ভাব সম্প্রসারণ: সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ

সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ।

ভাব সম্প্রসারণ, Expansion of Thought
মূলভাব: সৎ ও সুন্দর চরিত্রের লোকের সাথে মিশলে জীবন সুন্দর হয়। আর অসৎ লোকের সাথে মিশলে জীবনে সর্বনাশ ঘটে থাকে।
সম্প্রসারিত ভাব: সৎ সঙ্গ মানুষকে চরিত্রবান করে। মানব জীবনকে সার্থক ও সুন্দর করতে হলে অনেক বাধাবিপত্তির মোকাবেলা করতে হয়। সৎ লােকের সাহচর্যে থেকে তার আদর্শ অনুসরণ ও অনুকরণ করলে এসব বাধাবিপত্তি অতিক্রম করা সম্ভব। সৎ সঙ্গ পরশ পাথরের সাথে তুলনীয়। সৎ সঙ্গ মানুষকে মনুষ্যত্ব অর্জনে সহায়তা করে। অপরপক্ষে অসৎ সঙ্গ পরশ পাথরের সাথে তুলনীয়। সঙ্গ দোষের কারণে মানুষ হয়ে পড়ে পশুর চেয়েও অধম। এ জগতে যত মানুষ পঙ্কিলতার অতল গহবরে নিমজ্জিত হয়েছে তারা কুসংসর্গের প্রোচনায়ই হয়েছে। কুসংসর্গ মানুষকে পাপ পথে পরিচালিত করে তাই তাদের ধ্বংস অনিবার্য। সৎ লোকের সংস্পর্শে অসৎ চরিত্রের লোক চরিত্রবান হয়ে যায়। আমাদের উচিত বন্ধু নির্বাচনের সময় সৎ, যোগ্য ও সুন্দর চরিত্রের অধিকারী ব্যক্তিকে বন্ধু হিসেবে নির্বাচন করা এবং তার সাহচর্য লাভ করে জীবনকে সার্থক করা।
মন্তব্য: অসৎসঙ্গ যেমন একজনকেক অসৎ করতে পারে ঠিক তেমনি সৎসঙ্গও পারে একজন অসৎ ব্যক্তিকে সৎ করতে। আর তাই সাথি সাফল্য কিংবা বিফলতার চাবিকাঠি। মোটকথা মহৎ ও চরিত্রবান মানুষ ও সুন্দর পরিবেশ মানবজীবনকে ফুলের মতো সুরভিত করে তুলতে পারে।


Post a Comment

Previous Post Next Post