ভাব সম্প্রসারণ: লােভে পাপ, পাপে মৃত্যু

লােভে পাপ, পাপে মৃত্যু।

ভাব সম্প্রসারণ, Expansion of Thought
মূলভাব: লােভ লালসা ভয়ানক ক্ষতিকর অসৎ গুণ। লোভের সরাসরি ফল পাপ, আর পাপের পরিণামে পতন অনিবার্য।
সম্প্রসারিত ভাব: ষড়রিপুতে তাড়িত হয়ে মানুষের আঝে লােভের সৃষ্টি হয়। মানব জীবনের রিপুণুলাের মধ্যে জঘন্যতম রিপু হলাে লােভ। আর লােভে তাড়িত হয়ে মানুষ যে কোনাে অন্যায় ও অপকর্ম করতে পারে। লাভ লালসা চরিতার্থ করার জন্য মানুষ যাবতীয় অসৎ উপায় অবলম্বনে প্ররােচিত হয়। এ লােভের পরিণাম ভয়াবহ। অন্যায় ও পাপ কাজ করার দরুন তার নৈতিক অধঃপতন ঘটে। এভাবে লােভজনিত পাপের ফলে সংশ্লিষ্ট ব্যক্তির মনস্তাত্ত্বিক অপমৃত্যু ঘটে। অপরদিকে নির্লোভ ব্যক্তি পাপাচার মুক্ত সুন্দর জীবন লাভ করে। সকলের ভক্তি-শ্রদ্ধা অর্জন করে। লাভী ব্যক্তি এমন একপর্যায়ে এসে পৌছে, যখন ব্যক্তি, সমাজ সকলেই তাকে ঘৃণা করে। বিশ্বের সর্বত্রই আজ যে অসন্তোষ ঘনীভূত হয়ে উঠেছে, এর মূলে রয়েছে লােভ। সাম্রাজ্যবাদী রাষ্ট্র বা রাষ্ট্রনায়কগণ লােভের বশব্তী হয়ে বিশ্বব্যাপী সমস্যার সৃষ্টি করছে। এভাবে লােভের পরিণাম সামগ্রিকভাবে ভয়াবহরূপে আত্মপ্রকাশ করছে।
মন্তব্য: নিজের ভােগের জন্য কোনােকিছু লাভ করার বাসনাকে লােভ বলে। লােভ মানমকে পাপ পথে ধাবিত করে। লােভজনিত পাপের ফলে তার মনুষ্যত্বের অপমৃত্যু ঘটে।


Post a Comment

Previous Post Next Post