মোবাইলের মাধ্যমে ফটো অপ্টিমাইজড করার নিয়ম ২০২১

কিভাবে মোবাইল দিয়ে রেজুলেশন ঠিক রেখে ইমেেজ অপ্টিমাইজড করা যায়?

 how to optimize image by using mobile phone, মোবাইল দিয়ে রেজুলেশন ঠিক রেখে ইমেজ অপ্টিমাইজড করা যায়

Hello friends! Welcome to Creationbangla -24. আজ আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি কিভাবে খুব সহজে মোবাইল দিয়ে ফটো অপ্টিমাইজড করা যায়।
আমরা আমাদের ফটো অপ্টিমাইজড করার জন্য "Reduce Photo Size". নামে একটি app ব্যবহার করবো। আপনারা এই app টি google play store পেয়ে যাবেন।
তো আপনারা "Reduce Photo size" app টি ইনস্টল করে ওপেন করবেন।.
তারপর app টি ওপেন করার পর দুইটি option দেখতে পারবেন। 1.Select Image. 2.Take a photo.
আপনি যদি "Select Image" option এ ক্লিক করেন, তাহলে আপনাকে photo location এ নিয়ে যাবে। যেমন: Gallery, Google drive, One drive.
আর যদি আপনি "Take a Photo" option এ ক্লিক করেন তাহলে Mobile's Camera টি redirect হবে ছবি তোলার জন্য।
Optimize হলো কোনো কিছু কে ব্যবহারের জন্য সকল নির্দেশনা মেনে অনুকূল করে তৈরি করা. আর Resize হলো শুধু মাত্র সাইজ পরিবর্তন করা।
আপনারা ফটোর নিচের দিকে "+" icon দেখতে পারবেন। এর উপর ক্লিক করলে zooming এবং "-" icon এ ক্লিক করলে zoom out হবে।
তারপর আপনি "Reduce" icon এ ক্লিক করবেন এবং size টি select করবেন। তবে আপনার ফাইল ইমেজ সাইজটি নির্ভর করবে আপনার পছন্দের সাইজের উপর।
Crop icon এর মাধ্যমে আপনি আপনার পছন্দের সাইজ দিয়ে ইমেজ টি কাটতে পারবেন। তারপর আপনি উপরে ডান সাইডে দেখতে পারবেন "... " icon. এর উপর ক্লিক করলে আপনি বিভিন্ন options, দেখতে পারবেন। যেগুলো আপনাকে ব্যবহার করতে সহায়তা করবে।
"Rotate" incon এর মাধ্যমে আপনি ছবিটি বিভিন্ন angle ঘুরাতে পারবেন।
তারপর "... " icon এ click করে "save as" ক্লিক করে photo টি save করতে পারবেন. আপনি চাইলে ছবিটির নামও পরিবর্তন করতে পারবেন।
"Share" icon এ ক্লিক করে আপনি ছবিটি বিভিন্ন জায়গায় শেয়ার করতে পারবেন।
তারপর আপনি আপনার gallery তে গিয়ে photo টি দেখতে পারবেন। তাছাড়া নিচের ভিডিওটি দেখার মাধ্যমে আপনি এই সম্পর্কে আরো অনেক সুন্দর এবং সুস্পষ্ট ধারণা পাবেন।


Post a Comment

Previous Post Next Post