সাহিত্য জাতির দর্পণস্বরূপ।
মূলভাব:
সাহিত্য থেকে জাতিকে চেনা যায়; সাহিত্যের মধ্যে পাওয়া যায় জাতির মন মানসিকতার প্রকৃত পরিচয়। সম্প্রসারিত ভাব: সাহিত্যিকগণ মানুষের জীবনকে নিরীক্ষণ করেন বাস্তবের আলোকে। চলমান জীবনের গতি প্রকৃতিই তাদের মূল আলোচ্য বিষয়। তাঁরা চারপাশের জীবনকে উপেক্ষা করেন না। জাতির আশা আকাঙ্ক্ষা তাঁদের রচনায় প্রতিফলিত হয়। জাতীয় জীবনের ইতিহাস সাহিত্যে স্থান পায়, জাতীয় ঐতিহ্য নিবিড়ভাবে জড়িত। যে জাতির সাহিত্য যত বেশি উন্নত, সে জাতি তত বেশি উন্নত বলে বিবেচিত হয়ে থাকে। জাতীয় জীবনের বৈশিষ্ট্য এমনভাবে প্রতিফলিত হয় বলে জাতীয় সাহিত্যে জাতির পরিচয় সহজে লাভ করা সম্ভব। প্রত্যেক জাতির সাহিত্য পাঠ করে সে জাতির আচার-অনুষ্ঠান, রীতি-নীতি প্রভৃতির পরিচয় পাওয়া যায়। জাতির উন্নতির মাপমাঠি সে জাতিয় সাহিত্য। সাহিত্য আয়নার মতো। সেখানে সবকিছু স্বচ্ছ দেখা যায়।
মন্তব্য: একটা দেশ বা জাতির উত্থান পতন, প্রেম ভালােবাসা, সুখ-দুঃখের কাহিনী সাহিত্যে ধরা পড়ে। সুতরাং সাহিত্য কেবল কবির কবিতা ও সাহিত্যিকের সাহিত্যকর্ম নয়, এটি একটি জাতির সংস্কৃতির ধারক ও বাহক।
Post a Comment