মুষ্টিযুদ্ধ বা বক্সিং সম্পর্কিত সাধারণ জ্ঞানের প্রথম পর্বে আপনারদের জানায় স্বাগতম...
- প্রশ্ন: বক্সিংয়ের উদ্ভাবক কে?
- উত্তর: থিসিয়াস।
- প্রশ্ন: বক্সিংয়ে দ্য গ্রেটেষ্ট বলা হয় কাকে?
- উত্তর: মোহাম্মদ আলীকে।
- প্রশ্ন: আধুনিক অলিম্পিকে মুষ্টিযুদ্ধ অন্তর্ভূক্ত হয় কত সালে?
- উত্তর: ১৯০৪ সালে।
- প্রশ্ন: বর্তমানে বক্সিংয়ে অবিসংবাদিত চ্যাম্পিয়ন কে?
- উত্তর: লেনক্স লুইস (ইংল্যান্ড)।
- প্রশ্ন: আধুনিক আইনে প্রথম বিশ্ব হেভিওয়েট মুষ্টিযুদ্ধ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় কত সালে?
- উত্তর: ১৮৯২ সালে।
- প্রশ্ন: মুষ্টিযোদ্ধা মাইক টাইসনের বর্তমান নাম কি?
- উত্তর: মালিক আবদুল আজিজ।
- প্রশ্ন: ডববিসি শতাব্দীর সেরা ক্রীড়া ব্যক্তিত্ব হিসেবে পুরষকৃত করেছে কাকে?
- উত্তর: মোহাম্মদ আলীকে।
- প্রশ্ন: বক্সিংয়ে দ্রুততম দ্য কুইকেষ্ট বলা হয় কাকে?
- উত্তর: মোহাম্মদ আলীর কন্যা লায়লা আলীকে।
- প্রশ্ন: মুষ্টিযুদ্ধের পিতা বলা হয় কাকে?
- উত্তর: জ্যাক ব্রাউটনকে।
- প্রশ্ন: প্রথম মুষ্টিযুদ্ধের নিয়ম-নীতি প্রবর্তন করেন কে?
- উত্তর: জ্যাক ব্রাউটনকে।
- প্রশ্ন: বিশ্ববিখ্যাত মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলীর যে কন্যা সমপ্রতি এ পেশায় প্রবেশ করেন তার নাম কি?
- উত্তর: লায়লা আলী।
- প্রশ্ন: বক্সিংয়ের ইতিহাসে প্রথম নারী বনাম পুরুষ লড়াই অনুষ্ঠিত হয় কত সালে?
- উত্তর: ৯ অক্টোবর ১৯৯৯।
- প্রশ্ন: মোহাম্মদ আলীর জন্ম স্থান কোথায়?
- উত্তর: মার্কিন যুক্তরাষ্ট্র।
- প্রশ্ন: মোহাম্মদ আলীর পূর্বের নাম কি?
- উত্তর: ক্যাসিয়াস ক্লে
- প্রশ্ন: মোহাম্মদ আলী কত সালে ইসলাম গ্রহণ করেন?
- উত্তর: ১৯৭৫ সালে।
- প্রশ্ন: মোহাম্মদ আলী সর্বপ্রথম কার কাছে পরাজিত হন?
- উত্তর: অপেশাদার এর কাছে হেরেছিলেন।
- প্রশ্ন: মোহাম্মদ আলী কত সালে অবসর নিয়েছেন?
- উত্তর: ১৯৮১ সালে।
- প্রশ্ন: মোহাম্মদ আলীর কতটি জয় রয়েছে?
- উত্তর: ৫৬ টি।
- প্রশ্ন: মোহাম্মদ আলীর কতটি পরাজয় রয়েছে?
- উত্তর: ৫ টি।
- প্রশ্ন: কত সালে মোহাম্মদ আলী বাংলাদেশে সফরে আসেন?
- উত্তর: ১৯৭৮ সালে।
Post a Comment