচানোর জন্য।
  3. প্রশ্ন: কোন নলকূপে আর্সেনিক আছে কিনা তা তুমি চিনবে কীভাবে?
  4. উত্তর: লাল রং দিয়ে।
  5. প্রশ্ন: বরফ পানিতে ভাসে কেন?
  6. উত্তর: বরফ পানির চেয়ে ওজনে হালকা সেজন্য।
  7. প্রশ্ন: লোহায় মরিচা ধরে কেন?
  8. উত্তর: লোহা বাতাসের জলীয় বাষ্পের সংস্পর্শে এলে মরিচা ধরে।
  9. প্রশ্ন: মাটির কলসে পানি ঠাণ্ডা থাকে কেন?
  10. উত্তর: মাটির কলসের গায়ে অসংখ্য ছিদ্র থাকে। তাই এ ছিদ্র তাপ শোষণ করে এর ফলে মাটির কলসে পানি ঠাণ্ডা থাকে।
  11. প্রশ্ন: হাইড্রোজেন গ্যাস ভর্তি বেলুন আকাশে উড়ে কেন?
  12. উত্তর: হাইড্রোজেন গ্যাস বায়ু অপেক্ষা ওজনে হালকা তাই হাইড্রোজেন গ্যাস ভর্তি বেলুন আকাশে উড়ে়।
  13. প্রশ্ন: আমরা শব্দ শুনি কেন?
  14. উত্তর: শব্দ এক প্রকার তরঙ্গ। এ তরঙ্গ যখন আমাদের কানের ভেতরের পর্দায় আঘাত করে তখন আমরা শব্দ শুনি।
  15. প্রশ্ন: খাটিসোনা চেনার উপায় কী?
  16. উত্তর: নাইট্রিক এসিডের সাহায্যে খাঁটিসোনা চেনা যায়।
  17. প্রশ্ন: সমুদ্রের পানি লবণাত্ত কেন?
  18. উত্তর: পাহাড়-পর্বত ধুয়ে নদীর পানি ভূপৃষ্ঠের লবণসহ সমুদ্রে নেমে আসে এবং সমুদ্র হতে পানি আবার বাষ্প হয়ে উড়ে যায়, কিন্তু লবণ থেকে যায়। তাই সমুদ্রের পানি লবণাক্ত
  19. প্রশ্ন: গ্রীষ্মকাল অপেক্ষা শীতকালে তাড়াতাড়ি কাপড় শুকায় কেন?
  20. উত্তর: শীতকালে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকায় কাপড় তাড়াতাড়ি শুকায়।
  21. প্রশ্ন: মহাকাশ যাত্রার প্রথম প্রাণী কোনটি?
  22. উত্তর: লাইকা নামে একটি কুকুর।
  23. প্রশ্ন: মহাকাশে ভ্রমণকারী প্রথম মানুষ কে?
  24. উত্তর: ইউরি গ্যাগারিন।
  25. প্রশ্ন: নীল আর্মস্ট্রং কোন দেশের অধিবাসী?
  26. উত্তর: যুক্তরাস্ট্রের অধিবাসী।
  27. প্রশ্ন: প্রথম মহিলা মহাকাশচারী কে?
  28. উত্তর: ভেলেন্তিনা তেরেশকোভা।
  29. প্রশ্ন: ভেলেন্তিনা তেরেশকোভা কোন দেশের অধিবাসী?
  30. উত্তর: রাশিয়ার।
  31. প্রশ্ন: দ্বিতীয় মহিলা মহাকাশচারী কে?
  32. উত্তর: কল্পনা চাউলা।
  33. প্রশ্ন: কল্পনা চাউলা কোন দেশের অধিবাসী?
  34. উত্তর: ভারতের।
  35. প্রশ্ন: কোন দেশ সর্বপ্রথম মহাকাশে রকেট নিক্ষেপ করে?
  36. উত্তর: সোভিয়েত ইউনিয়ন।
  37. প্রশ্ন: কোন নভোচারী প্রথম চাদের মাটিতে অবতরণ করেন?
  38. উত্তর: নীল আর্মস্ট্রং।
  39. প্রশ্ন: নীল আর্মস্ট্রং কোন নভোযানে চড়ে চাদে যান?
  40. উত্তর: এপোলো-১১।


Post a Comment

Previous Post Next Post