অনুচ্ছেদ রচনা: মাদ্রাসা শিক্ষা

মাদরাসা শিক্ষা

মাদ্রাসা শিক্ষা, অনুচ্ছেদ রচনা, কোরআন তিলাওয়াত, Madrasah, Education, Paragraph, learning The Holy Quran
ইসলামপ্রিয় মুসলমানগণ ইসলাম রক্ষার্থে মাদরাসা শিক্ষার প্রবর্তন করেন। বাংলাদেশের শিক্ষাব্যবস্থায় মাদরাসা শিক্ষা একটি উল্লেখযােগ্য ভূমিকা পালন করে আসছে। সরকারি ও বেসরকারি পরিচালনায় এদেশে হাজার হাজার মাদরাসা ইসলামী শিক্ষা দিয়ে যাচ্ছে। মাদরাসা শিক্ষাকে তিনটি স্তরে বিভক্ত করা হয়। যেমন- ক. কওমী মাদরাসা, খ. হাফেযী মাদরাসা ও গ. আলিয়া মাদরাসা। বিজ্ঞানের অগ্রযাত্রায় বর্তমানে মাদরাসা শিক্ষা পিছিয়ে নেই। মাদরাসা থেকে দাখিল ও আলিম (মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক) পরীক্ষা পাস করে বর্তমানে ছাত্রছাত্রীরা বিশ্ববিদ্যালয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও মেডিক্যালে ভর্তি হওয়ার সুযােগ পাচ্ছে এবং বিজ্ঞানের অগ্রযাত্রার পথে তাদের প্রচেষ্টা নতুন মাত্রা যােগ করছে। মাদরাসাগুলাে ইসলামী শিক্ষার প্রধান কেন্দ্রস্থল। মাদরাসা শিক্ষার মাধ্যমে মানুষ হালাল, হারাম, ফরয, ওয়াজিব, সুন্নাত, মাকরূহ, ভালােমন্দ পার্থক্য করে জীবনযাপন করতে পারে। আধুনিক বিজ্ঞানের যুগে প্রচলিত শিক্ষার তুলনায় মাদরাসা শিক্ষা কোনাে ক্ষেত্রেই পিছিয়ে নেই। সরকার ও ধর্মপ্রাণ মুসলমানদের সহায়তায় এগুলাে আজও তাদের জ্ঞান- বিজ্ঞানের মহৎ কাজ চালিয়ে যাচ্ছে, যদিও এসব প্রতিষ্ঠানে শিক্ষক ও শিক্ষা উপকরণের যথেষ্ট অভাব রয়েছে। তবে সরকার মাদরাসা শিক্ষার মূল্যায়নস্বরূপ মাদরাসার ছাত্রদেরকে বি. সি. এস. পরীক্ষায় অংশগ্রহণের সুযােগ প্রদান করছে।


1 Comments

  1. বিশষেণ দাক দেবে

    ReplyDelete

Post a Comment

Previous Post Next Post