ভাব সম্প্রসারণ: জ্ঞানই শক্তি

জ্ঞানই শক্তি।

ভাব সম্প্রসারণ, Expansion of Thought
মূলভাব: জ্ঞান মানুষের অমূল্য সম্পদ, যার মাধ্যমে মানুষ উন্নতির স্বর্ণশিখরে আরােহণ করতে সক্ষম হয়।
সম্প্রসারিত ভাব: জ্ঞান মানুষকে শ্রেষ্ঠত্ব দান করেছে। জ্ঞানের মাধ্যমেই মানুষ পেয়েছে। চিন্তাশক্তি। আর চিন্তাশক্তি মানুষকে উপহার দিয়েছে বিবেক। যার দ্বারা মানুষ ভালাে-মন্দ বিচার-বিশ্লেষণ করতে পারে। তাই জ্ঞানের মাহাত্ম্য অনেক। এর শক্তি অপরিমেয়। জ্ঞান মানুষকে ভালাে-মন্দের পথনির্দেশ করে। জীবনে সুখ-স্বাচ্ছন্দ্য ও আনন্দের আগমন ঘটে জ্ঞানের কল্যাণে। পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, কৃষিবিজ্ঞান, শারীরবিদ্যা, উদ্ভিদবিদ্যা, প্রাণিবিদ্যা প্রভৃতি আবহমানকাল থেকে মানব অর্জিত জ্ঞানেরই অংশবিশেষ। মানুষ বিদ্যাবুদ্ধির পরিচর্যা করে আজ উন্নতির স্বর্ণশিখরে পৌছেছে। জ্ঞানী ব্যক্তিরাই পৃথিবীর আসল নিয়ন্ত্রক ও সুযােগ্য নেতা। তারাই পৃথিবীটাকে সুপরিকল্পিতভাবে পরিচালনা করছে, নেতৃত্ব দিচ্ছে। এখানে নির্বোধ জ্ঞানহীনের স্থান নেই। অতীতের পারস্য, মিসর, রােম, গ্রিস জ্ঞানের বলেই চরম উন্নতি লাভ করেছিল। এখানেই মানুষের কৃতিত্ব। দৈহিক শক্তি দিয়ে ব্যাপক জয়লাভ করা যায় না। এখানে জ্ঞানের প্রয়ােজন। বিচার-বুদ্ধি ও বিচক্ষণতার মাধ্যমেই মানুষ সহজে তার শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে পারে। কিন্তু দৈহিক শক্তির বলে তা অসম্ভব।
মন্তব্য: জ্ঞানের শক্তির সীমা পরিসীমা নেই। জ্ঞানের বলেই মানুষ অসম্ভবকে সম্ভব করে। দূরকে আনে নিকটে। তাই জ্ঞানের এ শক্তিকে যথার্থভাবে কাজে লাগানাে সকলের উচিত। Knowledge is power.


Post a Comment

Previous Post Next Post