ভাব সম্প্রসারণ:দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য

দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য

ভাব সম্প্রসারণ, Expansion of Thought
মূলভাব: সচ্চরিত্র ও বিদ্যা পরস্পর পরস্পরের পরিপূরক। কোনো অসচ্চরিত্রের ব্যক্তি বিদ্বান হলেও সে মণিযুক্ত সাপের মতোই ভয়ংকর ও পরিত্যাজ্য।
সম্প্রসারিত ভাব: বিদ্যা মানুষের অতি মূল্যবান সম্পদ, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিছু চরিত্র তার চেয়েও মূল্যবান। আর তাই চরিত্রহীন ব্যক্তি মহাবিদ্বান হলেও নিন্দনীয় সে লোকসমাজে কখনো সম্মান লাভের যোগ্য হতে পারে না। এরূপ ব্যক্তির সঙ্গ ত্যাগ করাই শ্রেয়। কোনো কোনো বিষধর সাপের মাথায় অতি মূল্যবান মণি আছে বলে প্রবাদ আছে। তাই বলে মণি লাভের জন্য বিষধর সাপের সাহচর্য লাভ করা বুদ্ধিমানের কাজ নয়। সেরূপ বিদ্যা মূল্যবান বস্তু হলেও বিদ্যালাভের জন্য বিদ্বান দুর্জনের নিকট গমন করা বিধেয় নয়। কারণ এরূপ লোকের সাহচর্যে নিষ্কলুষ চরিত্রও কলুষিত হতে পারে। চরিত্রই মানবজীবনের শ্রেষ্ঠ সম্পদ। এটা নষ্ট হলে মানুষ আর মানুষ থাকে না; বরং পশুতে পরিণত হয়। আতএব, দুর্জন ব্যক্তি বিদ্বান হলেও সে পরিত্যাজ্য।
মন্তব্য: দুর্জন ব্যক্তি বিদ্বান হলেও সে সদা পরিত্যাজ্য। কারণ সে মণিযুক্ত সাপের মতোই ভয়ংকর।


Post a Comment

Previous Post Next Post