ভাব সম্প্রসারণ: স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন।

স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন।

ভাব সম্প্রসারণ, Expansion of Thought
মূলভাব: যে কোনো পরাধীন জীবনে স্বাধীনতার সূর্যকে ছিনিয়ে আনা কষ্টকর এবং তার চেয়েও কষ্টকর ঐ স্বাধীনতা রক্ষা করা।
সম্প্রসারিত ভাব: মানুষ জন্মগতভাবেই স্বাধীনতাপ্রিয়। স্বাধীনতা মানুষের অমূল্য সম্পদ। কোনো মানুষই পরাধীনরূপে বেঁচে থাকতে চায় না। 'স্বাধীনতা শব্দটি মধুর হলেও স্বাধীনতা অর্জন করতে হয় বহু ত্যাগ তিতিক্ষার মাধ্যমে। স্বাধীনতাকে বেনিয়া শাসকগোষ্ঠীর হাত থেকে পরাধীন অত্যাচারিত জাতিকে যুদ্ধ করে, রক্ত দিয়ে ছিনিয়ে আনতে হয়। স্বাধীনতা অর্জনই মুখ্য বিষয় নয়; বরং একে রক্ষা করাটাই মুখ্য বিষয়। স্বাধীনতা অর্জনের পর দেশের পুনর্গঠন, উন্নয়ন এবং বহিঃশক্র ও অভ্যন্তরীণ শত্রুর হাত থেকে একে রক্ষা করার জন্য সদা প্রস্তুত থাকা আবশ্যক। কারণ যথেষ্ট দায়িত্ব সচেতন, নিবেদিতপ্রাণ, দেশপ্রেমিক ও শক্তিশালী না হলে স্বাধীনতা রক্ষা করা কঠিন হয়ে পড়ে। তাই স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করাটাই কঠিন।
মন্তব্য: স্বাধীনতা মানুষের জন্মগত অধিকার। আধিপত্যবাদী শক্তি অনেক সময় মানুষকে পরাধীন করে রাখতে চায়। তাই স্বাধীনতা রক্ষা করাটা অর্জনের চেয়ে কঠিন। সুতরাং স্বাধীনতা রক্ষা করার জন্য সকল নাগরিকের প্রাণপণ চেষ্টা করা কর্তব্য।


Post a Comment

Previous Post Next Post