ভাব সম্প্রসারণ: দশের লাঠি একের বোঝা

দশের লাঠি একের বোঝা।

ভাব সম্প্রসারণ, Expansion of Thought
মূলভাব: কোনো কাজ সম্মিলিত প্রচেষ্টায় সম্পাদন করা একান্তই সহজসাধ্য অথচ সবার সম্মিলিত প্রচেষ্টার ফলে সম্পাদিত কাজ কোনো একজন লোকের পক্ষে দুঃসাধ্যে।
সম্প্রসারিত ভাব: কোনো একটি কাজ কয়েকজন মিলে একত্রে করলে কাজটা যত সহজে সম্পাদন করা যায়, একজনের পক্ষে করা ততটা সহজ নয়। সামাজিক জীব হিসেবে মানুষ তাই একে অপরকে সাহায্য করে থাকে। ছোট ছোট কাজ মানুষ একা করতে পারে। কোনো অসুবিধে হয় না। কিন্তু বড় বড় কাজ কখনো একজনের শক্তি ও পরিশ্রমে সম্পন্ন করা সম্ভব হয় না। একা করতে গেলে বহু সময় লেগে যায়। তাতে কাজ সর্বাঙ্গীণভাবে সুষ্ঠু ও সুন্দর হয় না; বরং কাজ করতে গিয়ে সাফল্য-ব্যর্থতার উদ্বেগে নিরাশ হতে হয়। বড় বড় কাজ কয়েকজন একত্র হয়ে করলে কাজটি যেমন সঠিক সময়ে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, তেমনি কাজের উদ্দেশ্যও পুরোপুরিভাবে সাধিত হয়। তাই পৃথিবীতে একতাই বল। এজন্যই কবি বলেছেন, অপরদিকে
দশে মিলে করি কাজ
হারি জিতি নাহি লাজ।
দশজন ব্যক্তির ব্যবহৃত লাঠি একজনকে দিলে তা তার জন্য কষ্টদায়ক বোঝার শামিল হয়ে যাবে। অথচ দশজনের সবাই সে লাঠি বহন করলে তা বোঝা না হয়ে প্রত্যেকের জন্য মজবুত হাতিয়ারে রূপলাভ করবে। এজন্য সবার মিলিত চেষ্টায় যা সহজেই সম্পাদিত হতে পারে, মাত্র একজনের পক্ষে তা কষ্টসাধ্য বাঝায় পরিণত হয়ে থাকে। আল কুরআনে এমনি ঐক্যবদ্ধ প্রচেষ্টাকে উৎসাহিত করে বলা হয়েছে, "তোমরা সবাই ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জু ধারণ কর এবং পরস্পের বিচ্ছিন্ন হয়ো না।" ইংরেজ পণ্তিতরা যথার্থই
মন্তব্য: মানুষ সামাজিক জীব। তাই সামাজিকতা ও অন্যান্য মৌলিক প্রয়োজনে মানুষকে সম্মিলিতভাবে বসবাসের পাশাপাশি ঐক্যবদ্ধভাবে সকল কাজ সম্পাদন করা উচিত। তবেই আসবে কাঙ্খিত সাফল্য।


Post a Comment

Previous Post Next Post