উত্তর: যে যোগাযোগ ব্যবস্থায় কনফারেন্সে অংশ গ্রহণকারীরা পরস্পরের ছবি দেখতে পারে ও কথোপকথন করতে পারে তাকে ভিডিও কনফারেন্সিং বলে।
প্রশ্ন: অডিও কনফারেন্সিং (Audio Conferencing) কি?
উত্তর: যে যোগাযোগ ব্যবস্থায় কনফারেন্সে অংশ গ্রহণকারীরা শুধু পরস্পরের সাথে কথোপকথন করতে পারে তাকে অডিও কনফারেন্সিং বলে।
প্রশ্ন: বুলেটিন বোর্ড (Bulletin Board) কি?
উত্তর: বুলেটিন বোর্ড হলো একটি শক্তিশালী কেন্দ্রীয় কম্পিউটার, যার সাথে অন্যান্য কম শক্তিসম্পন্ন কম্পিউটার টেলিফোনে লাইনের মাধ্যমে যুক্ত থাকে এবং যোগাযোগ রক্ষা করে।
প্রশ্ন: এক্সপার্ট সিস্টেম (Expert System) কি?
উত্তর: কোন জটিল বিষয়ে কম্পিউটারের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করাকে এক্সপার্ট সিস্টেম বলে। কিন্তু এই সিস্টেম কোনো দক্ষ মানুষের সমান বা বিকল্প নয়।
উত্তর: ইলেকট্রনিক উপায়ে আসন বিন্যাস করাকে রিজার্ভেশন সিস্টেম বলে।
প্রশ্ন: ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার কাকে বলে?
উত্তর: ইলেকট্রনিক উপায়ে অর্থ আদান-প্রদান করাকে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বলে।
প্রশ্ন: ই-মেইল (E-mail) কি?
উত্তর: E-mail হলো Electronic Mail এর সংক্ষিপ্তরূপ। এটি কম্পিউটার নেটওয়ার্ক এর মাধ্যমে বার্তা পাঠানোর একটি বিশেষ পদ্ধতি।
প্রশ্ন: ই-মেইল এর জনক কে?
উত্তর: আমেরিকার রেমন্ড টমলিনসন।
প্রশ্ন: GIS কি?
উত্তর: GIS হলো Geographical Information System এর সংক্ষিপ্ত রূপ।
প্রশ্ন: ই-কমার্স (E-commerce) কি?
উত্তর: ইলেকট্রনিক উপায়ে পণ্য ক্রয়+বিক্রয়, বিল আদান-প্রদান, ও ব্যবসা সংক্রান্ত লেনদেনই হচ্ছে ই কমার্স।
প্রশ্ন: ই-লার্নিং(E-Learning) কি?
উত্তর: ইলেক্ট্রনিক পদ্ধতিতে পড়াশোনা করাকেই ই- লার্নিং বলে।
প্রশ্ন: ই-সর্ভিস(E-Service) কি?
উত্তর: ডিজিটাল পদ্ধতিতে সেবা ই- সার্ভিস বলে।
প্রশ্ন: ভার্চুয়াল রিয়েলি (Virtual Reality) কি?
উত্তর: সংবেদনশীল গ্রাফিক্স তৈরির মাধ্যমে বাস্তবের ত্রিমাত্রিক অবস্থাকে কম্পিউটার এর মাধ্যমে উপস্থাপন ও অনুধাবন করাকে ভার্চুয়াল রিয়েলিটি বলে।
প্রশ্ন: কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence) কি? কে, কখন চালু করেন।
উত্তর: ১৯৫৬ সালে জন ম্যাকার্থি কৃত্রিম বুদ্ধিমত্তা চালু করেন। কৃত্রিম বুদ্ধিমত্তা হলো বুদ্ধিমান যন্ত্র তৈরির বিজ্ঞান ও প্রযুক্তি। এখানে মানুষের বুদ্ধিমত্তাকে আধুনিক ডিভাইসের মাধ্যমে উপস্থাপন করা হয়।
প্রশ্ন: রোবটিক্স (Robotics) কি?
উত্তর: রোবট তৈরি সংক্রান্ত বিদ্যাকে রোবটিক্স বা রোবট বিজ্ঞান বলে।
প্রশ্ন: ক্রায়োসার্জারি ( Cryosurgery) কি?
উত্তর: Cryo অর্থ খুব ঠান্ডা, আর Surgery হাতের কাজ। অর্থাৎ অত্যাধিক ঠান্ডা প্রয়োগ করে সার্জারি করাকে ক্রায়োসর্জারি বলে।
প্রশ্ন: বায়োমেট্রিক (Biometric) কি?
উত্তর: জীববিদ্যার তথ্য নিয়ে মানুষের আচরণগত বা শরীরবৃত্তিয় বৈশিষ্ট্য শনাক্ত করাকে বায়োমেট্রিক বলে।
প্রশ্ন: বায়োইনফরমেটিক্স ( Bioinformatics) কি?
উত্তর: জীব সংক্রান্ত তথ্য ব্যবস্থাপনার কাজে কম্পিউটার প্রযুক্তির প্রয়োগই হলো বায়োইনফরমেটিক্স।
The page os very use full content and its gread
ReplyDeleteThanks. Stay with this site
DeletePost a Comment