শিক্ষাই জাতির মেরুদণ্ড।
মূলভাব:
জাতির উন্নতির মূল হলাে শিক্ষা। শিক্ষা ছাড়া কোনাে জাতি জ্ঞান বিজ্ঞানে
উন্নতির চরম শিখরে আরােহণ করতে পারে না। শিক্ষার প্রভাবেই মানুষ কুসংস্কার, জড়তা
ও হীনম্মন্যতা থেকে মুক্ত হয়ে জাতি শক্তিশালী ও সুসংগঠিত করতে পারে। সম্প্রসারিত ভাব: কোনাে একজন ইংরেজ লেখক লিখেছেন, The pen is mighter than the sword. অর্থাৎ, কলম অস্ত্রের চেয়েও শক্তিশালী। শিক্ষার গুরুত্ব বর্ণনায় উক্তিটির তাৎপর্য অপরিসীম। আদিম সমাজের ইতিহাস ঘাঁটলে যুদ্ধ, লুটতরাজ ও পার্শবিক শক্তির আধিপত্যের অসংখ্য দৃষ্টান্ত মেলে। তখন অস্ত্র তৈরি এবং অস্ত্র চালনা শিক্ষাই ছিল মানুষের গর্বের বস্তু। শিক্ষা মানুষের জীবনযাত্রার জন্য অতীব প্রয়ােজন। জাতীয় উন্নতি, জাতীয় সংহতি ও এর বহুমুখী প্রগতি ত্বরান্বিত করার জন্যও শিক্ষার প্রয়ােজন। তাই আজকের পৃথিবীতে শিক্ষিত জাতিই উন্নত ও শক্তিশালী। সদ্য স্বাধীনতাপ্রাপ্ত উন্নয়নকামী জাতি হিসেবে আমাদের জাতীয় জীবনে শিক্ষার প্রসার অনুল্লেখযোেগ্য। আগামীতে এ দুর্বলতা কাটিয়ে উঠে জাতিকে শিক্ষাদীক্ষায় আরাে অগ্রগামী ও উন্নত করে তােলার পদক্ষপ গ্রহণ করা আমাদের একান্ত প্রয়ােজন। শিক্ষা প্রতিটি নাগরিককে শুধু জ্ঞানই দেয় না, সচেতন নাগরিক হিসেবেও গড়ে তােলে। শিক্ষা প্রতিটি নাগরিককে দেশ, জাতি ও জনগণ সম্পর্কে রাজনৈতিক অভিজ্ঞতা দান করে। শিক্ষালব্ধ জ্ঞান, চেতনা ও অভিজ্ঞতার আলােকে জাতীয় জীবনে সীমাহীন চেতনার উন্মেষ ঘটায়। জাতির সম্মুখে সােপান রচনা করে উন্নতির চরম শিখরে পৌছাতে সহায়তা করে।
মন্তব্য: শিক্ষা শুধু জাতির মেরুদণ্ডই নয়, শিক্ষা জাতির প্রাণও বটে। তাই Education is the backbone of a nation.
Post a Comment