উত্তর: মাটির কলসের গায়ে অসংখ্য ছিদ্র থাকে। তাই এ ছিদ্র তাপ শোষণ করে এর ফলে মাটির কলসে পানি ঠাণ্ডা থাকে।
প্রশ্ন: হাইড্রোজেন গ্যাস ভর্তি বেলুন আকাশে উড়ে কেন?
উত্তর: হাইড্রোজেন গ্যাস বায়ু অপেক্ষা ওজনে হালকা তাই হাইড্রোজেন গ্যাস ভর্তি বেলুন আকাশে উড়ে়।
প্রশ্ন: আমরা শব্দ শুনি কেন?
উত্তর: শব্দ এক প্রকার তরঙ্গ। এ তরঙ্গ যখন আমাদের কানের ভেতরের পর্দায় আঘাত করে তখন আমরা শব্দ শুনি।
প্রশ্ন: খাটিসোনা চেনার উপায় কী?
উত্তর: নাইট্রিক এসিডের সাহায্যে খাঁটিসোনা চেনা যায়।
প্রশ্ন: সমুদ্রের পানি লবণাত্ত কেন?
উত্তর: পাহাড়-পর্বত ধুয়ে নদীর পানি ভূপৃষ্ঠের লবণসহ সমুদ্রে নেমে আসে এবং সমুদ্র হতে পানি আবার বাষ্প হয়ে উড়ে যায়, কিন্তু লবণ থেকে যায়। তাই সমুদ্রের পানি লবণাক্ত
Post a Comment