হকি খেলা সম্পর্কে সাধারণ জ্ঞান পর্ব-১

হকি খেলা সম্পর্কিত সাধারণ জ্ঞানের প্রথম পর্বে আপনারদের জানায় স্বাগতম...

Hokey  game  ,General Knowledge, হকি  খেলা, সাধারণ জ্ঞান
  1. প্রশ্ন: হকি খেলা প্রচলন করে কোন দেশ?
  2. উত্তর: ইংল্যান্ড
  3. প্রশ্ন: হকি খেলার পূর্বের নাম কি ছিল?
  4. উত্তর: লাঠির খেলা।
  5. প্রশ্ন: তিন হাজার বছর আগেও কোথায় হকি খেলার প্রচলন ছিল?
  6. উত্তর: মিশরে।
  7. প্রশ্ন: কত বছর আগে থেকে হকি খেলার প্রচলন ছিল?
  8. উত্তর: চার হাজার বছর।
  9. প্রশ্ন: দ্যা হকি অ্যাসোসিয়েশন কখন প্রতিষ্ঠিত হয়?
  10. উত্তর: ১৮৭৫ সালে
  11. প্রশ্ন: লন্ডনের উইম্বলডন হকি ক্লাব কখন প্রতিষ্ঠিত হয়?
  12. উত্তর: ১৮৮৩ সালে।
  13. প্রশ্ন: সর্বপ্রথম আন্তর্জাতিক হকি খেলা কখন অনুষ্ঠিত হয়?
  14. উত্তর: ১৮৯৫ সালে।
  15. প্রশ্ন: সর্বপ্রথম আন্তর্জাতিক হকি খেলা কোন কোন দেশের মাঝে অনুষ্ঠিত হয়?
  16. উত্তর: ইংল্যান্ড ও আয়ারল্যান্ড এর মাঝে।
  17. প্রশ্ন: সর্বপ্রথম আন্তর্জাতিক হকি খেলায় কোন দেশে জয়ী হয়?
  18. উত্তর: ইংল্যান্ড ৫-০ গোলে।
  19. প্রশ্ন: বর্তমান হকি খেলায় প্রতিটি দলে কত জন খেলোয়াড় অংশগ্রহণ করে?
  20. উত্তর: ১১ জন।
  21. প্রশ্ন: হকি খেলার মাঠের পরিমাপ কত?
  22. উত্তর: দৈর্ঘ্য ১০০ মিটার ও প্রস্থ ৬০ মিটার।
  23. প্রশ্ন: হকি খেলার বলের ওজন কত?
  24. উত্তর: ১৫৬ থেকে ১৬৩ গ্রাম হবে।
  25. প্রশ্ন: হকি খেলার বলের পরিধি কত?
  26. উত্তর: ২৩.৫ সেমি।
  27. প্রশ্ন: আইস হকি খেলা প্রচলন করে কোন দেশ?
  28. উত্তর: কানাডা।
  29. প্রশ্ন: হকি খেলার সময় প্রতি আর্ধে কত মিনিট?
  30. উত্তর: ৩৫ মিনিট।
  31. প্রশ্ন: দুই গোলপোস্টের ভেতরের দূরত্ব কত?
  32. উত্তর: ৩.৬৬ মিটার।
  33. প্রশ্ন: গোলপোস্টের উচ্চতা কত?
  34. উত্তর: ২.১৪ মিটার
  35. প্রশ্ন: হকি স্টিক কেমন?
  36. উত্তর: স্টিক সোজা ও মাথার অংশ বাঁকা।
  37. প্রশ্ন: ফ্লিক কী?
  38. উত্তর: যখন একটি স্থির বা গড়ানো বল পুশ করা হয় এবং বলটি হাঁটু পর্যন্ত উপরে ওঠে তখন তাকে ফ্লিক বলে।
  39. প্রশ্ন: স্কুপ কী?
  40. উত্তর: একটি স্থির গতিহীন বলের খানিকটা নিচে স্টিক রেখে উপরের দিকে চালনার সাহায্যে বল শূন্য অর্থাৎ মাথার উপরে উঠানোকে স্কুপ বলে।


Post a Comment

Previous Post Next Post