দাবা খেলা সম্পর্কিত সাধারণ জ্ঞানের প্রথম পর্বে আপনারদের জানায় স্বাগতম...
প্রশ্ন: দাবা খেলার উৎপত্তি কোথায়?
উত্তর: ভারতে।
প্রশ্ন: দাবা খেলার আদি নাম কি?
উত্তর: চতুরঙ্গ।
প্রশ্ন: বিশ্ব দাবার সর্বোচ্চ সংস্থার নাম কি?
উত্তর: FIDE
প্রশ্ন: কখন FIDE প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ২০ জুলাই ১৯২৪
প্রশ্ন: ICF এর পূর্ণরূপ কি?
উত্তর: International Chess Federation.
প্রশ্ন: বাংলাদেশে গ্রান্ড মাষ্টার খেতাব অর্জনকারী প্রথম দাবাড় কে?
উত্তর: নিয়াজ মোর্শেদ।
প্রশ্ন: হ
উত্তর: ডিপ ব্লু।
প্রশ্ন: দাবায় সর্বোচ্চ খেতাব কি?
উত্তর: গ্রান্ড মাষ্টার।
প্রশ্ন: দাবায় মাষ্টার খেতাব অর্জনকারী উপমহাদেশের প্রথম দাবাড়ূ কে?
উত্তর: বিশ্বনাথ আনন্দ।
প্রশ্ন: বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপ চালু হয় কত সালে?
উত্তর: ১৮৮৬ সালে।
প্রশ্ন: দাবায় বিশ্বের সর্বকনিষ্ঠ ফিদে মাষ্টার কে?
উত্তর: নওরোজ ফারহান নূর।
প্রশ্ন: দাবা খেলা শুরুর সময় বোর্ডটি কিভাবে পাতানো হয়?
উত্তর: বোর্ডের নিচের সব থেকে ডান পাশে উজ্জ্বল বা সাদা ঘর রাখতে হয়।
প্রশ্ন: দাবা খেলায় সৈন্য কতটি?
উত্তর: ৮ টি।
প্রশ্ন: দাবা খেলায় সৈন্য গুলো কোন সারিতে বসাতে হয়?
উত্তর: দ্বিতীয় সারিতে।
প্রশ্ন: মন্ত্রী কোন রং এর ঘরে বসাতে হয়?
উত্তর: যে রং এর মন্ত্রী সেই রং এর ঘরে বসাতে হয়।
প্রশ্ন: মন্ত্রী কিভাবে চলে?
উত্তর: মন্ত্রী হল সবচেয়ে শক্তিশালী গুটি। এটা যেকোনো একদিকে সোজা চালানো যাবে - সামনে, পিছনে, পাশাপাশি বা কোনাকুনি - যতক্ষণ পর্যন্ত নিজের কোন গুটির উপর দিয়ে না যায়। আর, অন্য গুটিগুলোর মতো, মন্ত্রী যদি প্রতিপক্ষের কোনো গুটি খায় তাহলে চাল শেষ হবে।
প্রশ্ন: দাবা খেলায় নৌকা কিভাবে চলে?
উত্তর: নৌকা যতদূর ইচ্ছা চালানো যাবে - কিন্তু শুধু সামনে, পিছনে, এবং পাশাপাশি।
প্রশ্ন: দাবা খেলায় নৌকা কিভাবে চলে?
উত্তর: হাতি যতদূর সম্ভব চালানো যাবে, কিন্তু শুধু কোনাকুনি।
প্রশ্ন: দাবা খেলায় ঘোড়া কিভাবে চলে?
উত্তর: ঘোড়া অন্য সব গুটিগুলোর থেকে আলাদাভাবে চলে - সোজা দুই ঘর যাওয়ার পর এক ঘর ডানে বা বামে, ঠিক ইংরেজি অক্ষর এল “L” -এর মতো। ঘোড়া হচ্ছে একমাত্র গুটি যেটি অন্য গুটির ওপর দিয়ে চলতে পারে।
প্রশ্ন: দাবা খেলায় সৈন্য কিভাবে চলে?
উত্তর: সৈন্য একটু আলাদা কারণ সৈন্য চলে একরকম এবং খায় আরেক রকম: চলে সোজাসুজি, কিন্তু খায় কোনাকুনি। সৈন্য সামনে শুধু এক ঘর করে যেতে পারে, তবে প্রথম চালে ব্যতিক্রম হয়, প্রথম চালে সৈন্য দুই ঘরও যেতে পারে। সৈন্য তার এক ঘর সামনের কোনাকুনি ঘরে খেতে পারে। সৈন্য পিছন দিকে চলতে বা খেতে পারেনা। সৈন্যের ঠিক সামনের ঘরে যদি অন্য কোন গুটি থাকে তাহলে সৈন্য সেই গুটি টপকে সামনে যেতেও পারেনা বা সেটা খেতেও পারেনা।
Nice
ReplyDeletePost a Comment